হ্যা অবশ্যয় রাতের বেলায় যেহেতু মার্কেট বেশি মুভ করে তাই রাতে ট্রেড করলে বেশি প্রফিট করা যাই অবশ্য এই সময় ঝুকিও বেশি থাকে। ধন্যবাদ।
Printable View
হ্যা অবশ্যয় রাতের বেলায় যেহেতু মার্কেট বেশি মুভ করে তাই রাতে ট্রেড করলে বেশি প্রফিট করা যাই অবশ্য এই সময় ঝুকিও বেশি থাকে। ধন্যবাদ।
দেখেন এটা বলা মুশকিল যে কোন সময় বেশি ঝুঁকিপূর্ণ সময়। কারণ আমরা জানি যে ফরেক্স মার্কেটের সবকিছু অনিশ্চিত, যেকোনো সময় মার্কেট এর মূল্য যে কোন দিকে যেতে পারে সেটা হতে পারে দিনে কিংবা সেটা হতে পারে রাত্রে। এর কোন নির্দিষ্ট সময়সীমা নেই।আপনি নির্দিষ্ট দিয়ে বলতে পারবেন না যে রাত্রেই বেশি মুভমেন্ট করবে কিংবা দিনে বেশি মুভমেন্ট করবো। তাই ভালোমতো মার্কেট এনালাইসিস করে ট্রেড দেওয়াই উত্তম। তাহলে আপনার চিন্তা থাকবে না যে দিনে বেশি ওঠানামা করবে কিংবা রাত্রে বেশি ওঠানামা করে আপনি নিশ্চিন্তে নিজের মত থাকতে পারবেন কারণ আপনি ভালোমতো মার্কেট এনালাইসিস করে ট্রেড দিয়েছেন।
যারা একদম নতুন পা দিয়েছেন তাদের কাছে ফরেক্স ট্রেড 100% ঝুঁকিপূর্ণ৷তাই এই ঝুঁকি এরিয়ে দক্ষতা অর্জন করতে হলে ফরেক্সের ট্রেডিং কৌশলগুলো শিখতে হবে এবং সেগুলো নিয়মিত ডেমো ট্রেডিংএ প্র্যাকটিস করতে হবে৷রাত দিন সর্বদা লেনদেন কমবেশি থাকলেও এই মার্কেটে নির্দিষ্ট সেসন আছে৷এই সেসনগুলো দেখে বুঝে ট্রেড করতে হবে৷নিউজ আওয়ারে নতুন ট্রেডারদের জন্য ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ থাকে৷তারা না বুঝে উল্টাপাল্টা এন্ট্রী করে আর একটা বড় নিউজ ইমপেক্ট এসে তাদের পুরো ব্যালেন্সটাই খেয়ে ফেলে অথচ তারা তা বুঝতেই পারে না ৷
ফরেক্স মার্কেট এ দিনের বেলা ট্রেডিং করা বেশি ঝুঁকিপূর্ণ। কারন দিনের বেলাতে অনেকেরই সময় হয় না ট্রেড করার মত আবার দিনের বেলাতে ও ফরেক্স মার্কেট উঠানামা করে ।কিন্তু রাতের বেলাতে ফরেক্স মার্কেট উঠানামা করে বেশি তাই রাতের বেলাতে কেউ অল্প সময় ট্রেড করে ও বেশি লাভবান হতে পারে।
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবথেকে ভালো সময় হলো বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত। ফরেক্স মার্কেটে সাধারণত সন্ধ্যার দিকে মার্কেট বেশি মুভমেন্ট করে। সব ধরনের পেয়ারেই এই সময় বেশি মুভমেন্ট দেখা যায়। বেশিরভাগই ট্রেডারই এই সময়টার জন্য অপেক্ষা করে ভালো একটি এন্ট্রি নেয়ার জন্য। তবে আমি মনে করি যদি আপনি অভিজ্ঞ ট্রেডার হন তাহলে দিন বা রাত কোন ম্যাটার করে না। মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড নিতে পারলেই হলো। ট্রেড নেয়ার আগে দেখতে হবে কখন বেশি মার্কেট ওঠা নামা করে। অনেকেই হয়তো রাতে ট্রেড করে থাকেন কারন এই সময়ে বেশিরভাগ ট্রেডার অনলাইনে থাকেন বিধায় মার্কেট অনেক বেশি মুভ করে।
তবে আমি বলবো যে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের মার্কেট কখন ওপেন থাকে সেটা দেখে নেয়া ভালো। ধরুন আপনি ইউএসডি/ইউরো পেয়ারে ট্রেড নিবেন, সেক্ষেত্রে দুপুর ১ টা থেকে রাত ১০ টার মধ্যে ট্রেড নেয়াই ভালো। অনেকে আবার সন্ধা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে ট্রেড নিয়ে থাকেন, সেটাও ভালো। আসল কথা হলো আপনি অভিজ্ঞ ট্রেডার হলে আপনি যে কোন সময়ই ট্রেড নিতে পারেন।
ফরেক্স ট্রেডিং একটু ঝুকিপূন ব্যবসা। হ্যা অবশ্যয় রাতের বেলায় যেহেতু মার্কেট বেশি মুভ করে তাই রাতে ট্রেড করলে বেশি প্রফিট করা যাই অবশ্য এই সময় ঝুকিও বেশি থাকে
দিনের বেলাই দাম একটু কম উঠা নামা করে। আবার রাতের বেলায় একটু বেশি উঠা নামা করে। কারন রাতে বেলা মার্কেট বেশি মুভ করে। তাই আমরা যদি রাতে ট্রেড করি বেশি প্রফিট পাওয়া যাই। আর রাতে বেশি উঠা নামা করে বলে এই সময় একটু ঝুকিও বেশি থাকে।জারা ফরেক্স করেন বা করতে চান তারা অবসসই অনেক সময় নিয়ে ভেবে চিনতে দেখুন কখন আপনার ট্রেড করার উপযুক্ত সময়।
অনেক সময় মার্কেট এ ট্রেডিং বেশ ঝুকি পূর্ন হয়ে থাকে। যখন কোন বড় নিউজ যেমন এনএফপি, এফওএমসি ইত্যাদি থাকে তখন মার্কেট অনেক ভোলাটাইল থাকে তখন ট্রেড করা খুবই ঝুকি পূর্ণ। আবার যখন মার্কেট কনফিউজ মোমেন্টে চলে আসে তখনও ট্রেড করা বেশ ঝুকি পূর্ণ।
ফরেক্স মার্কেটে সবসময়ই মুভমেন্ট থাকে। তাই যদি আপনি ভুল ট্রেড নেন তবে সবসময়ই সেটা আপনার জন্য ঝুকিপূর্ন হবে। আর সাধারনত সোমবার এবং শুক্রবার ট্রেড নেয়া ঝুকিপূর্ন। এছাড়াও বছরের শেষ সময়ে মার্কেটে এলোপাথাড়ি মুভমেন্ট হয় তাই ওসময় ট্রেড নেয়া ঝুকিপূর্ন।
ফরেক্স মার্কেট অনেক লাভজনক একটা বিজনেস যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকে। আর ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে আমি মনে করি ফরেক্স সবসময় ঝুঁকিপূর্ণ। তাই আমরা যদি ফরেক্স মার্কেটকে একটা লাভজনক বিজনেস হিসেবে দেখতে চাই তাহলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আমরা সবসময় ফরেক্স থেকে লাভ করতে পারবো।ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে সবচেয়ে ঝুকি পুরন হয় ফরেক্স নিউজ থাকে যখন তখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ঝুকি থাকে কারন নিউজ থাকে যখন তখন মার্কেটে অনেক বেশি মুভমেন্ট থেকে তাই জেকন সময় বড় ধরনের লস অথবা লাভ হতে পারে অনেক ঝুকি থাকে এই সময়।
আপনাকে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে আসতে হবে। ট্রেডিং এ আপনার পরিকল্পনা ও ম্যানেজমেন্ট এর উপর ঝুকির ধরন নির্ভর করে। সাধারণত নিউজ টাইমে মার্কেট ভলেটাইল থাকে যখন অধিক পরিবর্তন ঘটে। যারা অভিজ্ঞ ফরেক্স ট্রেডার তারা ওই দিনের বেলা ট্রেড করে সময়টাকে কাজে লাগাই আর যারা ফরেক্স এ বেশি দক্ষ না তারা ওই সময়ে লাভ করতে গিয়ে ব্যালান্স হারিয়ে পাগল হয়। তাই আমি তাদের বলতে চাই যে আপনি যদি দিনের বেলা ট্রেড করতে চান তাহলে আগে অনেক অনেক জ্ঞান অর্জন করুন ফরেক্স এর বেপারে।