আপনি ফরেক্স রোবট কিনেও ফরেক্স বাজারে ট্রেডিং করতে পারেন যা এই বাজারেই কিনতে পাওয়া যায়। তবে সব সময় রোবট কিন্তু লাভ অর্জন করতে পারে না বা সফল হয় না, আপনি যদি দক্ষ হন তাহলে রোবট ব্যবহার করার কোন মানে হয় না।
Printable View
আপনি ফরেক্স রোবট কিনেও ফরেক্স বাজারে ট্রেডিং করতে পারেন যা এই বাজারেই কিনতে পাওয়া যায়। তবে সব সময় রোবট কিন্তু লাভ অর্জন করতে পারে না বা সফল হয় না, আপনি যদি দক্ষ হন তাহলে রোবট ব্যবহার করার কোন মানে হয় না।
আমি নতুন ট্রেডার দের জন্য রোবট কে সাপোর্ট করি না। কারন, যারা অভিজ্ঞ ট্রেডার তারা তাদের ট্রেডিং সিস্টেম কে কোডিং করে রোবট তৈরি করে থাকে, তারা নিজেরাই কেবল জানে বা অনুধাবন করে, কখন এটা সঠিক ভাবে কাজ করবে। তাই তারা তাদের অবর্তমানে রোবটকে দিয়ে তাদের ট্রেডিং কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই আমি মনে করি অভিজ্ঞ হলেই কেবল রোবট ব্যবহার করা উচিৎ।
ফরেক্স যেহেতু একটি ব্যাবসা। আর এই ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
আমি রোবট ব্যবহার কে সমর্থন করি। কিন্তু তার আগে ফরেক্স রোবট ব্যবহার সম্পর্কে আমাদের ভালভাবে শিখতে হবে। রোবট বেবহার করলে অনেক কিসও সহজ হয়ে যায় ফরেক্স এ। তাই এটি ব্যবহার এ আমি সমর্থন করি।
যা কিছু ভাল তা আমাদের অবশ্যই সমর্থন করা উচিত.রোবট ব্যবহারে যেহেতু আমাদের কাজ তারাতারি হবে এবং র্নিভূল হবে.তাহলে অবশ্যই রোবট ব্যবহার করা যায়.সামনের সময় গুলোতে রোবটের ব্রবহার বৃদ্ধি পাবে.
ফরেক্স মার্কেটে ট্রেড করেন আর রোবট সম্পর্কে জানেন না এমন মানুষ খুজে পাওয়া ভার। অনেকে মনে করে ফরেক্স মার্কেটে রোবট দিয়ে ট্রেড করা হলে লাভ বেশি হবে। অনেক নিজে ট্রেড করা থেকে বিরত থেকে শুধু রোবটের মাধ্যেমেই ট্রেড করে থাকেন। রোবট দিয়ে ট্রেড করতেহলে প্রথমে রোবটের পূর্ববতি ট্রেড সম্পর্কে ধারনা নিয়ে নিতে হবে।
রোবট ব্যবহারকে আমি কখনই সমর্থন করি না। রোবট হয়ত অনেক সময় লাভ এনে দেয় কিন্তু অনেক সময় আবার লস করে ফেলে। এছাড়া রোবট ব্যবহারের সবচেয়ে বড় ক্ষতি আমি মনে করি এর দ্বারা ট্রেডিং করলে কেউ কোনোদিন ট্রেডিং শিখতে পারবে না।ভালোভাবে ট্রেডিং শিখতে হলে প্রত্যেককে নিজে হাতে ফরেক্স শিখতে হবে।এসব বিভিন্ন কারনে আমি রোবট ব্যবহারকে সমর্থন করি না।
বাংলায় একটি প্রবাদ আছে “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি”। পরিশ্রম ছাড়া কোন কিছু লাভ করার আশ করাটা ভুল। মানুষ তার ব্রেনকে কাজে লাগিয়ে যে কোন পরিস্থিতে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মানুষের তৈরী রোবট তা পারে না। তাই বলছি রোবট ব্যবহার করে আপনি লাভবান হতে পারবেন বলে আমি মনি করি না। রোবটকে সহায়ক হিসেবে নিতে পারেন। রোবটের উপর সম্পূর্ণ নির্ভর করা যাবে না।
বন্ধু অনেকে ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করে উপকৃত হচ্ছে তবে আমি ব্যক্তিগত ভাবে রোবট এর ব্যবহারকে সমর্থন করি না কারন রোবট একটা বিশেষ ধারনের ট্রেডিং টুলস মাত্র যার উপর নির্ভর করলে আপনার ব্যক্তি দক্ষতা হ্রাস পেতে পারে। ধন্যবাদ।
আমি ফরেক্স মার্কেটে রোবট ব্যাবহার সমর্থন করি না। রোবটকে যে নির্দেশ দিই সে কাজ করে থাকে। তাই মার্কেট যদি হঠাৎ মুভ করে তাহলে রোবট কোন কাজে আসবে না।