-
ফরেক্স ট্রেডিংযে আমি অনেক বার লস করেছি আর প্রত্যেক বার আমি সেই ঘটনাকে স্বাভাবিক ভাবে নিয়েছি কারন আমি জানি যে ব্যবসায়ে লাভ যেমন হয় ঠিক তেমনি লসও হয় তবে সবসময় আমি লসের প্রকৃত কারন অনুসন্ধান করে বের করতে চেষ্টা করেছি এবং ভবিষ্যত্বে যেন ঐ ভূলের কারনে আর লস না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করেছি।
-
সব সময় যদি শুধু লাভ হত তাহলে ফরেক্স মার্কেটকে কেউ ভালোবাসতো না এটা হয়ে যেত জোয়ারি খেলা ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে আপনি ফরেক্স ট্রেড করার সময় যখন লসে পরে যাবেন তখন আপনার মাথা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে যাবে কেননা আমরা সবাই লাভের প্রত্যশা করলেও কেউ কিন্ত লসের প্রত্যশা করি না কেননা আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই বেশি পরিমাণে লাভবান হতে হলে বেশি পরিমাণ কাজ করতে হবে তবে লসের মুহুর্তে আমি সেদিনের মত আর ট্রেড করি না ।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
ব্যবসার মধ্যে লাভ লস এই দুই থাকে আর ফরেক্স থেকে কখন লাভ অথবা লস এই দুই নিয়ে ফরেকাস ট্রেডাররা ট্রেড করে । তাই আমি বলব লাভ লস এর চিন্তা না করে ভাল ভাবে ট্রেড করা শিখুন তবে আস্তে আস্তে লসের পরিমান কমে যাবে এবং ভয়কে জয় করতে শিখুন তবে লসকে স্বীকার করে লাভের পরিমান বেশি থাকবে । আর নিজের ভুল গুলিকে বার বার প্রশ্রয় না দিয়ে সংযত হন ।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
ফরেক্সে লস হলে আমার কাছে একটু কষ্ট লাগে। তবে যে কারনে লস হচ্ছে সেটা উদ্ঘাটনের চেষ্টা করি পরবর্তীতে সেই ভুল না করার জন্য প্রস্তুতি গ্রহণ করি।
-
ফরেক্সে ট্রেড করলে যেকোনো সময় লস হতেই পারে এটা মেনে নিয়েই কাজ করা উচিত। তবে পেছনের লস থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ লসের কারণ জেনে-বুঝে পরবর্তী পদক্ষেপে অগ্রসর হতে পারলে লস কমানো সম্ভব
-
ফরেক্স মার্কেট এ বিজিনেস করতে আসলে আপনাকে অব্যশই লস এর সন্মূখীন হতে হবে,কেউ এক টানা এই বিজিনেস থেকে লাভ করতে পারেনা,কিন্তু লস হলে আমাদের মাথা ঠিক থাকেনা,কিন্তু এই সময় মাথা ঠান্ডা রেখে আবার ট্রেড করে আমাদের লস রিকোভার করার চেষ্টা করতে হবে,লস এই বিজিনেস এ হবে,কিন্তু লস যেনো লাভের থেকে বেশি না হয় সেই দিক খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস হতেই পারে ।এতে না ঘাবরিয়ে ঠানডা মাথাই নতুন ট্রেড শুরু করি ,