-
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার সফল হয়না। কারন ইমোশনের মধ্য দিয়ে ট্রেড করে। বাস্তবতার কাছে আবেগকে প্রশ্রয় দেওয়ার কারনে ফরেক্স মার্কেটে সফল হতে পারেনা। আমরা মনে করি যেকোন মাধ্যমে আয় হলেই হল। বাস্তবে তা নয়। আয়ের পথ অতি দুর্গ্ম আর কঠিন। মানি ম্যানেজমেন্ট করে পর্যাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে ট্রেড করলে এ ব্যবসা থেকে সফল হওয়া কোন কঠিন ব্যাপার নয়। তবে ফরেক্স ট্রেডিং করতে গেলে প্রথম অবস্থায় লসের মুখে পড়তে হয়। তাই খুব সাবধানে ট্রেড করে সফলতা অর্জন করতে হয়।
-
ফরেক্স মার্কেটের ৯৫% বিগিনার লুজার আর তার কারন হল এরা মার্কেটে কোন কিছু না বুঝে লোভ করে ফেলে।এরা মার্কেট কে টাকার মেশিন মনে করে ।তাই ইনভেস্ট করে থাকে এবং ব্যলেস্ন ০ করার পর তাদের ভুল বুঝতে পারে।তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ভাল ভাবে জানা উচিত।
-
জী,ফরেক্স ট্রেডিং এ যত নতুন ট্রেডার আসছেন তাদের অনেকেই সঠিক শিক্ষার অভাবে ও ধৈর্য্যহীনতার কারনে কিছু লস দিয়ে বিদায় নেন৷আর মাত্র ৫ ভাগ ট্রেডার অনেক কষ্ট করে টিকে থাকেন ও পরবর্তীতে তারাই সফল ট্রেডার হিসাবে খুব ভালো প্রফিট করতে শুরু করেন৷
-
ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড লোক হতে চায়। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে থেকে নিয়মিত আয় করতে হলে আগে শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার সফল না। তবে এই ৯৫% ট্রেডাররাই বিগেনার ট্রেডার। বিগেনার ট্রেডাররা প্রফিট করার আশায় ফরেক্স করতে আসে এবং যখন লস করে তখন ৯৫% ট্রেডারই ফরেক্স সম্পর্কে নেতিবাচক ধারনা পোষন করে এবং ফরেক্স থেকে বিদায় নেয়। আর যারা এখানে সফল হতে পারে তারা তাদের দৈর্য্যের দ্বারা টিকে থাকে।
-
আমার জানামতে ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড লোক হতে চায়। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে তিক থেকে নিয়মিত আয় করতে হলে প্রস্তুতি নিতে হবে।
-
যে কোন বিষয় আপনি ভাল করে শিখার আগে পারফেক্টলি করতে পারবেননা । ফরেক্স ও তাই। নতুনরা ভাল করে শিখার আগে পুঁজি হারিয়ে ফেলে। পরে এটা ছেড়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে নতুনরাই লস করে। ফলে আর সামনে আগাইনা। তারাই মনে করে 95% ট্রেডার লস করে। আসলে ভাল বুঝলে অন্য দশ ব্যবসার মত এটাতেও লাভে-লোকসানে টাকা আয় করা যায়।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডাররাই ব্যর্থ হয়। তবে সেই পারসেন্টিস 95 না তার বেশি হবে সেটা বলা মুশকিল। আমার মতে সে ব্যর্থ ট্রেডারের সংখ্যা 95% এর বেশি হবে। যদি বিশ্বাস না হয় একটি জরিপ চালিয়ে দেখুন। তবে আমরা যারা ব্যর্থ তারা নিজেরাই খুজে দেখি না কি কারনে আমরা ব্যর্থ হলাম। যদি নিজেরা খুজে দেখতাম তাহলে হয়ত এই % এর পরিমান কমিয়ে আনতে পারতাম।
-
ফরেক্স মার্কেট এ তারা লস এর শিকার হয় যারা না বুঝে ট্রেড করে না বুঝে ট্রেদ করলে আপনাকে লস নিতেই হবে। আর যারা বেশি বেশি লোভ করে তারা ফরেক্স মার্কেট এ শুধু লস করে থাকে তাই ফরেক্স এ কাজ করতে হলে লোভ থেকে দূরে থাকতে হবে। আর আমি এটাই বলব যে ভাল করে ট্রেড শিখে ট্রেড করলে ফরেক্স থেকে ভাল লাভ করা যায়।
-
আমার মনে হয় ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড় লোক হতে চায়। অাসলে এই সব ধারনা থাকা ঠিক না ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে।
মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে তারা তাদের টাকা তাদের পুজি লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে। ফরেক্সে তিক থেকে নিয়মিত আয়
করতে হলে প্রস্তুতি নিতে হবে।