- 
	
	
	
	
		ছাত্র জীবনে ফরেক্স এর ভূমিকা অনেক। কারন একজন ছাত্রইঈ পারে ফরেক্স এর উন্নীত করতে। আর ফরেক্স এর উন্নীত মানে বাংলাদেশ এর উন্নীত। একজন ছাত্র লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে কোনো কাজ করে। অযথা কাজ না থাকায় তারা অনেক কিছু করতে চায় না। কিন্তু ফরেক্স একটি সহজ এবং মজার কাজ। ছাত্ররাই ফরেক্স এর করে অনেক মজা পায়। আর একটা ছাত্র ফরেক্স এর কাজ করে তাহলে তার মাধ্যমে আরো অনেক ছাত্ররাও ফরেক্স এর কাজ করতে সাহস পাবে। ফরেক্স এর কাজ করলে কোনো ছাত্রদের লেখাপড়ার কোনো ক্ষতি হবে না।
	 
 
- 
	
	
	
	
		ছাত্র জীবনে ফরেক্স করার জন্য আমাদের অনেক সময় থেকে থাকে আমরা চাইলে এই ছাত্র জীবনে ভাল করে ফরেক্স ট্রেডিং করতে পারি এ জন্য আমাদের কে সব সময় ফরেক্স মার্কেট এর শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে তবেই আমরা পারব এখানে বেশী করে ফরেক্স  ট্রেডিং এর মাধ্যমে আয় করতে ।
	 
 
- 
	
	
	
	
		আপনার সম্পর্কে জানতে হবে কিভাবে আপনার কাছে জানতে জন্য হতে হবে যে. আপনি আপনার সম্পর্কে kow করার জন্য হতে হবে যে জিনিস সম্পর্কে Knoe করতে আপনার জন্য হতে হবে যে জিনিস সম্পর্কে জানতে কিভাবে তবে আপনাকে জানতে হবে যে thigns.
	 
 
- 
	
	
	
	
		যদি ও আমার পড়াশুনা করিনা তবে মনে হয় ছাত্রজীবনে ফরেক্সের অনেক ভূমিকা রয়েছে কেননা ছাত্র জীবনে পড়াশুনার পাশাপাশি  অনেকেই একটু উর্পাজন করতে চায় আর তাই টিউশনি করে । আমার কাছে টিউশনি অপেক্ষা ফরেক্সে কাজ করা কোটি গুণ ভালো মনে হয়। তাই এখন আপসোস হয় কেন ফরেক্স সম্পর্কে ছাত্রজীবনে জানতে পারলাম না। 
তাই ফরেক্স ছাত্র জীবনে কাজ করার জন্য অবশ্যই অনেক ভূমিকা রাখে
	 
 
- 
	
	
	
	
		আমি ছাত্র জীবন থেকে ফরেক্স করা শুরু করেছি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে ছাত্র জীবন থেকে  করতে হবে তাহলে আমরা ফরেক্স করে এ থেকে অনেক কিছু করতে পারি আমি চাই আমাদের দেশের সকল ছাত্র ভাইরা তাদের পড়াশুনা অবস্থায় ফরেক্স করা শুরু করে দিন তাহলে তাদের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল ।
	 
 
- 
	
	
	
	
		আমি ও মনে করি ছাত্র জীবনে ফরেক্স এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ পড়াশুনিার ফাঁকেই ছাত্র-ছাত্রীরা চায় নিজস্ব কিছু পরিমাণ উপার্জন যাতে তাদেরকে পরিবারের উপর পুরোপুরি নির্ভরশীল হতে না আর তাদের সেই উপার্জনের একটি অতি উত্তম মাধ্যম হলো ফরেক্স।
	 
 
- 
	
	
	
	
		ছাত্র জীবন থেকে ফরেক্স ট্রেডিং করলে ,কর্মজীবনে যাওয়ার পর তা অনেক বড় ভরষা হয়ে দ্বাড়াবে।শুধু তাই না এই লম্বা সময়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে খূব বেশি অভিঙ্ঙতা পাওয়া যাবে।
	 
 
- 
	
	
	
	
		ছাত্রদের জন্য ফরেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। বড় হয়ে গেলে পিতামাতাদের কাছে টাকা চাইতে অবশ্যই লজ্জা লাগার কথা। তাছাড়া অনেক কৈফিয়ত তো দিতেই হবে। ফরেক্সে কাজ করার মাধ্যমে একজন ছাত্র তার হাতখরচ ছাড়াও পরিবারের জন্য কিছু করার একটা সুযোগ পেতে পারে।
	 
 
- 
	
	
	
	
		ছাত্র জীবন এ আপনি চাইলে অনেক ভাল করে ফরেক্স করতে পারবেন এ জন্য আপনাকে ছাত্রর সময় ফরেক্স মার্কেট এর দিকে আসতে হবে ফরেক্স সম্পর্কে জানতে হবে তাহলে আপনি এই মার্কেট থেকে ভাল করে লাভ করতে পারবেন ফরেক্স করতে হলে আমাদের কে অবশ্যই ভাল করে ট্রেড শিখতে হবে ।
	 
 
- 
	
	
	
	
		ছাত্র জীবন ফরেক্স করার জন্য অনেক ভাল একটি সময় আমরা সবাই চাই এই সময়ে আমরা ভাল করে ফরেক্স করতে তাই আমাদের কে এই সময় কে কাজে লাগাতে হবে তবেই আমরা ফরেক্স করে এ থেকে অনেক ভাল করে লাভ করতে  পারব বলে আমি  মনে করি ।