-
স্কাল্পিং হল একটা ট্রেডিং মেথড , যেটা ব্যবহার করে আমরা খুব অল্প সময়ের ভিতরে কিছু লাভ করতে পারি আমাদের ট্রেডিং থেকে । আর এই জন্যই নতুনদের কাছে স্কাল্পিং ট্রেডিং কওশলটা খুবই জনপ্রিয় । তবে আমি মনে করি স্কাল্পিং এর সুবিধার চেয়ে ক্ষতিকর দিকটাই বেশি । কারণ মাঝে মাঝে আমরা অল্প পরিমাণে লাভ করার জন্য অনেক বড় ধরণের লস করে ফেলি এই মেথড ব্যাবহার করে । তাই আমি আসলে নতুনদের স্কাল্পিং থেকে বিরত থাকারই পরামর্শ দিব ।
-
স্ক্যালপিং হচ্ছে ছোট ছোট ট্রেড। সাধারণত শর্ট টাইম ফ্রেম মানে ১,৫,১৫ এবং ৩০ মিনিট এর টাইম ফ্রেম ব্যবহার করে ১-১৫ পিপ sl বা tp নেওয়াকেই সস্ক্যালপিং বলা হয়। তবে স্ক্যালপিং করা সবচেয়ে ঝুকিপুর্ণ। কারণ স্ক্যালপিং এ মার্কেট এনালাইছিস খুবই কঠিন।
-
ফরেক্স ট্রেডিং সর্বাধিক গুরুত্বপূর্ণ করণ হ'ল ব্যবসায়ীদের ব্যবসায়ের দক্ষতা। আপনার যদি ফরেক্স ট্রেডিংয়ের সমস্ত কিছু থাকে তবে তারা আপনার কাছে পেশাদার ব্যবসায়ী বিটিটু হয়ে উঠতে পারেন যদি আপনার দক্ষতা থাকে তবে আপনি লাভজনক হয়ে উঠতে পারেন। তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ আসল বিনিয়োগের আগে ট্রেডিং অনুশীলন। কিছু সময় আপনি ক্ষতি পেতে পারেন তবে লাভের% বৃদ্ধি পাবে।
-
ফরেক্স মার্কেট এ ছোট ছোট ট্রেড করাকে স্কালপিং বলে। অর্থাৎ প্রত্যেকটা ট্রেড আপনার ২০-৩০ পিপ টেক প্রফিট হয়ে থাকে। আর ট্রেড এ যদি এর থেকে বেশি পিপ প্রফিট হয়ে থাকে তাহলে এটাকে স্কালরপিং বলা যাবে না। এটাকে লং ট্রেড বলতে হবে।
-
স্কাল্পার হতে হলে মার্কেটে অনেক অভিজ্ঞ হতে হয় কারন স্ক্যালপিং হলো খুব অল্প সময়ের ট্রেড এটা সর্বনিম্ন ১ মিনিট থেকে শুরু করে ১৫ মিনিটের মধ্যেই করে থাকে বেশিরভাগ ট্রেডার। স্ক্যাল্পিং মুলত প্রাইস একসনের উপর ডিপেন্ড করে করতে হবে এজন্য ভালো ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারনা প্রয়োজন। স্ক্যাল্পিং এর জন্য টার্গেট থাকে সাধারনত ১৫ থেকে ২০ পিপেসর মত।
-
ফরেক্স মার্কেট এ স্কালপিং শব্দটা খুবই জনপ্রিয়। কারন সবাই চায় দ্রুত প্রফিট করার জন্য। দ্রুত প্রফিট করার জন্য ফরেকস্ নয়। আপনি যদি দ্রুত কিছু করতে চান তাহলে ফরেক্স আপনার জন্য নয়। ফরেক্স মার্কেট থেকে আস্তে আস্তে সফল হতে হয়।
-
স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয় , তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন । কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না , কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না । মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক ।
-
মূলত, অফ অফ সুযোগে যে স্কারিক আপনার বিনিময়টি পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করে দেয়, সেই সময়টিকে স্কারিক বলা হয় এবং আপনি যদি ক্রমবর্ধমানভাবে সম্পাদন করেন সেই মুহূর্তে এটিকে স্কারিক বলা যায় না। আমি ফরেক্সে নতুন তাই আমি এটিকে এত বড় অঙ্কের স্কেরিকের কাছে বুঝতে পেরেছি। ইভেন্টটি যে আমি অফ-বেস, সেই মুহুর্তে আমাকে জানাতে এবং আপনি আমার ক্ষমাটি একটি দুর্দান্ত উপায়ে দেখবেন।
-
স্কাল্পিং হলো যখন আপনি খুবই কম সময়ের মধ্যে সেল এবং বাই এর মাধ্যমে অনর্গত ট্রেড পরিচালনা করেন তা একপ্রকার স্কল্পিং এর ভিতর অনেক ব্রকার হাউজে স্ক্যাল্পিং করা পুরো পুরি নিশিদ্ধ । আমর মতে যে সব ব্রকার স্ক্যাল্পিং করার সুযোগ দেয় তাদের মাধ্যমে আনি খুবই কম সময়ের মাধ্য ট্রেড পরিচালনা করে অনেক প্রফিট করতে পারেন।
-
স্কাল্পিং হল ক্ষুদ্র টাইমফ্রেমে ( m1, m5, m15, m30) ট্রেডে এন্ট্রি নিয়ে অল্প সময়ের ব্যবধানে ( 2 ঘণ্টার কম) প্রতিটি ট্রেড থেকে 5 থেকে 20 পিপস প্রফিট গ্রহণ করা।মূলত যাদের মূলধন কম তারা ফরেক্স স্ক্যালপিং করে থাকেন। ফরেক্স স্ক্যালপিং লং ট্রেডের তুলনায় অনেক ঝুঁকিপূর্ণ। এ কারনে ফরেক্সে যাদের অভিজ্ঞতা কম বা যারা নতুন ট্রেডার তাদের স্ক্যাল্পিং করা উচিত নয়। স্ক্যাল্পিং করতে গিয়ে একটি ভুল ট্রেডে এন্ট্রি নিলে লাভের থেকে লস বেশি হবে।