-
ফরেক্স ট্রেডিং মার্কেটের আচরণ কেমন হবে তা অবশ্য ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু আপনি যদি এই নিউজ না পান তাহলে আপনার অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস ভাল করে বুজতে হবে।যদি টেকনিক্যাল এনালাইসিস টা ভাল করে জানতে পারেন তাহলে আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট কেমন আচরণ করতে পারে তা অনেকটা বুজতে পারবেন।তাই বেশি বেশি এনালাইসিস করুন আর অভিজ্ঞতা অর্জন করুন তাহলে ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে নিজেকে আর্থিক উন্নয়ন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এর গতির কোন নিশ্চয়তা নেই ।মার্কেট যেকোন সময় যে কোন দিকে মুভ করতে পারে । তবে মার্কেট এর গতি নির্ভর করে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ।আমরা কোন পেয়ারে ট্রেড করব তা নির্বাচন করে সেই দুই দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে দেখতে পারি মার্কেট কোন দিকে মুভ করবে ।কিন্তু ফলাফল সবসময় পক্ষে নাও আসতে পারে ।
-
ফরেক্ মার্কেটের প্রাঈস কখন বড়বে বা কখন কমবে এমন কোন নিশ্চয়তা কি দেওয়া যায় ।ধরি কোন নিঊজ নেঈ কিভাবে বুঝবো যে খএন মার্কেট কোন দিকে যাবে । ডাউন ট্রেন্ডে আছে তখন কি মার্কেট নিচের দিকেঈ যাবে নাকি বিপরীত দিকে যাবে। তখনকি সাপোর্ট রেসিস্টান্সক াজ করে । এরূপ ্অবস্থয় মার্কেটে কি এনালাঈসিস প্রয়োগ করতে হবে।
-
ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই । যে কোন সময়ে মার্কেট উদ্ধমুখী হতে পারে । আবার একটু পরেই নিম্নমুখী হয়ে যায়। তাই মার্কেটের গতি কখন বাড়বে আর কখন কমবে তা নিশ্চয়ত ভাবে বলা যায়না। তবে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার পেক্ষাপট বিশ্রেষন করলে মার্কেটের গতি সম্পর্কে কিছুটা ধারনা করা যায়।
-
আসলে ফরেক্স মার্কেটের গতিপ্রকৃতি বোঝা বেশ জটিল। যেই মুহুর্তে নিউজ থাকে না সেই মুহুর্তেও মার্কেট গতিশীল থাকে। কিন্তু মার্কেটের গতি কোনদিকে থাকে তা অনেকে ধরতে পারেনা। এটা ধরতে হলে বিভিন্ন ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস ভাল ভাবে করতে পারলে মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।
-
প্রতিটি ব্যবসায় দ্রব্যমূল্যের দাম এর উপর ভিত্তি করে ব্যবসা এর গতি হ্রস বৃদ্ধি ঘটে। তেমনি ফরেক্স মার্কেটের
সেল বাই এর উপর ডিপেন্ড করে ফরেক্স মার্কেটে গতি
হ্রাস বৃদ্ধি করে। তাই ফরেক্স মার্কেটের গতির নিশ্চয়তা দেওয়া সম্ভব না।
-
ফরেক্স এ কিছু নির্দিষ্ট প্যাটার্ন ও নিয়ম পুনরাবৃত্তি হতে দেখা যায়। এ সব দেখে আগে থেকে কিছু ধারনা করা যায়। এ ছাঁডা কোন দেশে অর্থনীতি কি রকম তা দেখেই আন্দাজ করতে হয়।যদিও মার্কেট এর গতিপথ হুবহু বলা সম্ভব না তবে এনালাইইস করে অনুমান করাই যায়।
-
ফরেক্স মার্কেটের এক মাত্র নিশ্চয়তা হলো ফরেক্স নিউজ ফলো করে এনালাইজ করা আর ক্যান্ডেল দেখে মার্কেটের ধরন বুঝে তারপর ট্রেড করা। ফরেক্সে এই গুলা ছাড়া আসলে কেও ১০০% পিডীট করতে পারে না যে মার্কেট কোন দিকে যাবে কোন সময়ে যাবে। সবাই একটা সম্ভাব্য ধারনা দিতে পারে মাত্র।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটের গতির কোন ঠিক নেই। গতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে কারণ কখন মার্কেটে দাম বাড়বে ও দাম কমবে আমরা কেউ জানতে পারি না। তবে ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করে মার্কেটে ট্রেড করলে সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। এই জন্য দক্ষ ট্রেডারগণ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে বাজারের অবস্থা জেনে নেয়। ফলে ট্রেড করে সফলতা অর্জন করা সহজ হয়। তাই ফরেক্স মার্কেটে এনালাইসিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে মার্কেট সম্পর্কে কিছুটা বোঝা যায়।,,,,,ধন্যবাদ।
-
কখন বড়বে বা কখন কমবে এমন কোন নিশ্চয়তা কি দেওয়া যায় ।ধরি কোন নিঊজ নেঈ কিভাবে বুঝবো যে খএন মার্কেট কোন দিকে যাবে । ডাউন ট্রেন্ডে আছে তখন কি মার্কেট নিচের দিকেঈ যাবে নাকি বিপরীত দিকে যাবে। তখনকি সাপোর্ট রেসিস্টান্সক াজ করে । এরূপ ্অবস্থয় মার্কেটে কি এনালাআমি মনে করি ফরেক্স মাের্কটের গতির কোনো প্রকার নিশ্চয়তা নেই যে কোনো সময় মাের্কট যে কোনো দিকে যেতে পারে, মাের্কটের গতি কখনো ভাগ্যের উপর নির্ভর করে না মাের্কটের গতি বিভিন্ন দেশের অর্থনৈতিক অনস্থার উপর নির্ভর করে।ঈসিস প্রয়োগ করতে হবে।