একজন নতুন ট্রেডারের পক্ষ ট্রেড করাটা যতটা সহজ হতে পারে টিকে থাকাটা ততটা সহজ হবে না।প্রাথমিক অবস্থায় তার উচিত হবে সঠিক এনালাইসিস করতে শিখা আর লাভের চিন্তা না করে কিভাবে লস না হয় বা লস হলেও তা রিকোভারি করার চেষ্টা করা।
Printable View
একজন নতুন ট্রেডারের পক্ষ ট্রেড করাটা যতটা সহজ হতে পারে টিকে থাকাটা ততটা সহজ হবে না।প্রাথমিক অবস্থায় তার উচিত হবে সঠিক এনালাইসিস করতে শিখা আর লাভের চিন্তা না করে কিভাবে লস না হয় বা লস হলেও তা রিকোভারি করার চেষ্টা করা।
ট্রেড শুরু করা তেমন কঠিন কিছু নয়। একজন ট্রেডার যখন ফরেক্সে নতুন আসে তখন সে কিছুদিন প্রাক্টিস করলেই ফরেক্স আরম্ভ করতে পারে। সেক্ষেত্রে তাকে বিশেষ কোন ট্রেনিং নিতে হয়না। তবে একটা কথা হচ্ছে সে যদি ফরেক্সে সফল হতে চায় তাহলে তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। সাধনা আর চেষ্টার ফলে তাকে ফরেক্সের বিভিন্ন কলা-কৌশল আয়ত্ব করতে হয়। তারপর একজন ট্রেডার আসল ফরেক্সের আনন্দ অনুভব করতে পারে। প্রতিটি ট্রেডারেরই তা দরকার হয়।
ফরেক্স মার্কেট এ অনেক নতুন ট্রেডার জইন করে তারা বড় লট এ ট্রেড করে অ্যাকাউন্ট ০ করে ফেলে একজন নতুন ফরেক্স ট্রেডার এর করা উচিত আগে ফরেক্স মার্কেট সম্পকে জানা তারপর ভাল একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করা তার পর সেই সিস্টেম এ ৩ মাস থেকে ৬ মাস ডেমো ট্রেড করা ডেমো ট্রেড করে ভাল লাভ হলে ডিপোজিট করে রিয়েল ট্রেড করা আপনি যদি এই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন তা হলে দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ লস এ নাই লাভ এ আছেন
আমি বলবো একজন নতুন ট্রেডার এর পক্ষে ট্রেড করা তেমন কঠিীন কিছুই না।এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে। বৈদেশিক মুদ্রার ট্রেডিং প্রকৃত সংখ্যার তুলনায় বাজারে প্রত্যাশা আর নিউজে নির্ভরশীল না হয়ে ফরেক্স বিজনেসকরতে পারলে আয় করা সম্বভ বলে আমি মনে করি।কিন্তু কখনো কখনো নিউজ না দেখে ট্রেড করলে অনেক কঠিন হতে পারে আমাদের জন্য।ফরেক্স মার্কেট গতিশীল হওয়ার পূর্বে অবশ্যই কোন সিগন্যাল বা বার্তা দিয়ে থেকে।তাই নিউজ দেখে নিতে হয়।
একজন নতুন ট্রেডারের পক্ষে ট্রেড করার অাগে তাকে অনেক নিয়ম মেনে চলতে হবে । নিয়ম মেনে না চললে সে পড়ে যাবে পথভ্রষ্টের দলে । অামরা যারা নতুন ট্রেডার অাছি তারা ট্রেড শুরু করার অাগেই এই চলার পথকে সহজ করে নেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভের মুখ খুজে পাব ।
বর্তমানে ফরেক্স ট্রেডার আগে তুলনায় অনেক বেড়েছে। যার কারনে মার্কেট মুভ ও বেশী থাকে। ৫-৭ বচ্ছর আগে মার্কেট এ তেমন ট্রেডার ছিল না। খুব কম পরিমান ট্রেডার ছিল। তাই মার্কেট স্পাইক ও কম করত। আর এখন সব কারন্সি পেয়ার যেন ভোলাটাইল হয়ে গেছে।
আমরা চাই শুধু লাভ আর লাভ। যে কারনে লাভের চেয়ে লস বেশি করি। ফরেক্স যদি না শিখেই প্রফিট করা যেত তাহলে আর এত ফরেক্স বিষয়ে বই থাকত না। বিভিন এনালিস্ট রা গবেষনা করে বিভিন্ন ট্রেডিং সিস্টেম তইরি করেছেন। আমাদের সেগুলো শিখে ট্রেড করা উচিত। কিন্তু আমরা তা করি না।
প্রথমেই একজন ট্রেডারকে ডেমো একাউন্ট এর মাধ্যমে শুরু করতে হবে । কেননা ডেমো একাউন্ট অনেক বেশি িএকজন নতুন ট্রেডারকে পূর্ণাঙ্গ ট্রেডার হতে সাহায্য করে । আমি মনে করি মানষিকভাবে প্রস্ততি নিয়ে একটা সাহাসি পদক্ষেপেরে মাধ্যমে ফরেক্স ট্রেড শুরু করে দেওয়া উচিত । এতে খুব অল্প সময়ের মধ্যই একজন ট্রেডার ভালো কিছু করে দেখাতে পারবে এই মার্কেটে । আর ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই সেটা মনে রাখতে হবে ।
ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে ট্রেডিং শিখতে ও বুঝতে হবে। অনেকে না বুঝে করতে গিয়ে লস খাই।যে যত বেশি এই কাজ করবে সে তত বেশি এই কাজ সম্পকে জানতে পারবে।তাই ট্রেড শুরু করার পূবে কিছু বিষয় জেনে নিতে হবে।ডেমো একাউন্ট ওপনে করে ট্রেডিং করার মাধ্যমে দক্ষতা অর্জন করার পরই বাস্তব একাউন্ট ওপেন করতে হবে।
একজন নতুন ট্রেডারকে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে । কিছু দিন ডেমো প্র্যাকটিস করতে হবে । তারপর আমি মনে করি একজন নতুন ট্রেডারকে ট্রেড শুরু করা উচিৎ । তা না হলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।