-
ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরত্বপূর্ন। এর মাধ্যমে আপনি আপনার ট্রেডে লস কিংবা প্রফিট নিয়ন্ত্রন করতে পারবেন। যা কিনা সম্পূর্ন আপনার উপর নির্ভরশীল
তবে যেকোন ট্রেড করার জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা ভালো। এখানে আমি নতুন হওয়ায় স্টপ লস এবং টেক প্রফিট কত সেট করা ব্যবহার করা ভালো সেই সম্পর্কে খুব ভালো ধারনা নেই কেউ যদি জানাতেন তাহলে খুব উপকার হত।।।
-
এক কথায় বলতে গেলে স্টপ লস ছাড়া ট্রেড অত্যন্ত ঝুকিপুর্ন। আপনি স্টপ লস দিয়ে ট্রেড করলে আপনার জন্য আপনার একাউন্ট এর জন্য মঙ্ঘল। আপনি স্টপ লস ছাড়া ট্রেড করলে আপনি চার্টের সামনে থেকে তা নিয়ন্ত্রন করতে পারন। এ ক্ষেত্রে আপ্নবি ১ টি কারেন্সিতে ভালো ফলাফল পেতে পারেন।
-
ফরেক্স ট্রেডিং এর খেত্রে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্ব পুরন।। আমি নিজেও অনেক সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার না করার কারনে অনেক বার লস খাইছি এমবকি একাউন্ট ঈ জিরো করে ফেলেছি।।তাই আমাদের একাউন্ত সিকিওর রাখার জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করা উচিৎ।।
-
স্টপ লস ছাড়া ট্রেড করা কখনো নিরাপদ না কারন মার্কেটের উপর সব সময় নজর রাখা সম্ভব হয় না। স্টপ লস ট্রেডের নিরাপত্তা বজায় রাখে এবং একাউন্টকেও নিরাপত্তা দেয়। ফরেক্সে মুল্যের উঠা নামা সবসময় হয়, কখন বেশি হবে কখন কম হবে তা বলা যায় না। তাই স্টপ লস ব্যবহারে লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে হবে তা ঠিক করে দেয়া হয়। ট্রেডে স্টপ লসের ভুমিকা অনেক।
-
স্টপ লস ছাড়া ট্রেড করা সম্ভব কিন্ত আপনি একটি ট্রেড ওপেন করে সর্বক্ষন ট্রেড মনিটারিনং করতে পারবেন না তাই আপনার অনুউপস্থিতে মার্কেট যদি বিপরিতে যায় আপনার এক্যাউন্ট জির হয়ে যেতে পারে তাই এক্যাউন্ট বাচানোর জন্য ট্রেড ওপেন করে বাইরে যাবার পূর্বে স্টেপ লস সেট করা উচিত ।
-
স্টপ লস ব্যাহার না করেও ফরেক্সে আপনি ট্রেড করতে পারবেন তবে এটি ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করলে মার্কেট যদি আপনার টেডের প্রতিকূলে চলে যায় তাহলে বড় ধরনের লসের হাত থেকে অ্যাকাউন্টকে সহজেই বাচানো সম্ভাব হয়। যা একজন ট্রেডারকে মার্কেটে টিকে থাকতে সহায়তা করে বলে আমি মনে করি।
-
স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে । স্টপ লস ব্যবহার না করার ফলে যে কোন মুহুর্তে ব্যলেন্স ০০ হতে পারে । স্টপ লস ব্যবহার করার ফলে আমরা ফরেক্স এ টিকে থাকতে পারি ।
-
স্টপলস ছাড়া ট্রেড কখনোই নিরাপদ হতে পারে না । যে যত বেশী এই ইন্টিগেটর ব্যবহার করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা যে সময়েই ট্রেড করি না কেন স্টপ লস ছাড়া ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ট্রেডে কখনি স্টপলস ব্যাতীত ট্রেড করা উচিত নয় । তাতে লস হতে পারে বিনা কারনে । কেননা মারকেটে এক সেকেন্ডেন বিরাট পরিবরতন হতে পারে ।
-
আমার মনে হয় স্টপ লস ছাড়া ট্রেড করা কখনো নিরাপদ না কারন মার্কেটের উপর সব সময় নজর রাখা সম্ভব হয় না। স্টপ লস ট্রেডের নিরাপত্তা বজায় রাখে এবং একাউন্টকেও নিরাপত্তা দেয়। ফরেক্সে মুল্যের উঠা নামা সবসময় হয়, কখন বেশি হবে কখন কম হবে তা বলা যায় না। তাই স্টপ লস ব্যবহারে লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে হবে তা ঠিক করে দেয়া হয়। ট্রেডে স্টপ লসের ভুমিকা অনেক।