-
কোন কাজি চিন্তামুক্ত নয় তেমনি ফরক্স চিন্তাযুক্ত একটি ব্যাবসা।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে ট্রেড ওপেনিং করলে চিন্তা শুরু হয়ে যায়,তাই বলি ফরেক্স মার্কেট চিন্তাযুক্ত, চিন্তা মুক্ত কোনকিছু নাই,ফরেক্স মার্কেট এমন অর্থ ব্যাবস্থার সাথে জরিত সেখানে শুধু চিন্তা।
-
ফরেক্স এর প্রতিটি ত্রেদ যেদিন থেকে আপনি চিন্তামুক্ত ভাবে করতে পারবেন আপনি বুঝবেন যে আপ্নি এখন অভিজ্ঞ। ফরেক্স এ লাভ লস থাকবেই এবং দুটোকেই আপনাকে সাভাবিক ভাবে মেনে নেয়া শিখতে হবে।
-
না ফরেক্স চিন্তামুক্ত পেশা নয়। ফরেক্স একটি বিজনেস আর বিজনেস এ লাভ লস হওয়াটা সাভাবিক। লস না হতে চাইলে বিজনেস এ অভিজ্ঞতা অরজন করতে হবে। আর বিজনেস চিন্তামুক্ত পেশা না। ফরেক্সও এক টি বিজনেস যে টা চিন্তামুক্ত নয়।
-
ফরেক্স কেন যেকোন অনলাইন ব্যাবসাই অনেক রিস্ক এর। এই অনলাইন ব্যাবসায় কখন কি হবে কেও বলতে পারে না তাই সব সময় টেনশন এ থাকতে হয়।তাই এটা চিন্তা মুক্ত পেশা হতে পারে না।
-
ভাই ফরেক্স কেন পৃথিবীতে চিন্তা মুক্ত কোন পেশা আছে বলে আমার জানা নেই । ফরেক্স যদি চিন্তামুক্ত পেশা হত তাহলে ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডার *মার্কেটে লস করে ঝরে পড়তনা । প্রতিটি মূহুর্তে এই মার্কেট আপনার চিন্তা বাড়িয়ে দিতে পারে । ধন্যবাদ ।
-
আসলে ফরেক্স চিন্তামুক্ত পেশা নয় বরং চিন্তাযুৃক্ত পেশা । আপনি যে কাজই করেন না কেন চিন্তা শক্তি প্রখরতা ব্যাতিত সে কাজে সফল হওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে । তাই আমি মনেকরি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডকরি তাদের সবারই অনেক বেশি চিন্তিত থাকতে হয় । কারণ প্রতিটি ট্রেডই এই মার্কেটে আমাদের জন্য চ্যলেন্জস্বরুপ । একটা ট্রেড পাল্টে দিতে পারে পুরো ট্রেডিং পরিস্থিতি এমনকি মনের পরিস্থিতি । তবে চিন্তা আর টেনশন এক কথা নয়..।
-
আমার মতে ফরেক্স কোনো চিন্তামুক্ত পেশা নয় বরং ফরেক্স হচ্ছে চিন্তাযুক্ত পেশা।ফরেক্সে ট্রেড করলে চিন্তা মনকে অটোমেটিক আকড়িয়ে ধরে।কারন ফরেক্স একটা আনপ্রেডিকটেবল মার্কেট।তবে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ভালো পজিশনে ট্রেড করতে পারলে কোনোধরনের চিন্তা থাকেনা।কারন তখন বেশিরভাগ লাভের সম্ভবনা মনে হতে থাকে।
-
ফরেক্স কে আমি কখনই চিন্তামুক্ত পেশা ভাবি না কারন ফরেক্স হল খুব রিস্কের বেবসা এতে বলা যাবে না বাজার কখন নাম্বে আর কখন উঠবে ।তাই আমি ফরেক্স কে চিন্তা মুক্ত পেশা বলি না ।
-
ফরেক্স চিন্তা মুক্ত বিজনেস নই।কারন যখনি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন এর পর থেকে আপনি চিন্তা করতে থাকবেন কি আপনার ট্রেড কি লস এর দিকে যাচ্ছে না লাব এর দিকে যাচ্ছে।হ্যাঁ তবে এর থেকে বাছার একটাই উপাই ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করুন।দেখবেন আপনাকে আর আপনার ট্রেড নিয়ে চিন্তা করতে হবে না।আপনি ট্রেড নিয়ে যত বেশি চিন্তা করবেন ততবেসি আপনি লস করবেন।তাই চিন্তা মুক্ত ট্রেড করতে শেষটা করুন।আসা করে আপনি সফল হতে পারেবন।।।
-
কোন পেশাই যেমন চিন্তামুক্ত নয়, তেমনি ফরেক্স মার্কেটও চিন্তামুক্ত পেশা নয় । কারণ এই ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকেই চিন্তা শুরু হয়ে যায় । লাভ হবে না লস হবে সেটা নিয়ে ভাবনা এসে যায় । তবে ভালভাবে এ্যানালাইসিস করে ট্রেড করলে লস বা চিন্তার কোন কারণ থাকেনা । তাই ট্রেড করার পূর্বে এ্যানালাইসিস করে ট্রেড করা খুবই গুরুত্বপূর্ণ ।