-
আমি মনে করি বেকারদের জন্য ফরেক্স একটি উত্তম পেশা । করন তারা এটাকে নিজের পেশা হিসাবে গ্রহন করতে পারে এতে দেশের বেকার সমস্যা কিছুটা দুর হবে বলে আশা করা যায় । তাই আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ফরেক্স শিখতে হবে এবং মানি মেনেজেমেন্ট এর মাধ্যমে ট্রেড করে আমাদের কে এই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হবে ।
-
জি ভাই আমিও মনে করি আমাদের দেশে শিক্ষিত বেকারদের জন্য করমসংস্তানের একটি বিশাল অপশন যদিও ফরেক্স একটি ব্যাবসা কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ হতে পারেন তাহলে ফরেক্স থেকে ভাল টাকা ইনকাম করতে পারবেন
-
আমার মতে বেকারদের জন্য ফরেক্স সব চেয়ে বেশী উপযোগী । কেননা সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশে বেকারত্ব বাড়ছে । কর্মসংস্তানের অভাবে এরা কোন চাকুরী করতে পারছে না আবার অর্থের অভাবে কোন ব্যবসা করতে পারছে না । তাই ফরেক্স বেকারদের জন্য আশার আলো স্বরুপ । দক্ষতা অর্জন করে ফরেক্স করতে পারলে পুজি ছা্ড়াই আয় করতে পারবে ।
-
ফরেক্সে কর্মী বাড়াতে হলে বেকারদের ট্রেইনিং দিতে হবে।না শিখে ফরেক্সে কিছু করা যায়না।
-
ব্যবসা মানেই লাভ লসের একটা অনিবার্য একটা হিসেব থাকবেই কেননা ফরেক্স হল একটা গ্লোবাল বিজনেস এই ফরেক্স ব্যবসায় আসতে হলে আপনাকে লাভ যেভাবে গ্রহণ করবেন ঠিক সেভাবে লস গ্রহণ করার মানষিকতা থাকতে হবে অন্য সব ব্যবসা থেকে ফরেক্সে সবচেয়ে বেশি লাভ করা যায় আবার লস করাটাও তেমন কঠিন নয় কারণ এখানে লস এবং লাভ হতে কিছু সময়ই যথেষ্ট তাই ফরেক্সে লাভ করতে হলে প্রথমত ধৈর্য্য সহকারে মার্কেট নিযে প্রচুর স্টাডি করতে হবে তারপর নিয়মিত ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা নিতে হবে
-
আমদের দেশে বেকার সমস্যা বর সমস্যা বেকারদের সহায়ক হিসেবে আমি মনে করি ফরেক্স ভাল কাজ করে | আমাসের দেশে অনেক বেকার মানুষ ফরেক্স করে আয় করছে ফরেক্স থেকে আয় করে পরিবারের দায়িতব পালন করছে | আমাদের মত বেকার দের জন্য ফরেক্স অনেক সহয়ক আমার মনে হয় | আমি ফরেক্স করছি আর ফরেক্স করব |
-
বেকারদের জন্যই ফরেক্স কারন এর থেকে তার অনেক প্রফিট করতে পারে তাই যারা বেকারন তারা এই সমদ্ধে জেনে তারা এইটিকে পেশা হিসাবে নেতি পারা তহলে তারা অনেক যেই চাকুরি খুজছে তার চেয়ে অনেক প্রফিট করতে পারবে বলে আমি মনে করি। তাই আমি বলোব যে বাকারদের জন্যই ফরেক্স তাই বেকারদের জন্য ফরেক্স অনেকটায় সহায়ক ।
-
বাস্তবে বেকার জীবন হচ্ছে অভিশাপ। বেকার জীবন খুবই খারাপ। আমরা অনেক ই আছি যারা শুধু চাকরির পেছনে ছুটি। কিন্তু চাকরী আমরা পাই না। কিন্তু যদি আমরা ফরেক্স শিখে ট্রেড করি তাহলে আমরা এখানে থেকে মাস এ ভাল একটা এমাউন্ট প্রফিট কর*্তে পারি।
-
আমাদের দুর্বল অর্থনিতির প্রধান কারন বেকারত্ত্ব, তাছাড়া বেশির ভাগ শিক্ষিত যুবক বেকার। ফরেক্স তাদের জন্য যোগ্য কর্মসন্সথান হতে পারে।ফরেক্স এশিখে সফল ভাবে ট্রেড করতে পারলে কারো দারস্থ না হয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থান এর ব্যাবস্থা করে অর্থনৈতিক উন্ন্যন ঘটাতে পারবে। তাই ফরেক্স বেকার দের জন্য উপকারি।
-
ফরেক্স বেকাদের জন্য উপযুক্ত একটা উর্পা জনের মাধ্যম বেকার বসে না থেকে এই ডিজিটার সমযের সুবিধা গ্রহন করে যদি বেকার সবাই ট্রেডিং এগিয়ে আসে তবে দেশের ভবিষত অনেক ভালো হবে । তবে এজন্য সময ও পরিশ্চম করতে হবে তা না হলে সরাসারি ডিপোজিট করে ট্রেডিং এ লস করে দেশের মূদ্র বাহিরে চলে যাবে । তাই সফল হওয়ার লক্ষে ফরেস্কে আসতে হবে আর পরিশ্চমের মাধেম্যে নিজের ও দেশের অর্থনৈতিক পরির্বতন আনেতে হবে।