-
আসলে কোন কাজই আরেকটা কাজের পাশাপাশি করতে গেলে কোনটাই ঠিক মত করা হয়ে ওঠে না। তবে চাকুরী এর পাশাপাশি নির্দিষ্ট সময় বের করে ফরেক্সের পেছনে ব্যয় করতে পারলে ফরেক্স করা সম্ভব। আমি এখনও চাকুরীকরি না, তবে বাসার লোকজন আমাকে চাকুরির প্রতি বেশি উৎসাহ দেয়। আগে থেকেই এজন্য ফরেক্স কে গুছিয়ে নিচ্ছি যাতে চাকুরি করতে হলেও আমার সাধের ফরেক্স ব্যবসা যেন আমি নির্বঘ্নে করতে পারি।
-
চাকরীর সাথে সাথে ফরেক্স ব্যবসা করা সম্ভব । কেননা এই ফরেক্স ব্যবসা দিয়ে যা আয় করা সম্ভব সেটা হল বাড়তি আয় । এই বাড়তি আয় দিয়ে আস্তে আস্তে স্বাবলম্বী হওয়া সম্ভব । সুতরাং আমি বলব , যারা এই ফরেক্স ব্যবসা করেন তারা অবশ্যই চাকরীর পাশে পাশে ও করা সম্ভব ।
-
চাকুরির পাশা পাশি যদি কেউ ট্রেড করে তারা আশা করি সফল হবে খারন তাদের ইনভ্স্টে করতে কোন সমস্যা নেই ।আপনি চাকরীর পাশাপাশি ফরেক্স এ ব্যবসা করতে পারেন কারন এটি আপনার বাড়তি আয় হিসেবে কাজ করবে।আমার জানা মতে এধরনের অনেকে চাকরীর পাশাপাশি ফরেক্স এ কাজ করে । আমরা চাইলে আমাদের সকলে কাজের পাশেই আমরা ফরেক্স কে এড করে নিতে পারি
-
চাকরির পাসা পাসি ফরেক্স ব্যবসা করতে কোন সম স্যা নেই ।সপ্তাহে সোম থেকে শুক্র বার এই সাত দিনই ফরেক্স মাকের্ট খোলা থাকে এবং দিবা রাত্রি চব্বিশ ঘণ্টাই মার্কেট খোলা থাকে ।ফরেক্স মার্কেট এ কোন ধরা বাধা নিয়ম নেই যে চাকরি করলে ফরেক্স ব্যবসা করা যাবে না ।এখানে চকুরি জীবি হোক বা অন্য ব্যবসায়ি হোক সবাই ফরেক্স ব্যবসা করতে পারবে ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে আমাদের বাকি কাজ ছাড়তে হই না।আমরা যেকোনো সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।চাকুরির পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করলে আমরা আর্থিক ভাবে সচ্চল হতে পারবো।মনে করেন আপনি একজন চাকুরীজীবী এখন আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি আর্থিক ভাবে সচ্চল হতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে আমাদের বাকি ছাড়তে হই না তাই যে কোন সময় আমরা ট্রেড করতে পারবো।
-
ফরেক্স এ কাজ করতে পারবেন আপনার ইচ্চে মত । চাকরি করেন আর যাই করেন আপনি আপনার ইচ্চে মত কাজ করতে পারেন । আপনি যদি চাকরি করেন তার পাশা পাসি ফরেক্স এ কাজ করতে পারেন । আপনার চাকরি শেষ করে বাসাই বসে ফরেক্স এ কাজ করেত পারেন । এতে আপনার বাডতি কিছু আয় হল যা দিয়ে আপনি আর একটু সচ্চল এ থাকতে পারবেন । ফরেক্স এর জন্য আপনআর কোন মূলধনের পপ্রয়োজন হবে না । আর মুলত এই সব কারনে ফরেক্স এর শাতে চাকরির ব্যাপার টা মিলে না।
-
আমি মনে করি চাকরির সাথে ফরেক্স করা যাবে। আপনি ইচ্ছা করলে চাকরি করার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনি যেকোনো সময় এই ফরেক্স এ ট্রেড করতে পারেন তাই চাকরির পাশাপাশি ফরেক্স করায় কোন বাধা থাকে না।
-
চাকুরির পাশপাশি ফরেক্স ব্যবসাটা করতে পারলে আমি মনে করি জঠিল হবে। কারন আপনি চাকুরি করে যদি ২০০০০ হাজার টাকা ইনকাম করেন আর ফরেক্স মার্কেট থেকে যদি ১০০০০ হাজার টাকা ইনকাম করতে পারেন তবে আপনার মাস শেষে ৩০০০০ হাজার টাকা ইনকাম হবে আর এই দিয়ে আপনার জীবন ভাল সুন্ধর করতে পারবেন।
-
চাকরি বা ব্যবসার পাশাপাশিও ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব।কেননা সপ্তাহে পাঁচদিনই যেকোনো সময়ই ট্রেট মার্কেট খোলা থাকে।তবে একটা কথা আপনি যদি চাকরি, ব্যবসা এবং ফরেক্স মার্কেট সবকিছুতেই অধিক লাভের আশায় থাকেন তবে তা কষ্টসাধ্য ব্যাপার।কেননা মানুষের কার্য শক্তির একটা লিমিট থাকে।তবে হ্যাঁ চাকরি বা ব্যবসার পাশাপাশি সল্প লাভের আশায় ফরেক্স সম্ভব।
-
ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে বসেই করা যায় । এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট এ্যনালাইসিস । ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে । ফলে চাকুরির পাশা*পাশি ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব । তাছাড়া ফরেক্স মার্কেটে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় দিলেই যতেষ্ট বলে আমি মনে করি ।