-
যারা একবারে নতুন তারা কত টাকা ইনভেস্ত করে ফরেক্স সুরু করতে পারবে আপনারা যদি কিছু বলতেন তা হলে যারা নতুন তারা কিছু শিখতে পারতো/ / ফরেক্স এ কি ভানে ট্রেড করতে হয় , বা কি ভাবে করলে ভাল হয় , , কখন ট্রেড করতে হবে আপনারা যারা এক্সপার্ট তারা যদি কিছু বলতেন তা হলে খুব ভাল হত সবার জন্য। ।
-
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। ডেমো ট্রেডিং টা বেশি করে অনুসরণ করুন, সেখানে লাভ এবং লস এর কারণ গুলো সনাক্ত করুন। এরপর ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন প্রফিট হলে পেমেন্ট প্রসেস ফলো করুন।
-
আপনার যদি মনে হয় আপনার শিখা সঠিক হয় নি তবে আপনি আগে ডেম অ্যাকাউন্ট করে তাতে আপনার পরিকল্পনাগুলো ভালভাবে পরীক্ষা করে নিন। যদি মনে হয় আপনি ভাল লাভ করছেন তবে আপনি রিয়েল শুরু করতে পারেন অল্প ব্যালাঞ্চ দিয়ে,
-
ফরেক্স এ যারা নতুন তাদের কিছু কাজ করতে হয় প্রথমে ভাল ভাবে ডেমো প্রাকটিস করতে হবে। যতদিন না নিজেকে পারফেক্ট না ভাবতে পারবেন ততদিন ডেমো করা উচিৎ। নতুন পুরাতন সবাই কে যেটা মানতে হবে সেটা হল Emotional হওয়া যাবে না,ধৈর্য ধারন করতে হবে। মার্কেট সব সময় ভালভাবে এনালাইসিস করতে হবে এবং তারপর ট্রেড করতে হবে।
-
আমি ফরেক্স রিয়েল ট্রেড করছি পাচঁ মাস ধরে সেই ধারনা থেকে বলছি, বড় ভাই দের উপদেশ গুলো শুনেই বসে না থেকে উপদেশ গুলো মানার চেষ্টা করুন। লোভ না করে ভালো ভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট টা শিখুন। লাইফে কিছু একটা করতে পারবেন।
-
ফরেক্সে যারা একবারে নতুন তাদের উদেশে আমার কিছু বলা যে আপনি ফরেক্সে এসে বেশি টাকা ইনভেস্ত করবেন না কারন আপনি ফরেক্স এর সম্পর্কে ভাল ভাবে না জেনে টাকা ইনভেস্ত করলে টাকা লস খওয়ার জুকি থাকে বেশি। । তাই আগে ভাল ভাবে জেনে আসুন । । তার পর টাকা কম ইনভেস্ত করুন ; একবারে সব কিছু করতে জাবেন না । ।
-
ফরেক্সে যারা একবারে নতুন তাদের কাছে আমার একটাই কথা তা হল , ফরেক্সে আসার আগে ভাল ভাবে যেনে আসুন,। ফরেক্সে সম্পর্কে কিছু দিন যানার পর ফরেক্সে একটা ডেমোতে অ্যাকাউন্ট খুলবেন । । এই অ্যাকাউন্ট এ আপনি ৫ মাস আগে কাজ শিখুন , , সব সময় চেষ্টা করবেন নতুন কিছু যানার জন্য নতুন কিছু শিখার জন্য। । কিছু দিন কাজ শিখার পর ফরেক্সে ট্রেড করতে পারেন;/
-
ফরেক্সে যারা নতুন তারা মোটেও উল্টা পাল্টা ট্রেড করা থেকে বিরত থাকুন। বুঝে ট্রেড করবেন। আপনি যদি বুঝে ট্রেড না করেন তাহলে আপনি কোন না কোন দিন ধরা খাবেনই। মার্কেট এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। তাহলেই আপনি ফরেক্সে সফল হতে পারবেন। ধন্যবাদ
-
নতুনদের জন্য প্রথম উপদেশ হিসেবে বলবো ধৈর্য্য ধরা সম্পর্কে। আসলে আমি দেখেছি অনেক ভালো ট্রেড করতে পারলেও ধৈর্য্য ধরতে শিখতে না পারলে ফরেক্সে সফলতা আসে না।এরপর বলবো ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস শিখার চেষ্টা করতে হবে।আর মানি ম্যানেজমেন্ট তো করতেই হবে।আর নিয়মিত ফরেক্স বিষয়ে অধ্যয়ন চালিয়ে যেতে হবে।
-
নতুনদের জন্য আমার ছোট পরামর্শ হচ্ছে ফরেক্স সম্পর্কে ভালো করে জানুন। প্রচুর সময় এবং শ্রম বিনিয়োগ করতে নিজেকে প্রস্তুত করে ডেমোতে ছয় মাস চর্চা করা।