-
আমার কাছে মনে হয় ফরেক্স জানা সহজ কিন্তু যখন রিয়াল মার্কেটে ট্রেড করি তখন বুঝা যায় ফরেক্স মার্কেট সহজ না কঠিন। আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেট অনেক কঠিন কারন এই মার্কেটে আপনাকে নিখুত ট্রেড দিতে হলে নিয়মের চুল পরিমান ভুল করা যাবেনা আপনাকে ট্রেন্ড, সাপোর্ট রেজিস্টেন্স ধৈর্য সব কিছু ঠিক রেখে ট্রেড দিতে হয়।
-
আমরা সাধারনত কোন কাজ প্রথমে দেখলে কঠিন মনে করি। কাজটি যখন শিখার পর আর কঠিন মনে হয় না। প্রথম প্রথম কঠিন মনে হয় এটাই স্বাভাবিক । ফরেক্স শিখা কোন কঠিন কাজ নয় । আপনি বিভিন্ন সাইটে গিয়ে বা গুগল থেকে আর্টিকেল পড়ে আপনি ফরেক্স এর ধারণা নিতে পারেন। ফরেক্স এ যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন। ফরেক্স করে আপনি নিজেকে গরে তুলতে পারেন একজন আদর্শ ট্রেডার হিসাবে ।
-
ফরেক্স শেখা কঠিন ও নয় আবার খুব সহজ ও নয়। ফরেক্স শিখার জন্য অনেক সময় প্রয়োজন। প্রথমে ফরেক্সের বেসিক ধারনা নেওয়া প্রয়োজন এবং একটি ডেমো একাউন্ট করা প্রয়োজন। ডেমো একাউন্টে ট্রেড করে অল্প অল্প করে ট্রেড শিখা প্রয়োজন। ডেমো একাউন্টে ট্রেড করার মাধ্যমে ফরেক্সের ছোট ছোট অনেক বিষয় জানা যায় যা রিয়েল ট্রেড করতে সাহায্য করেব। ঘরে বসেই বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে ফরেক্স শিখা যায়। তবে এতে অনেক সময় ব্যয় হয়।
-
ফরেক্স শিখা মোটেও কঠিন কিছু না যদি আপনার ইচ্ছা শক্তি প্রবোল থাকে।। আর এখন ফরেক্স শিখা অনেক সহজ।। কারন হাতের কাছেই রইয়েছে অনেক সোর্স যেখান থেকে আপনি খুব সহযে ফরেক্স শিখতে পারবেন।। যেমন গুগল এ রইয়েছে হাজারো পি ডি এফ আর ইইউটিইউব এ আছে হাজারও ভিডিও টিঊটোরিয়াল।। আর প্রাক্টিস করার জন্য তো আছে ডেমো একাউন্ট।। ইচ্ছা করলেই আপনি ফরেক্স শিখতে পারবেন।।
-
প্রতিটি জিনিস বুঝলে সহজ আর না বুঝলে কঠিন ফরেক্স ঠিক তেমন
-
ফরেক্স একাউন্ট ট্রেড শেখা কঠিন নয় ; তবে খুব সহজ তাও কিন্তু নয় । সুতরাং ভাল ভাবে চেষ্টা করে যেতে হবে । ফরেক্স লাইভ একাউন্ট ট্রেড সম্পর্কে অনেক সুন্দর সুন্দর বই অনলাইন/ বাজারে ক্রয় করতে পাওয়া যায় । এ সব বই থেকে পড়ে/শিক্ষা নিয়ে ফরেক্স প্র্যাকটিস করা যেতে পারে । এবং সব শেষে ফরেক্স এ অভিজ্ঞ ব্যাক্তিদের থেকে পরামর্শ নেয়া যেতে পারে । এতে করে আপনি খুব দ্রুত ফরেক্স শিখতে পারবেন । এবং যত বেশী দ্রুত ট্রেড শিখবেন, ততই বেশী লাভ করতে পারবেন ।
-
রেক্স শিখা কোন কঠিন কিছু নয় আপনি চাইলে নানা ই বুক পড়ে বা গুগল থেকে আর্টিকেল পড়ে ফরেক্স শিখতে পারেন , ফরেক্স করে নিজেকে গরে তুলতে পারেন একজন আদর্শ ট্রেডার হিসাবে । তাছাড়া ফরেক্স শিখার জন্য এখন আমাদের এই বাংলাদেশ ফরেক্স ফোরাম এর ভুমিকা অপরিহার্য কারন এখন এই ফোরাম এ ফরেক্স সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায়।
-
ফরেক্স কিভাবে শিখা যায় তা আমরা বিভিন্ন মাধ্যম থেকে খুব সহজেই শিখতে পারি। কিন্তু কিভাবে লাভ করা যায় তা শিখাটাই সবচেয়ে কঠিন বিষয়। কেননা এই ব্যাপারে সাধারণত কেউ কাউকে সাহায্য করতে চায় না। তাই সবাইকেই মার্কেটে ট্রেড করেই অভিজ্ঞতা অর্জন করতে হয়।
-
একটু মনোযোগ দিয়ে ফরেক্স শিখলে ফরেক্স আয়ত্তে নেওয়া খুব কঠিন কিছুনা। তিন চারমাস ঠিকমত ফরেক্স নিয়ে ঘাটাঘাটি করলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করা যায়।কিন্তু তাই বলে আমি বলছিনা যে তিন চার মাসে ফরেক্স শেখা শেষ।ফরেক্স এ শেখার কোনো শেষ নেই।যত শিখবেন ততো ফরেক্স এ ভাল করবেন।
-
ফরেক্স শেখা খুব কঠিন কি না বলতে পারবো না; তবে খুব সহজ নয় তা বলতে পারি । কারন অএক অনেক বেশি পরিশ্রম করতে হয় । তবে একবার ইন্টারেস্ট পেয়ে গেলে খুব মজা লাগে । অনলাইন থেকে বই পড়তে পারেন । বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিতে পারেন। ডেমো ট্রেড করতে পারেন , তারপর রিয়েল একাউন্ট এ ডলার ইনভেস্ট করে ট্রেড করতে পারেন । এতো দিনে আপনি যা যা জ্ঞান অজন করেছেন তা অবশ্যয় খুব সহজ ছিল না । বেশ কঠিন । ফরেক্স বিষয়ে শেখা বেশ কঠিন ।