Originally Posted by 
mehedi12122
				
			 
			ইদানিং নতুন এবং অভিজ্ঞ সব ট্রেডারকেই দেখা যায় ট্রেডেবল বোনাস নিয়ে ডিপোজিট করেন। কথা হল এই বোনাস ট্রেডারের কি কাজে লাগে? প্রায়ক্ষেত্রে দেখা যায় এই বোনাস ট্রেডারকে সাকসেস করার পরিবর্তে লুজার বানিয়ে দেয়। কিভাবে?
বোনাস ট্রেডারকে মানি ম্যানেজমেন্ট না মানতে প্ররোচিত করে। দেখা যায় ট্রেডেবল বোনাস ইকুইটি বাড়ানোর কারনে ট্রেড ওপেন করার সময় ট্রেডার বোনাসকে নিজের ফান্ড মনে করে ট্রেড ওপেন করে ফলে এই ট্রেডে লাভ হলেতো ভাল কিন্তু লস হলে সে একাউন্ট এ ঘুরে দাড়ানো অসম্ভব হয়ে পড়ে তখন লুজার হওয়া ছাড়া আর কোন উপায় থাকেনা।