ফরেক্স ট্রেডিং পার্ট টাইম না ফুল টাইম এ দুটো বিষয় নির্ভর করে আপনার উপর বলে আমি মনে করি। এখানে কোন ধরাবাঁধা সময় নেই যে যখন ইচ্ছা করতে পারে। তবে লং টাইম ট্রেড করলে সময় বেশি লাগে। এখানে যে যত বেশি ধৈর্য সহকারে সময় দিবে সেই সফল হবে। ধন্যবাদ
Printable View
ফরেক্স ট্রেডিং পার্ট টাইম না ফুল টাইম এ দুটো বিষয় নির্ভর করে আপনার উপর বলে আমি মনে করি। এখানে কোন ধরাবাঁধা সময় নেই যে যখন ইচ্ছা করতে পারে। তবে লং টাইম ট্রেড করলে সময় বেশি লাগে। এখানে যে যত বেশি ধৈর্য সহকারে সময় দিবে সেই সফল হবে। ধন্যবাদ
এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা করার পাশাপাশি ফরেক্স ট্রেড করবেন তাহলে আপনি পার্ট টাইম হিসেবে ফরেক্স ট্রেদিং করবেন আর যদি মনে করেন যে না আমি এটাতেই সময় বেশি দিব তাহলে আপনি এটা ফুল টাইম হিসেবে নিতে পারবেন।
আমি বলবো যারা অন্য ব্যাবসা বা পেশার সাথে জড়িত তারা ফরেক্স ট্রেডিংকে পার্ট টাইম পেশা হিসেবে বেছে নিতে পারে।অন্যদিকে যারা বেকার কিংবা কোন চাকুরী-ব্যাবসা কিছুই করে না তারা এটাকে ফুলটাইম পেশা হিসেবে নিতে পারে।কারন অন্যকোন পেশায় জড়িত থাকলে এখানে বেশী সময় দেয়া সম্ভব হবে না।তাই তাদের এটা পার্টটাইম করাই শ্রেয়।
ফরেক্স মুলত একটি স্বাধীন ব্যাবসা। এখানে যখন তখন যেকোন স্থান থেকে কাজ করা যায়। কেবল উপযুক্ত ট্রেনিং নিয়ে যেকেউ এখানে ট্রেড করতে পারে। তাই ফরেক্স পেশাজীবি মানুষদের ক্ষেত্রে হতে পারে পার্ট টাইম ব্যবসা। আর যারা বেকার তাদের জন্য ফরেক্স হতে পারে ফুলটাইম ব্যাবসা। তবে ফরেক্সকে ফুলটাইম হিসেবে বেছে নিলেও এখান থেকে ক্যারিয়ার গড়া সম্ভব। অন্যদিকে ফোরাম পোস্টিং এর বোনাসের ডলার মুলধন হিসেবে মার্কেটে বিনিয়োগের সুযোগ থাকায় এখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করার প্রয়োজন হচ্ছে না। শুধু ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করলে এখান থেকেই ক্যারিয়ার গড়া সম্ভব বলে আমি মনে করি।
ফরেক্স একটি জনপ্রিয় আন্তর্জাতিক মানের ব্যবসা যা সবার জন্য উন্মুক্ত। ফরেক্স যেকোন ধরনের এবং যেকোন পেশার লোকই করতে পারে।ফরেক্স করার নির্দিষ্ট সময় নেই।ফরেক্স আপনি চাইলে যেকোন সময় করতে পারবেন তাতে কোন সমস্যা নেই।ফরেক্স কে আমরা পার্ট টাইম হিসেবে ব্যবহার করি।আবার যারা ফরেক্স সম্পর্কে খুবই অভিজ্ঞ এবং দক্ষ তারা ফরেক্সকে প্রফেশনাল পেশা অর্থাৎ ফুল টাইম হিসেবে কাজ করেন।ফরেক্স খুবই ভাল একটি ব্যবসা যা থেকে আপনি থেকে আপনি একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।ফরেক্স ভালভাবে জেনে করতে পারলে আপনি ফরেক্স কে ফুল টাইম হিসেবে নিতে পারবেন তাতে কোন সমস্যা নেই।আবার আপনি চাকরির পাশাপাশি ফরেক্স করেন তাতেও কোন সমস্যা নেই।ফরেক্স এ একটু সময় দিয়ে করলেই আপনি সফল হতে পারেন।ফরেক্স কঠিন কিছু না।বাজার এনালাইসিস করতে শিখতে পারলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ।
ফরেক্স ট্রেডিংকে এক এক জন এক এক ভাবে নিয়ে থাকে কেউ এখানে পার্ট টাইম হিসেবে কাজ করে থাকে আবার কেউ এটাকে ফুল টাইম ব্যবসা হিসাবে গ্রহণ করে এখান থেকে আয় করে থাকে।তবে মূল বিষয় হলো আপনি ফরেক্স ট্রেডিংকে যেভাবেই দেখুন না কেন বা গ্রহণ করুন না কেন এখান থেকে ট্রেডিং এর মাধ্যমে আয় করতে হলে সর্বপ্রথম যে জিনিসটি একজন ট্রেডারের মধ্যে থাকতে হবে তা হলো প্রকৃত ফরেক্স ট্রেডিং বিষয়ে ধারণা এবং জ্ঞান এটা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ছাড়া কখনোই ফরেক্সে টিকে থাকা সম্ভব না।সুতরাং আপনি ফরেক্স ট্রেডিংকে ফুল টাইম অথবা পার্টটাইম যেভাবে গ্রহণ করুন না কেন সর্বপ্রথম আপনাকে ভালো ভাবে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নিয়মিতভাবে ডেমো ট্রেডিং এর মাধ্যমে রিয়েল ট্রেডিং এর জ্ঞান অর্জন করতে হবে তবেই আপনি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে এখান থেকে ভালো ভাবে আয় করতে পারবে এবং সফলতার সাথে সামনের দিকে অগ্রসর হতে পারবে।
ফরেক্সকে আপনি পার্ট টাইম নাকি ফুল টাইম ব্যাবসা হিসাবে নিবেন তা নির্ভর করবে শুদুমাত্র আপনার উপর,কেননা ফরেক্সে কাজ করার জন্য নির্ধারিত কোন সময় নেই,অথ্যাৎ ট্রেডার চাইলে,ফুল টাইম বা পার্ট টাইম যে কোন ভাবেই করতে পারে,তবে আপনি যদি চাকরি,ব্যাবসা বা অন্য কোন পেশার পাশাপাশি ফরেক্স করতে চান,তাহলে ফরেক্সকে পার্ট টাইম হিসাবে নিতে পারেন,আবার আপনি যদি অন্য কোন পেশার সাথে সংযুক্ত না থাকেন,বা শুধুমাত্র ফরেক্সে কাজ করে আয় করতে চান তাহলে ফুল টাইম হিসাবে করতে পারেন,তবে আপনি ফুল টাইম বা পার্ট টাইম যে ভাবেই করেন না কেন, তার জন্য অবশ্যই আপনার ফরেক্স সম্পর্কে প্রপার ধারনা,অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে,অন্যথায় ফরেক্স থেকে লাভ করতে পারবেন না।
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আসলে বেসির ভাগ লোক ই ফরেক্স কে পার্টাইম জব হিসবে নিয়ে থাকে। কারন ফরেক্স শিখতে আনেক সময় এর প্রয়াজন। একজন রেসপন্সেবোল লোকের জন্য ফরেক্স কে পার্ট টাইম জব হিসেবে নেয়া জায়। এরপর যখন আপনি ভাল ভাবে ফরেক্স করতে পারবেন তখন আপনি ইচ্ছা করলে এটাকে ফুল টাইম করতে পারেন। যদি ফরেক্স এর টাকা দিয়ে আপনার সংসার চলে তো।
ফরেক্স ব্যবসা আপনি পার্ট টাইম কিংবা ফুল টাইম দুইভাবেই করতে পারেন।আপনি যদি জব কিংবা পড়াশুনা করেন তবে ফরেক্স পার্টটাইম হিসাবে করতে পারবেন।আর বেকার থাকলে ফুলটাইম করতে পারেন।তবে এটুকু মাথায় রাখবেন আপনি যত বেশি ফরেক্সকে সময় দিবেন ফরেক্স তত ভাল ফীডব্যাক দিবে।ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে তাই আপনি পার্টটাইম হিসাবে ফরেক্স করলেও ভাল একটা বেনিফিট পেতে পারেন।আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা,নারীরা,বে কার যুবক অনেক সময়,নষ্ট করে।তাদেরকে আমরা যদি বুঝিয়ে ফরেক্স শেখাতে পারি তারা স্বাবলম্ভী হবে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।তাই আমরা যে যেভাবে পারি পার্টটাইম কিংবা ফুলটাইম ফরেক্স এর সাথে থাকব।তাহলে একসময় দেখবেন আমরা অনেক বেশি উন্নতি করে উন্নত জাতিতে পরিণত হব।
ফরেক্স এমান একটা ব্যবসা যেটা সবাই করতে পারে তাই ফরেক্সকে মুক্ত পেশা বলা হয়। তবে এটা পেশা হিসাবে করবে না পার্ট-টাইম হিসাবে করবে তা নির্ভর করে ট্রেডারের দক্ষতার উপর। ট্রেডার যদি অন্য কোন চাকরি করে বা ছাত্র হয় তা হলে সে পার্ট-টাইম হিসাবে করবে আর যদি ট্রেডার ফরেক্স সম্পর্কে ভাল দক্ষ হয় এবং অন্য কোন চাকরি না করে তা হলে পেশা হিসাবে ফরেক্স করি।
আমি একজন ছাত্র তাই আমি ফরেক্স পার্ট-টাইম হিসাবে করি।