লাভ কে কতটুকু করতে পারবে তা বলা অসম্ভব কিন্তু যারা ফরেক্স মার্টক সম্পকে ভাল অবিজ্ঞতারা কম লস করে আর বেশ লাভ করতে পারে । আর নতুন দের জন্য সবসময ও কম লাভ করা উচিৎ কারন বেশী লাভ করতে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে ।
Printable View
লাভ কে কতটুকু করতে পারবে তা বলা অসম্ভব কিন্তু যারা ফরেক্স মার্টক সম্পকে ভাল অবিজ্ঞতারা কম লস করে আর বেশ লাভ করতে পারে । আর নতুন দের জন্য সবসময ও কম লাভ করা উচিৎ কারন বেশী লাভ করতে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে ।
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
আমার মতে নতুন দের হিসাব আলাদা। নতুন রা আগে ডিমো ট্রেডে দক্ষ হয়ে আসলে তারা প্রতি মাসে তাদের ডিপজিট আনুজায়ী মাসে ৫০-১০ পিপ্স শিকার করতে পারে। তবে জারা ডিমো চাড়া রিয়েল ট্রেডে আসছে তারা হয়তো এলোমেলো ট্রেড করে ডিপোজিট এর ডাবল করে থাকে নতুবা বেলেন্স খালি করে পেলে।
নতুনদের মানিম্যানেজমেন্ট অনুযায়ী কত পিপ্স উঠবে সেটা ডিপেন্ড করবে তাহার বিনিয়োগ করা মানি ম্যানেজমেন্টর উপর তাই যদি বিনিয়োগ কন্ট্রোল অনুযায়ী হয় তাহলে নতুনদের ৩০/৫ পিপ্স লাভ করলে ভাল হয়।
ফরেক্স এমন একটা জিনিস যেটা দিয়ে নতুন রা এখান থেকে বেশি লাভ করতে পারবে না এখানে যারা নতুন তাদেরকে ফরেক্সের বিষয়ে পুরো অভিজ্ঞতা আনতে হবে অভিজ্ঞতা না থাকলে তারা শুধু লস ছাড়া কিছু পাবে না। নতুন রা যদি অভিজ্ঞতা না থাকে এক মাস কেনো এক বছরেও কোন লাভ করতে পারবে না।
নতুন হিসেবে যেকোনো একটা বিষয় ই আমাদের কাছে অনেক কঠিন রূপে দেখা দিতে পারে। নতুন হিসেবে ফরেক্স থেকে আমরা চাইলেই যে ভালো কিছু একটা করে ফেলব তা কিন্তু নয় । আমাদের ধৈর্য ধরতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে হবে। তারপরে ও কেও যদি নতুন অবস্থায় ও ভালো থেকে থাকেন তাহলে সে ভালো কিছু ও পেতে পারে ।
ফরেক্সে একজন নতুন ট্রেডার যখন আসে সে তখন অনেক ধরনের সমস্যর সম্মুখিন হয় যা তাকে নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি করে এবং নতুন ধরনের অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করতে সাহায্য করে । একজন নতুন ট্রেডারের লাভের পরিমাণটা প্রথম অবস্থায় বেশি আশা করা উচিত নয় । কারণ বেশি আশা করলে তার বিপরীতটা ঘটতে পারে যেটা বেশিরভাগ নতুন ট্রেডারের ক্ষেত্রে ঘটে । তাই আমি বলব একজন নতুন ট্রেডারের মাসিক টার্গেট হওয়া উচিত হবে খুবই কম ।
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এক মাসে কত পিস প্রফিট করতে পারবে সেটি নির্ভর করবে তারা ফরেক্সে কতটা দক্ষতা অর্জন করেছে এবং তাদের ডিপোজিটের উপর।যদি সে ফরেক্সে মোটামোটি ভাবে ভাল দক্ষতা অর্জন করে তাহলে প্রতি মাস শেষে সে অবশ্যই প্রফিট করবে।যদি নতুন ট্রেডাররা ১০০ ডলার ডিপোজিট করে এবং ফরেক্সে মোটামোটি ভাবে ভাল দক্ষতা অর্জন করে থাকে তাহলে প্রতিমাসে ১০-১৫ ডলার প্রফিট করতে পারবে।
ফরেক্সে একজন পুরাতন ট্রেডার প্রতিমাসে কত পিপ্স লাভ করবে সেটা হয়ত বলা সম্ভব । কিন্তু নতুন রা একমাসে কত পিপ্স লাভ করবে সেটা বলা প্রায় অসম্ভব । আবার তার লাভ তো দূরে থাক লস ও করে বসতে পারে । তাই এই বিষয়ে কোন মতামত দেওয়া আমার মতে সম্ভব নয় ।
যারা নতুন তারাদিনে ৫-১০পিপস লাভই যথেষ্ট। আমি সাধারণত ১০-১৫পিপস টার্গেট করে ট্রেস করি।৭০সাথে ট্রেড ক্লোজ করি। আবার কোনও কোনদিন ১০০পিপস। আবার কোনদিন ২০পিপিস।আবার কোনওদিন লস হতে পারে তবে প্রথম দিকে গড়ে ৬০-৮০পিপস লাভ করাই ভালো