-
ফরেক্স হলো আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মূলত একটি মূদ্রার বিপরীতে অপর একটি মূদ্রা বিনিময় করা হয়। এছাড়া বিভিন্ন কমোডিটিস, গোল্ড, সিলভা, ওয়েল ইত্যাদিও বিনিময় করা হয়। আমরা জানি প্রতি মূহুর্তেই মূদ্রার দাম ওঠানামা করে। এই ওঠানামাকে কাজে লাগিয়েই ফরেক্স মার্কেটের ট্রেডার গন ট্রেড করেন এবং প্রফিট করে থাকেন।
-
ফরেক্স হলো আন্তর্জাতিক মার্কেট ট্রেডিং, যেটা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় হয়। এটা হলো একটি দেশের কারেন্সি বিক্রি করে, আর একটি দেশের কারেন্সি কিনতে পারবেন, এটা করার জন্য আপনার প্রয়োজন ভাল আইডিয়া।
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা.এই ব্যাবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় সুধু তার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার আর নিজের দক্ষতা অার অভিজ্ঞতা।যে কেও ভালো জ্ঞান অর্জন করে ফরেক্সে কাজ করতে পারে। অনেকেই ভালো আয় করছে ফরেক্সে ব্যবসা করে ।
-
ফরেক্স হলো একটি অনলাইন মার্কেটপ্লেস যেটা মুলত বিভিন্ন দেশের কারেন্সী বেচা কেনা করে থাকে। এখান থেকেই মুলত ডলার পাউন্ডের দাম বৃদ্ধি পতন দেখা যায়। এত বড় একটি মার্কেটে কাজ করে আমরা যেমন বৈদেশিক মুদ্রা আয় করতে পারি তেমন এখানে কাজ করে আমরা অনেক স্বাচ্ছন্দ বোধ করি।
-
আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে বিভিন্ন দেশের মুদ্রা বেচা কেনা হয়ে থাকে এবং যা সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে এই মার্কেট। এখান থেকে আয় করা খুবই সহজ এবং তার চেয়েও সহজ টাকা লস করা। তাই এই মার্কেট এ আসার আগেই ভাল করে শিখে তার পরে আসেন। আশা করা যায় আপনি সফল হতে পারেন।
-
প্রকৃত অর্থে ফরেক্স বাজার আন্তর্জাতিক পর্যায়ের একটি অনলাইন ব্যবসায় মাধ্যম। এখানে বিভিন্ন দেশের মুদ্রার এক্সচেঞ্জ হয়ে থাকে। এই মাধ্যমে বর্তমান সময়ে বিশ্বের অসংখ্য মানুষ কাজ করছে মুনাফা অর্জনের আশায়..... ধন্যবাদ।
-
ফরেক্স একটি অনলাইন ভিতিক বিজনেস।এখানে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা হয়।
ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের সব থেকে বড় এবং জনপ্রিয় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের বিস্তৃতি এখন সারা পৃথিবীব্যাপী এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা বলার অপেক্ষা রাখে না। ফরেক্স মার্কেটে প্রতিদিন কয়েক বিলিয়ন কারেন্সি লেনদেন হয়ে থাকে যা পৃথিবীর সবথেকে বৃহদায়তন এর লেনদেন বললে কোনভাবেই ভুল হবেনা। অনলাইন এক্সেস সুবিধা থাকার ফলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই মার্কেটে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। ফরেক্স মার্কেটের পরিধি এত বেশি বিশাল যে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই এই মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে না ফলে কোন নির্দিষ্ট দেশের মুদ্রা বাজারের সঙ্গে ফরেক্স মার্কেটে তুলনা করা যাবে না লোকাল মুদ্রাবাজার গুলোকে চাইলে সে দেশের সরকার বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সহজেই মেনুপুলেট করতে পারে কিন্তু ফরেক্স মার্কেট কোন ব্যক্তি গোষ্ঠী বা সরকার দ্বারা কোন ভাবেই মেনুপুলেট হয় না কেবলমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফরেক্স মার্কেট ম্যানুপুলেট হয়ে থাকে।
-
সব কিছুর জন্য ই একটা না একটা জায়গা থাকে যেখান থেকে সেই জিনিস টা মেন্টেইন করতে হয়। ব্যাবসার ক্ষেত্রেই হোক আর যেই ক্ষেত্রেই হোক না কেনো একটা জায়গা লাগেই। ফরেক্স হলো সেই জায়গা যেখানে মুদ্রা বাজার বলা হয়ে থাকে। মানে এখানে মুদ্রা বেচা কেনা করা হয়ে থাকে। এটা অনলাইন ভিত্তিক ব্যবসা। ফরেক্সে এক দিনে লেনদেন হয় ৩ ট্রিলিয়ন ডলারের ও বেশি
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা মাধ্যম। এখানে বর্তমান সময়ে অনেক কাজ করে যাচ্ছে। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ফরেক্স মাধ্যমের।
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা যেখানে মুদ্রা বেচাকেনা হই ট্রেডিং এর মাধ্যমে। যে কেও ভালো জ্ঞান অর্জন করে ফরেক্সে কাজ করতে পারে। অনেকেই ভালো আয় করছে ফরেক্সে ব্যবসা করে । আমার কাছে ফরেক্স হল বিশাল এক সমুদ্র, আমি ত্রেদার হলাম একজন মাঝি, আমার অ্যাকাউন্ট হল আমার নৌকা, আমার কউশল হল আমার মাছ ধরার জাল, আর মাছ হল ফরেক্স মার্কেট এর পিপ্স...আর ফরেক্স শমুদ্রের ঝড় হল বড় বড় ফান্দামেন্তাল নিউজ...আমি কিন্তু সত্যি ফরেক্স কে এভাবেই দেখি।