-
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা সবাই প্রথমে ইন্ডিকেটর দেখেই ট্রেড করে।ইন্ডিকেটর ট্রেডিং প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়,কিন্তু ইন্ডিকেটর সবসময় সঠিক নির্দেশনা দেয়না বলে অনেকেই এর সম্পর্কে ভিন্ন মতামত প্রকাশ করে। ফরেক্সে দক্ষতাও অভিজ্ঞতার পরিচয় দিতে হবে।
আমিও ইন্ডিকেটরকে পুরোপুরি সাপোর্ট করিনা।আমি ট্রেড করি এনালাইসিস করে ও আমার অভিজ্ঞতা উপর নির্ভর করে।
-
ইন্ডিকেটর ব্যবহার করে বা দেখে ট্রেড করা অনেক ক্ষেত্রে উপকারী আবার অনেকক্ষেত্রেই অপকারী । আমরা যারা নতুন আছি তাদের জন্য ইন্ডিকেটর ভালো কারন আমরা শেখার জন্য ইন্ডিকেটর ব্যবহার করছি। আবার পুরো পুরি বা আজিবন ই িন্ডকেটর ব্যবাহার করা ঠিক নয় কারন এর মাধ্যমে রিক্স থাকে যা লাভকরতে যেমন অন্তরায় তেমনি ট্রেড শেখার ক্ষেত্রেও অন্তরায় । ধন্যবাদ।
-
কিছু ইন্ডিকেটর ভালো কাজ করে ইনডিকেটর দেখে ট্রেড করার ক্ষেত্রে বুঝে ট্রেড করতে হবে ইনডিকেটর দেখে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারেন কিন্তু ফরেক্স মার্কেটে ইনডিকেটর এর উপর নিরভরসিল হওয়া উচিৎ না কারণ সব ইনডিকেটর সব সময় ভালো ফল দেয় না এর জন্য ইনডিকেটর এনালাইসিস করতে হয়
-
ইন্ডিকেটর কারো কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। মুল ব্যাপারটা হলো সঠিকভাবে ব্যাবহার। আপনি যদি ভালো ফরেক্স বোঝেন তাহলে ইন্ডিকেটরকে ভালো কাজে লাগাতে পারেন। আর যারা ফরেক্সে নতুন তারা হয়তোবা এর সঠিক ব্যাবহার করতে পারেনা তাই অনেক সময় লসের সম্মুখীন হতে হয়।
-
অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে। আরে ভাই অতই যদি আপনার সিগনাল এ কাজ করবে
-
আসলে ফরেক্স মার্কেট এ যে আপনাকে ইনডিকেটর দিয়েই ট্রেড করতে হবে আবার ইনডিকেটর দিয়েই ট্রেড করলে যে ভাল ফলাফল আসবে বিষয়টা তেমন নয় । আমি অনেক বড় বড় ট্রেডার দের দেখেছি তারা তাদের ট্রেডে কোন রকম ইনডিকেটর ব্যাবহার করে না । কিন্তু আমি মনে করি আমরা এখনও তাদের পর্যায়ে যেতে পারি নাই । তাই ইনডিকেটর ব্যাবহার করে মার্কেট সম্পর্কে একটু ধারণা নিয়ে ট্রেড করতে পারি এবং নতুন ট্রেডারদের অবশ্যই ইনডিকেটর ব্যাবহার করাটা গুরুত্বপূর্ণ ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে ইন্ডিকেটর আমাদের সহায়তা করে।কিন্তু তার জন্য প্রত্যেক ট্রেডারকে ম্যানুয়ালি ভালো ট্রেড জানতে হবে।কারন ইন্ডিকেটর ভালোমতো ব্যবহার তো করতে জানতে হবে।তাই ইন্ডিকেটর বলেন আর রোবট বলেন ম্যানুয়ালি ট্রেডের ওপর কোনো ট্রেড নাই।ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হলেও তাই আমার মতে আগে ভালো ট্রেড শিখে নিতে হবে।
-
ইন্ডিকেটর একধরণের নির্দেশক। যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তা নির্দেশ করে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করে। ইন্ডিকেটর নির্দিষ্ট কিছু ফর্মুলা দিয়ে কাজ করে।অনেক ইন্ডিকেটর দেয়া থাকে।মেটাট্রেডার ডিফল্ট ভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে।আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও থাকতে পারে।কারণ হয়তো আপনি নিজেই ভালো মাকের্ট এনালাইসিস করতে পারেন অথবা আপনার আগে থেকেই পছন্দের ইন্ডিকেটর রয়েছে
-
শুধুমাত্র ইনডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা কে আমি একেবারেই যুক্তিসঙ্গত মনে করি না । কারণ ইনডিকেটর সব সময় সঠিক সিগন্যাল প্রদান করে না । তাই ইনডিকেটরের পাশাপাশি মার্কেট মুভমেন্ট এনালাইসিস করা অত্যন্ত জরুরী । ইনডিকেটর ব্যবহারকে এভাবে সঠিক প্রয়োগ করা যেতে পারে যে আপনি এনালাইসিস করেছেন এবং তার রেজাল্টের সাথে ইনডিকেটরের সিগন্যাল এ কোন মিল আছে কিনা ।
-
ইন্ডিকেটর দেখে অন্ধ ট্রেড করা কারও উচিত না।আমি মনে করি নিজস্ব স্ট্রাটেজির সাথে ভাল ২ একটি ইন্ডিকেটর ব্যাবহার করা উচিত।এতে আশা করি বেশ ভাল ফল পাওয়া যাবে।তবে কখনও শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত না।