ফরেক্সে যেমন জানার প্রয়োজন আছে তেমনি ট্রেড করার জন্য ক্যাপিটালের প্রয়োজন আছে ।ক্যাপিতাল ছাড়া আমরা কোন ট্রেড করতে পারবনা ।তবে আমাদেরকে সঠিক মানিম্যানেজের মাধ্যমে ক্যাপিটালকে টিকিয়ে রাখতে হবে ।
Printable View
ফরেক্সে যেমন জানার প্রয়োজন আছে তেমনি ট্রেড করার জন্য ক্যাপিটালের প্রয়োজন আছে ।ক্যাপিতাল ছাড়া আমরা কোন ট্রেড করতে পারবনা ।তবে আমাদেরকে সঠিক মানিম্যানেজের মাধ্যমে ক্যাপিটালকে টিকিয়ে রাখতে হবে ।
ফরেক্স মার্কেটে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার । বিনিয়োগ বেশি হলেই যে ফরেক্স মার্কেট থেকে বেশি আয় করতে পারবেন তা কিন্ত নয় । মার্কেট থেকে আয় করার জন্য বিনিয়োগের পাশাপাশি মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । তবে নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে বেশি বিনিয়োগ না করাই ভাল বলে আমি মনে করি । ফরেক্স মার্কেট সম্পর্কে আগে ভালভাবে পড়াশুনা করে অভিজ্ঞতা অর্জন করুন তারপর মার্কেটে বিনিয়োগ করুন । তাতে করে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া সম্ভব ।
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ ক্যাপিটাল অনেক বড় ধরনের ভূমিকা পালন করে । যার ক্যাপিটাল যত বেশি তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি । তবে শুধুমাত্র ক্যাপিটাল বেশি থাকলেই যে কাজ হবে এমন কোন কথা নেই । ক্যাপিটাল এর সাথে সাথে আপনার নিজের ট্রেডিং দ্কষতাকে কাজে লাগাতে জানতে হবে । তাহলেই সফলতা পাওয়া যাবে বলে আমি মনে করি ।
ফরেক্স করার জন্য যে সব জিনিসের প্রয়োজন তার মধ্য অন্যতম হল ক্যাপিটাল তথা মূলধন । কারণ ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা সবাই ট্রেড করে এই ক্যাপিটালের মধ্যমে । আর বিনিয়োগ যদি ভালো মানের হয় তবে প্রফিটও ভালো মানের হতে পারে । ফরেক্স মার্কেটে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সিরিয়াস থাকতে হয় । আর মূলধন হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার । এই মূলধনকে খাটিয়ে আমরা লাভবান হতে পারি ।
ফরেক্স ক্যাপিটাল বেশি হলে লাভ যেমন বেশি তেমনি লসও বেশি হতে পারে। আপনার ক্যাপিটাল যতই বেশি হোক না কেন এখানে লোভ করা যাবে না নিয়ম মত ধাপে ধাপে এগুতে হবে। লাভ বা লস কোন অবস্থাতেই এক্সাইটেট বা উত্তেজিত হওয়া যাবে না। ঠান্ডা মাথায় নিয়ম মাফিক নির্দিষ্ট পরিমান সময় এই খাতে ব্যয় করে ট্রেড করা উত্তম। এর পাশাপাশি দৈনন্দিন জীবনের সব কাজই স্বাভাবিকভাবে করা উচিত নাওয়া-খাওয়া ভুলে ফরেক্সের পিছনে পড়ে থাকলে লাভের চেয়ে ক্ষতি বেশী হবে।
ফরেক্স মার্কেটে ক্যাপিটাল যত বেশি থাকিবে রিস্ক তত বেশি নেওয়া যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা যা ডিপোজিট করে ট্রেডিং করে থাকি,আমাদের ডিপোজিট আরো বেশি করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে, যদি একট বেশি রিস্ক নিয়ে মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে।
আমি মনেক করি ক্যপিটাল হছে প্রফিট বা মুল্অধরন বারানোর মুল উপাদান। কাওরন আপনার ক্যপিটাল কম হলে আপনি ভালো ইঙ্কাম করতে পারবেন না। আপনার ক্যপিটাল বেশি হলে আপনি বড় লটে ট্রেড ওপেন করে বেশি প্রফিত করতে পারেন।
ফরেক্স থেকে আয় করতে হলে অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।যেটাকে আমরা স্ট্রাটেজি বলে থাকি।সুতরাং আমরা যদি ভাল একটা স্ট্রাটেজি ফলো করে থাকি তাহলে কম ডিপোজিট সত্তেও আমরা ভাল একটা ভাল প্রফিট করতে পারব।
ফরেক্স এ ক্যাপিটাল বা মূলধন খুবই গুরুত্তপূর্ণ বিষয়। কারন মূলধন যথস্ট না থাকলে আপনি বড় লট ওপেন করতে পারবেন না, আবার ঐ ট্রেড প্রতিকুলে গেলে যখন মাইনাস হওয়া শুরু হবে তখন যেন ক্যাপিটাল খেকে বেকআপ দিতে পারে এই জন্য বড় মুলধন খুবই প্রয়োজন।শেষকথা আপনি অভিজ্ঞ না হলে এই মূলধন কোন কাজে আসবে না।
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য ট্রেডিং এর অভিজ্ঞতাই সবচেয়ে দরকার। কেননা অভিজ্ঞতা ছাড়া মূলধন টিকিয়ে রাখা কষ্টকর। তাই কি করে মার্কেট থেকে লস এড়ানো যায় ঠিক সে ভাবেই ট্রেড শিখা উচিত। তাহলে আর বড় মূলধনের কষ্টটা থাকবে না। প্রফিট করতে পারলে পুঁজি হতে সময় লাগে না।