-
ফরেক্স মার্কেটে যারা আমরা নতুন তারা সবাই ফরেক্স কে টাকার মেশিন মনে করি কিন্তু কিছু দিন পড়ে আওমরা টের পাই যে মার্কেট কি।ফরেক্স মার্কেটে কেউ যদি আগে লাভের চিন্তা করে তাহলে সে লস ছাড়া আর কিছু করবে না।আগে মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করতে হবে তারপর আয়ের কথা ভাবতে হবে।
-
আমি ফরেক্স করি ফরেক্স থেকে গেন অজন করে ফরেক্স মাকেট থেকে আয় করতে | আমি শুনেছি ফরেক্স থেকে আয় করতে হলে গেন ,দক্ষতা ,আর পরিশ্রম খুব প্রযোজন তাই আমি ফরেক্স থেকে গেন নিয়ে তারপর আয় করব | ফরেক্স থেকে আয় করে অনেক কিছু করতে চান আমি |
-
আসলে কোন দেশের উন্নতির পিছনে ফরেক্স এর কোন ভুমিকা আছে কিনা তা আমার জানা নেই। আমার মনে হয় না যে ফরেক্স এর কারনে কোন দেশ উন্নতি হয়েছে। তারা আমাদের চেয়ে অন্য সেক্টরগুলোতে এগিয়ে গেছে বলেই তারা এতো উন্নত। আপনি চায়নার কথাই ধরুন। তারা এমন কোন পন্য নেই যারা তা তৈরি করে না। আর আমাদের দেশে পোশাক শিল্পই একমাত্র ভরসা বৈদেশিক মুদ্রা অর্জনের। তবে ফরেক্স এর মাধ্যমেও আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি এ জন্য দরকার ফরেক্স সম্পর্কে জ্ঞান।
-
ফরেক্স থেকে প্রথমেই টাকা আয় করার কথা চিন্তা করাটা বোকামি হবে।তাই আমি ফরেক্স থেকে প্রথমে জ্ঞান লাভ করে তার পর ফরেক্স এ সফল ভাবে ট্রেড করে টাকা ইনকাম করতে চাই ।এজন্য আমি মনে করি যে আমাকে ফরেক্স এ সময় দিয়ে ভাল ভাবে ফরেক্স এর সকল বিষয় ভাল ভাবে বুঝে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স এ শিক্ষার কোন শেষ নাই ফরেক্স এ যত কাজ করা যাবে নিজেকে তত অভিজ্ঞ করা যাবে।
-
পৃথিবীর অন্য অন্য দেশ এগিয়ে যাচ্ছে ফরেক্স এর দিক থেকে আমাদের দেশ ও আগাবে আমি বিশ্বাস করি । আমি ফরেক্স থেকে সব চাই । তবে প্রথমে শিক্ষা তারপর টাকা তারপর সম্মান । আমি মনে করি ফরেক্স ভালভাবে শিখলে এসব কিছু সম্ভব ফরেক্স থেকে ।
-
আমি ফরেক্স থেকে গেন অজন করতে চাই আমার মতে ফরেক্স থেকে যদি গেন অজন করতে পারি তবে আমি ফরেক্স থেকে অনেক শিক্ষা নিয়ে আয় করতে পারব| ফরেক্স থেকে আয় করাই আমার মুল লক্ষ ফরেক্স থেকে আয় করতে হলে আমাকে ফরেক্স সম্পরকে গেন অজন করতে হবে তবেই আমি ফরেক্স থেকে আয় করতে পারব |
-
ব্যক্তিগতভাবে আমি আমি প্রথমত ফরেক্স থেকে শিক্ষা
চাই।কারন ফরেক্সে অনেক কিছু
শিখার আছে।যদিও আমি বর্তমানে
ফরেক্স থেকে ভালোই আয় করতে
পারি কিন্তু আমি মনে করি আমাকে
আর অনেক বেশী শিখতে হবে।তবেই
আমি আমার টার্গেটে পৌঁছাতে
পারবো।
-
আমি মনে করি ফরেক্স একটি পুর্নাঙ্গ কর্মসংস্থান এখান থেকে টাকা সম্মান ও জ্ঞান সবকিছুই পাওয়া সম্ভব আর এ সকল কিছু যদি পাওয়া না যায় তাহলে এটা কোনো কর্মসংস্থান নয় আর কেনোইবা আয়ের লক্ষে ফরেক্স ট্রেড করবে। ফরেক্স শিখে ভালো ট্রেডার হতে পারলে এখান থেকে সব কিছুই পাওয়া সম্ভব।
-
বাংলাদেশে যে ভাবে বেকারত্বে সংখ্যা বাড়তেছে বিশেষ করে শিক্ষত বেকার সংখ্যা দিন দিন ভংকর আকারে রুপ নিচ্ছে, এই বেকার সমস্যা দুর করার মত আমাদের দেশে কর্মসংস্থা খুবই কম, তাই ফরেক্স বেকার সমস্যা দুর করার জন্য বড় একটি মাধ্যম হতে পারে। তা হলে আমারা অন্যান্য দেশের মত এগিয়ে যেতে পারব ।
-
ফরেক্স করে আমরা আমাদের জ্ঞান ব্রিদ্ধির পাশাপাশি আমাদের আরথিক অবস্থার পরিবরতন করতে চাই। ফরেক্স খুবই লাভজনক ব্যাবসা। তাই ফরেক্স করার আগে ফরেক্স সম্পরকে আমাদের ভালোভাবে জেনে তারপর ইনকাম করার চিন্তা করা উছিত।