-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেয়ে আমি অনেক বেশি আনন্দিত আর আমি অনেক বেশি কৃতজ্ঞ ফোরামের কাছে কারন তারা বোনাস ব্যাবস্থা চালু করার কারনে এমন অনেক ট্রেপার রয়েছে যাদের নিজেস্ব ডিপোর্জিট সক্ষমতা না থাকা সত্তেও এখানে ট্রেড করতে পারছে এবং প্রফিট লাভ করে আয় করতে পারছে ফলে সে নিজে যেমন স্বাভলম্বি ঠিক তেমনি দেশও সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
-
আমি মনে করি আমার মত অনেকেই ফরেক্স ট্রেডিং করতে পেরে আনন্দিত কারন এখান থেকে অনেক ভাল ভাবে আয় করা সম।ভাব যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করা যায় আর এই দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করাটা অনেক কঠিন কোন কাজ নয় তার জন্য চাই অধ্যাবসায়ি গুন এবং কঠোর অনুশীলনের মনোভাব।
-
ফরেক্স ব্যবসা করতে পেরে অবশ্যই আমি আনন্দিত । কারণ ফরেক্স ব্যবসা করে আজ আমি স্বাবলম্বী হতে পারব বলে আশা করি । সুতরাং আমি সত্যিই অানন্দিত । অাপনারা যদি এই অানন্দ ভাগাভাগি করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা ফরেক্স ব্যবসা করার জন্য অাগ্রহ প্রকাশ করেন । অবশ্যই আপনারা সফলকাম হবেন ।
-
আনেক খুশি। কারন এই ফরেক্স এর জন্য আমি আমার জিনবোনে আনেক আনেক সংঘরস্য করেছি। আর এখন আমি ফরেক্স কে এমন ভাবেই ভাল বেসে ফেলেছি যে রাতে ঘুমাসলেও এন্ট্রি নেয়া থাকলে ঘুম ভেংগে যায়। আবার এন্ট্রি টা কি আবস্থায় আছে সেটা দেখতে হয়। মোবাইল আছে তো তাই দেখতে পারি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে যেয়ে আমি আন্তর্জাতিক মার্কেটের সকল দেশের মূদ্রার নাম শিখতে পেরেছি। যা আমার বিসিএস পরিক্ষা সহ অন্য সব চাকরির পরিক্ষার প্রশ্ন উত্তর দিতে সহায়ক ভূমিকা পালন করছে। যে জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে আমি আনন্দিত।
-
ফরেক্স করে আনন্দিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না । বরং আপনি যদি ফরেক্স মার্কেট থেকে কিছু আয় করতে পারেন তাহলে সেটা একটি আনন্দের বিষয় বলে আমি মনে করি । মার্কেটে যদি আমরা বিনিয়োগ করে শুধুই আমরা লস করতে থাকি তাহলে সেটি আমাদের কোন আনন্দ দান করবে না বরং আমাদের অশান্তির একটি কারণ হয়ে দাড়াবে ।
-
ফরেক্স কোন গেম নয় এটা একটা ব্যাবসা এখানে লাভ হলে আনন্দ আর লস হলে কস্ট । তাই যে এটাকে ভাল করে শিখে প্রফিট করতে পারবে সে আনন্দিত হবে । তবে আমি এখনো শখিতে আছি এতেই আনন্দিত যে একটা ভাল ব্যাবসা শিখছি ।
-
ফরেক্স করতে পেরে আমি খুব আনন্দিত .কারন আমি এখান থেকে খুব সহজেই প্রতি মাসে ১০০০০-১২০০০ টাকা ইনকাম করতে পারছি খুব সহজেই . আমি সত্যিই খুব আনন্দিত ফরেক্স করতে পেরে।
-
ভাই ফরেক্স করে আনন্দিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না । আমরা সকলে ফরেক্স মার্কেটে এসেছি মার্কেটে থেকে আমরা ডলার আয় করে আমরা আমাদের আর্থিক চাহিদা মেটানোর জন্য । তাই এখানে আনন্দিত হওযার কিছু নেই । তবে মার্কেটে লাভ করলে *আমাদের অনেক ভাল লাগে ।
-
সবাইতো আর ফরেক্স মার্কেটে কাজ করতে পারে না। এখানে কাজ করতে হলে ফরেক্স সর্ম্পকে ভাল ভাবে না জেনে এই কাজে আসলে হয়তো আপনার সকল টাকা হারিয়ে যেতে পারে। আমি অনেক দিন থেকে ফরেক্স এর সাথে জড়িত। এখান থেকে আমি প্রতি মাসে কিছু ডলার আয় করি। তাই আমি আনন্দিত।
-
ফরেক্স করতে পেরে আমি খুবই আনন্দিত।। ফরেক্স করে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনন করতে পারি। ফরেক্স একটি মুক্ত পেশা। ফরেক্স আমরা যেকোনো যায়গা থেকে ফরেক্স ট্রেডিং করতে পারি।। ফরেক্স খুবউ রিস্কি ব্যাবসা তাই আমাদের ফরেক্স ট্রেডিং এ অনেক সিরিয়াস হতে হবে।।।