হ্যা অবশ্যই সব ট্রেডারেই লস হয় । এর মূল কারন হচ্ছে ট্রেড সম্পর্কে আপনার ধারনা নেই । তই যতটা সম্ভব আপনি ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করুন।
Printable View
হ্যা অবশ্যই সব ট্রেডারেই লস হয় । এর মূল কারন হচ্ছে ট্রেড সম্পর্কে আপনার ধারনা নেই । তই যতটা সম্ভব আপনি ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করুন।
লস হচ্ছে ব্যাবসায়ের একটি অংশ। এতে মন খারাপ করার কিছু নেই।আর ফরেক্স হচ্ছে একটি প্রতিযোগিতামূলক ব্যাবসা। এখানে সঠিক নিয়ম অনুসরন করে ট্রেড করতে পারলে আপনি লাভবান হতে পারবেন। আর সঠিকভাবে ট্রেড না করতে পারলে লস হবে এটাই স্বাভবিক।
অবশ্যই লস সব ট্রডারের ক্ষেত্রেই ঘটে। যে সঠিকভাবে ট্রেড করবে তার লাভ হবে । আর যে নিজের মন মতো ট্রেড করবে তার লস হবে।
কেউ যদি বলে যে সে লস করে না। তাহলে সে মিথ্যা বলচ্ছে। কারন ফরেক্স এ ১০০% বলে কোন কিছু নেই। কেননা এখানে আপনি ১০০% লাভ কখনোই করতে পারবেন না। ফরেক্স এ সবাই কম বা বেশী লাভ বা লস করে।
কোন ট্রেডার যদি বলে সে লস করে না তাহলে সে ভুল বলচ্ছে। প্রত্যক ট্রেডারঅই লস করে। কেউ কম আবার কেউ বেশী। আবার অনেকে বলে ১০০% নিশ্চুয়তা সহকারে ফরেক্স শেখানো হয়। এটা ও একটা ভুয়া এড। কারন ফরেক্স এ ১০০% নিশ্চিত লাভ করা যায় না। এমনো ও হতে পারে যে ব্যাক্তি বা প্রতিষ্টান এড দিচ্ছে তারা নিজেরাই ট্রেড করছে না।
হ্যা, কথাটা সত্যি লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে, তবে কম আর বেশী। যদি দেখা যায় ট্রেড করলে লাভ যতটুকু করেছেন লস তার চেয়ে বেশী করছেন তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। লস ঠেকানোর কোন রকম পন্থা কেউ আবিস্কার করতে পারেনি, সুতরাং এটা হবে। তবে লস নিয়ন্ত্রন করা যায়। ট্রেডিং এর উন্নতি ঘটাতে হবে। যদি কোন ট্রেড এ লস করেন তা হলে কারনটা খুজে বের করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি কিছু নতুন আইডিয়া পাবেন যেটা দিয়ে পরবর্তীতে ট্রেড এ করতে লস নিয়ন্ত্রন করতে পারবেন।
লস ট্রেড এর একটি অংশ বলা যেতে পারে। লাভ এবং লস এই দুইটা বিষয় আমাদের ফরেক্স লাইফ এ ঘটবে এটা স্বাভাবিক। ফরেক্স আপনি যত বেশি ট্রেড করবেন তত আপনার বেরে যাবে । লস রিকভার করার জন্য চেষ্টা করতে হবে। কারন লস রিকভার না করলে আমরা লাভ তুলতে পারব না।
হ্যা লছ সবার ক্ষেরেয় হয় ।লাভ লছ না হোলেয় কোন কিছুয় শিখা সম্ভব না । তাবোলে এটা নয় যে আমি সব সোময় লছ কোরবো ।
ব্যবসা বলতে লাভ লস দুটোই আছে এটাই স্বাভাবিক। তাই বলে কি কেউ থেমে থাকে লসের ভয়ে ব্যবসা না করার জন্য। তবে ফরেক্স এমন একটি ব্যবসা এখানে নতুন ট্রেডারের ক্ষেত্রে বেশির সময় লাভের চেয়ে লসই বেশি হয় কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে না জ্ঞান অর্জন করেন তাহলে আপনি অবশ্যই লস খাইবেন এতে কোন সন্দেহ নেই। তবে এই ব্যবসাটি আপনি যদি *গুরুত্বসহকারে বুঝতে পারেন এমনকি মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনি অবশ্যই লসের বিপরীতে লাভের পরিমাণটা বেশি অর্জন করতে পারবেন।
লাভ, লছ ছাড়া কোন ব্যাবসায় নেয় লাভ হোলে যে লছ হবে না সেটা বলাযাবে না । তারপর ও আমাদের ভালো ভাবে ট্রেড শিখতে হবে । আর লাভ লছ তো সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে ।