-
লস করা কারো কাছেই কাম্য নয়। আর ফরেক্স মার্কেটে একবার লস করলে তা রিকভারি করা সম্ভব কিন্তু কঠিন। কারণ লসের পর ট্রেডার মানসিক ভাবে ভেঙে পড়ে যে কারণে সে সঠিকভাবে ট্রেড করতে পারে না তাড়াহুড়ো করতে গিয়ে আরো বেশি লস করে বসে। এছাড়া লসের পর ট্রেড এন্ট্রির লট সাইজ ও ছোট হয়ে যায় ফলে লস রিকভারি করা অনেক সময়সাপেক্ষ এবং কঠিন হয়ে যায়। এজন্য প্রথম থেকেই সাবধান থাকা উচিত লসের ব্যাপারে।
-
হারানো পুজি পূনরুদ্ধার করা কঠিন তবে অসম্ভব নয়। নিয়মিত মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,স্টপ লস,টেক প্রফিট,লট/ভলিউম ইত্যাদি বিষয় গুলো ঠিকঠাকভাবে ফলো করলে আমার মনে হয় ধীরে ধীরে হারানো পুজি একসময় ব্যালেন্সে ফিরে আসতে পারে। এজন্য প্রয়োজন লোভহীনভাবে নিরলস প্রচেষ্টার । তবে কখনো খুব দ্রুত সব হারানো পুজি ফিরে পেতে গেলে হীতে বিপরীত হতে পারে।
-
ফরেক্স মার্কেটে একবার বড় ধরনের লসে পড়লে তা রিকভারি করা খুবই কঠিন। কারণ ইকুইটি কমতে থাকলে ট্রেডার মানসিক চাপ অনুভব করতে শুরু করে। তখন তার ট্রেডিং নলেজ স্বাভাবিক ভাবে কাজ করে না। ফলে ওভার ট্রেডিং সহ ভুলভাল ট্রেড করে বসে। আরোও বেশি লস হতে থাকে এবং একসময় ব্যালেন্স জিরো হয়ে যায়। তাছাড়া ও ইকুইটি কমে গেলে লট সাইজ ও ছোট হয়ে আসে যে কারণে মূলধন ফিরে পাওয়া সময়সাপেক্ষ এবং কঠিন হয়ে যায়। একসময় দেখা যায় ট্রেডার হাল ছেড়ে দেয়। তাই প্রথম থেকেই এই ব্যাপারে সতর্ক থাকা ভলো।
-
হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। তবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ লস এর কারনে মূলধন কম হয়ে আসলে প্রফিট এর পরিমাণ কমে যায়। এজন্য ধৈর্য না থাকায় একবার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে গেলে অনেকেই পুনরায় ফোরাম একাউন্ট খুলে পোস্ট করে থাকেন। লস পুনরুদ্ধার করতে যত সময় লেগে যায় ওই সময়ে নতুন ফোরাম অ্যাকাউন্ট খুলে সেই একাউন্টের মাধ্যমে প্রফিট অর্জন করা যায়। অনেককেই দেখেছি যারা 300 থেকে 500 ডলারের মত লস করেছেন এবং অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য করেছেন। তবে কাউকেই ওই লস রিকভার করতে দেখিনি। একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে গেলে ওই লস রিকভার না করে নতুন একাউন্ট খুলেছেন।
-
হারানো সব জিনিস ই ফিরে পাওয়া কঠিন। আমি বুঝতে পারি যে লস রিকভারি করাটা কতটা কঠিন একটা ব্যাপার। ট্রেড চলা কালে নতুন করে লাভ লস হতেই থাকে। আগের লস ও রিকভার করতে হবে আবার নতুন করে লাভ ও জমাইতে হবে। আমার গত সপ্তাহে ১৩ ডলার লস হয়। এখন সেই লস ৯ ডলারে নিয়ে আস্তে পারছি। মানে লস করা কয়েক মিনিটের ব্যাপার কিন্তু লাভ করাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার
-
ফরেক্স মার্কেটে লস হওয়াটা স্বাভাবিক তবে এই লসকে আমরা অনেকেই মেনে নিতে পারিনা এবং দ্রুত লস রিকভার করতে চাই আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দারায়। কারন অতিরিক্ত তারাহুরায় সঠিক পথ খুজে পাওয়া সম্বব নয়। আপনাকে মার্কেটে ট্রেড করতে হবে স্বাভাবিক গতিতে সঠিক এনালাইসিস করে তাহলেই লসও রিকভার সম্ভব এবং ভালো প্রফিটও আসবে।
-
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৩০হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ৭০লাভ করতে হবে। আর যদি ৭৫হারান, তবে নতুন ব্যালেন্সের ২০০প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য।
-
আপনি আপনার ক্যাপিটালের ৫০% হারান তবে সেই লস রিকভার করা খুব কঠিন। কিন্তু এজন্য আপনাকে ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। ধৈর্যের সাথে ছোট ছোট ট্রেড করে আপনি আপনার হারানো ক্যাপিটাল আস্তে আস্তে ফিরে পেতে পারেন। আর হারানো ক্যাপিটাল ফিরিয়ে আনতে পারলেই সেই হতে পারে একজন ভাল মানের ট্রেডার।
-
ফরেক্স মার্কেটে আমরা সাধারণত দুই ধরনের ইনভেস্ট পদ্ধতি দেখতে পাই । একটি হলো নগদ অর্থ ডিপোজিট করে ট্রেড করা এবং অপরটি হলো ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করে যে পোস্টিং বোনাস পাওয়া যায় সেই বোনাস অর্থ ডিপোজিট করে ট্রেড করা । এখন যদি আপনি আপনার নগদ অর্থ ডিপোজিট করে তারপর ট্রেড ওপেন করে লচের সম্মুখীন হন,, তাহলে আপনাকে সেই লচের রিকোভার না করলে ও চলবে । কিন্তু আপনি যদি ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস ডিপোজিট করে ট্রেড ওপেন করে লচের সম্মুখীন হন,, তাহলে আপনাকে আগে সেই লচ রিকোভার করতে হবে এবং তারপর লাভ করতে হবে । লচ রিকোভার করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে,,, লচ রিকোভার করটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় তখন,,,, ধন্যবাদ ।
-
আমি জানি একবার যদি আমার ব্যালেন্স ৫০% লস হয়ে যায় সেই লস উঠায়ে লাভ করা যে কতটা কষ্ট তা আমি বুজেছি।কারন যদি আমার ৫০% লস হয় তার মানে আমাকে ১০০% লাভ করলে আমার লসটি পুরুন হবে।তাই আমি মনে করি আমাদের অনেক বেশি বেশি ট্রেড এন্টি নেওয়া ঠিক নয়।দিনে যদি আমি ৫০ সেন্ট ও লাভ করি তাহলে অনেক ভাল যদি লস না করি।তাই আমি এই বিষয়টি নিয়ে অনেক সচেতন।আমি মার্কেট সম্পর্কে এনালাইসিস না করে বড় বড় ট্রেড এন্টি নিবো না।