ডেমো দিয়েও শিখতে কারো সময় বেি লাগে আর কারো কম লাগে। তাই যত দিন পুরো ব্যাপারটি নিজের আয়তত্ে না আসে তত দিন করা উচিৎ।
Printable View
ডেমো দিয়েও শিখতে কারো সময় বেি লাগে আর কারো কম লাগে। তাই যত দিন পুরো ব্যাপারটি নিজের আয়তত্ে না আসে তত দিন করা উচিৎ।
আমার মনে হয় ডেমো করা কোন নির্দিষ্ট কোন সময় নাই ডেমো করে আপনি যখন নিজেকে ফিট মনে করবেন। তখন আর ডেমো করতে হবে না। আসলে ডেমো করাটা নির্ভর করবে আপনার উপর। আপনি যখন ডেমোতে ধারাবাহিক ভাবে ভাল করবেন। তখন আমার মনে হয় আর ডেমো করতে হবে না। যেহেতু শিক্ষার কোন শেষ নেই তাই ফরেক্সে যে কোন সমস্যা সমাধানে আপনি ডেমোর উপর নির্ভর করতে পারেন।
যদি আপনার রিয়েল ট্রেড এ বেশি সমস্যা বোধ মনে করেন পাশাপাশি ডেমো ট্রেড করতে পারেন এতে কোন ধরনের সমস্যা হবে না। যেহেতু আমি মনে করি ফরেক্স সম্পর্কে শিক্ষার কোন শেষ নেই তাই যেকোন উপায়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে গেলে ডেমো ট্রেড করাটা খুবই দরকারী। আর সময় সীমা সম্পর্কে যদি বলতেই হয় তাহলে বলা যাই কম পক্ষে ২ বছর ডেমো করতে হবে ।
আমার মনে হয় ডেমো কত দিন করা উচিত এর কোন সঠিক সময় নেই। তবে আমার মনে হয় মিনিমাম ৬ মাস ডেমো করা উচিত। কারও কারও এর বেশি সময় লাগতে পারে আবার কম সময়ও লাগতে পারে। এটা পুরপুরি নিজের উপর নির্ভর করে।
বন্ধু যাবে তোমার সাথে একমত কারন ডেমো ট্রেড যত করা যাবে ততই ট্রেডং শিখা যাবে। আমার মতে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত।
আসলে ডেমো করা উচিত ৩-৬ মাস কারন ডেমো ট্রেড করলে অনেক জ্ঞান বাড়ে ফলে আসল ট্রেড করা সহজ হয়।এতে আমাদের ট্রেড করতে সুবাধা হয় এবং সহজে লাভ করা যায়।তাই ডেমো ট্রেড নতুন ট্রেডারের জন্য খুব উপকারি ।
ভায়েরা আমার ফরেক্স এ লস কিভাবে হয় আমার মাথাই ঢুকছে না দয়া করে আমাকে সাহায্য করেন। মনে করেন আমি একটা ট্রেড ওপেন করলাম। যখন দেখব আমি লসের দিকে যাচ্ছি । তখন যতক্ষণ তা আমার অনুকুলে আসবে না আমি ট্রেড ক্লোজ না করলেই হয়। ট্রেড কি নিজে নিজে ক্লোজ হতে পারে ট্রেডারের নির্দেশ ছাড়া?
আমার মতে ২-৩ মাস ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড শুরু করা যায় । তবে ৬ মাস করলেই ভালো হয় ।
যতদিন না ডেমতে ভালভাবে লাভ না হয় ততদিন ডেম করা উচিত।
ডেমোতে কম করে ২ মাস করা উচিৎ, যদি আরও করা যায় তাহলে৫ মাস করা ভাল ।