-
নতুনরা ফরেক্স শুরু করার আগে অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করে নিবে । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা কখনোই মার্কেট এ্যানালাইসিস ছাড়া ট্রেড করব না । আর ফরেক্স ব্যবসা শুরুর অাগে নিউজ দেখতে হবে , যে কখন কোন নিউজ রয়েছে । সর্বোপরি লক্ষ্য রেখে যদি অামরা ট্রেড করি তাহলে অবশ্যই সফলকাম হতে পারব ।
-
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি মনে করি ফরেক্স নতুনদের জন্য একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র।কারণ আমিও ফরেক্স একজন নতুন ট্রেডার।এজন্য ফরেক্সে ট্রেডিং করতে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।তবে ফরেক্সে কিছু দিনের অভিজ্ঞতা এটুকুই জানতে পেরেছি ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতার কোন বিকল্প নেই।ফরেক্স সম্পর্কে যে যত দ্রুত অভিজ্ঞতা লাভ করতে পারে সে তত দ্রুতই সফলতা লাভ করতে পারে।
-
নতুনদের জন্য ফরেক্স
নতুনদরে জন্য ফরেক্স একটি উজ্জল ভবিস্বৎ ,সাথে চ্যালেঞ্জীং ও বটে । নতুনদের জন্য দরকার উপযুক্ত প্রশিক্ষন । এবং ফরেক্স সম্পর্কে যথাযত জ্ঞ্যান অর্জন করে মার্কেটের খোজ-খবর নিয়ে ট্রেড করা । এবং নিয়তিম মার্কেট এনালাইসিস করে ট্রেড করা।
-
আমি মনে করি নতুনদের জন্য ফরেক্স খুব কঠিন । কারন ফরেক্স হলো একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । তাই প্রথমে সবার ট্রেড করতে একটু সমস্যা হয় । বা ট্রেড করে লাভ করতে পারে না । তাই নতুনদের একটু ধৈর্য ধরে ফরেক্সে ট্রেড করতে হবে এবং বেশি করে ডেমোতে ট্রেড করতে হবে । তাহলে নতুনদের জন্য ফরেক্স সহজ হবে ।
-
আমার মতে ফরেক্স নতুনদের জন্য একটি কঠিন বিসনেস মনে হবে।ফরেক্স এ বিসনেস করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার আর না হলে ফরেক্স এ বিসনেস করে টিকে থাকা সম্ভব না।আর আমি নতুনদেরকে বলি ফরেক্স যদি করতে হয় তাহলে আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানেন তারপর ফরেক্স এ ট্রেড করতে আসেন আর না হলে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হবে।
-
ফরেক্স হলো পৃথিবীর সব চেয়ে বড় একটি অনলাইন মার্কেটিং বিজনেস। অন্য যত ব্যবসা আছে পৃথিবীতে তার সব গুলো মিলেও ফরেক্স এ মত হবে না। এই বিজনেসে আমরা টাকা বিনিয়োগ করে ট্রেডে কাজ করতে পারি। লাভ লস উভয় আছে এখানে। মার্কেট ভাল হলে লাভ হবে খারাপ হলে লস হবে। যারা নতুন ভাবে ফরেক্স এ যোগ দিচ্ছে তারা যেন এটা সম্পর্কে জেনে তার পর আসে। তানাহলে ঝরে পরবে।
-
ফরেক্স বর্তমান সময়ের অনলাইন এর সবচেয়ে বড় বিজিনেস,নতুদের জন্য ফরেক্স একটি চ্যালেঞ্জিং বিজিনেস কারণ এই ব্যবসাই সবাই টিকে থাকতে পাড়েনা,তাই যারা এই বিজিনেস এ নতুন জইন করতে চাই আমি তাদের কে একটা কথা বলতে চাই আগে ভালো ভাবে ফরেক্স লার্ন করে এই বিজিনেস এ জইন করা উচিত অন্যথায় ফরেক্স এ টিকে থাকা সম্ভব নয়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের বিজনেস এখানে পৃথিবীর সকল দেশের লোকজনই কাজ করে থাকে। ফরেক্সে নতুনদের আগমন দিনদিন বেড়েই চলেছে তারা বেশিরভাগই ফরেক্স সম্পর্কে তেমন কিছু না জেনে ফরেক্সে এন্ট্রি করে তারা শুধুমাত্র এইটুকুই জানে যে ফরেক্স থেকে ইনকাম করা যায় যার কারনে প্রথমেই তারা হোচট খেয়ে দিশেহারা হয়ে পড়ে।আমি নতুনদের উদ্দেশ্য করে বলবো তারা ফরেক্স জয়েন করুক তাতে কোন সমস্যা নাই কিন্তু তারা যেন ফরেক্স সম্পর্কে ভাল একটা ধারনা নিয়ে এনালাইসিস করে ডেমো প্রাকটিস করে তারপর ফরেক্সে রিয়েল ট্রেড করে তাহলে তাদের ঝুকিটা কমে যাবে।
-
ফরেক্স হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অনলাইন মার্কেট।পৃথিবীর সকল দেশের সকল জনগণ চাইলেই ফরেক্স করতে পারে।তবে ফরেক্স করা এতটা সহজ না।আগে আপনাকে ফরেক্স শিখতে হবে তারপর ফরেক্স করতে হবে।ফরেক্স নতুনদের জন্য অনেক চ্যালেন্জিং একটা জায়গা। নতুনরা যদি ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স না শিখে তবে তারা ফরেক্স এ টিকে থাকতে পারবে না।ফরেক্স শিখতে হলে আগে আপনাকে ধৈর্যশীল হতে হবে।ফরেক্স এ যত সময় ব্যয় করবেন মনে রাখবেন আপনি তত দক্ষ হতে পারবেন।ফরেক্স কে অনেকেই মানি মেকিং মনে করে আসে।যাইহোক লোভ নিয়ে ফরেক্স এ আসা যাবেনা।লোভ নিয়ে আসলে শুধু ফরেক্স না পৃথিবীর কোথাও কেউ সফল হতেরপারেনি পারবেন।ফরেক্স আগে শিখুন ভাল করে আর মুল ট্রেডিং এ যাওয়ার পূর্বে ৬ মাস ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে।মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট করে এবং আপকামিং নিউজগুলো দেখে ট্রেড করতে হবে।এভাবে একজন নতুন ট্রেডার ফরেক্স শিখলে সে খুব সহজে সফল হতে পারবে।
-
আমি ফরেক্সে নতুন। আমি একাউন্ট খুলছি মাত্র ২মাস। আমি ফরেক্সের নিয়ম কানুন মেনে চলি বলে আমার এখনো কোনো লস হয়নি। আমি কোনো দিন অতিরিক্ত লোভ করিনা। কারন লোভ হলো মানুষের পতনের মুল। আমি অতিরিক্ত লাভ করতে যায় না। আমার যত টুকু প্রয়োজন আমি তত টুকু নিয়ে সন্তষ্ট থাকি। এজন্য আমি অনেক লাভ করতে পারছি