-
ফরেক্সকে টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন।এই জন্য ট্রেডাররা লোভ সামলাতে পারে না।বলতে গেলে বেশীর ভাগ ফরেক্স মার্কেটে ট্রেডারেরই পতন হয়েছে অতিরিক্ত প্রত্যাশা এবং লোভের ফলে।যদিও অভিজ্ঞ ট্রেডারদের মাঝে এটার প্রবণতা কিছুটা কম থাকে কিন্তু নতুন ট্রেডারদের মধ্যে এই প্রবণতাটা বেশী পরিলক্ষিত হয়।মূলত ফরেক্সে সফলতার পিছনে মূল বাধা হচ্ছে এই লোভ।বেশি রিস্ক নিয়ে ট্রেড করে।কখনও সফল আবার কখনও বিফল হয়।
-
যে কারনে ভালো ভালো ট্রেডাররা ভুল করে তার অন্যতম কারণ হচ্ছে mathematics analysis করতে শুরু করে তখনই বেশি করে ভুল করে
-
ভালো ভালো ট্রেডাররা ট্রেড করার সময় অবহেলা করে একটা দুইটা প্রফিট করার পর তারা আর চিন্তাভাবনা করেনা না বুঝে ট্রেড করলে পতন নিশ্চিত
-
সর্বোপরি সকল ক্ষেত্রে ট্রেডারদের উচিত সচেতন থাকা time frame এবং খবর সম্পর্কে বুঝেশুনে america এবং ইউরোপ এর দুটি news কমপক্ষে দেখা উচিত
-
Candlestick সম্পর্কে ভালো ধারণা থাকলে pattern সম্পর্কে ভালো ধারণা থাকা অসম্ভব butterfly pattern যে সব সময় কাজ করবে তা ঠিক না ক্ষেত্রে নিজের উপর ভরসা করে ট্রেড করা উচিত ট্রেডারদের সবচেয়ে বড় যে ভুলটা করে তাদের খেয়াল থাকেনা কোন টাইমফ্রেমে ট্রেড করছেন
-
আমার ধারণা উপরের সবকটি বিষয়ে সমান সমান গুরুত্বপূর্ণ একটি ভাল ট্রেডারের ক্ষেত্রে এর মধ্যে 1 টি বাদ পড়লে ট্রেডিং এবং আপনার ট্রেড ঝুঁকিপূর্ণ ট্রেড হিসেবে গণ্য হবে
-
যে সকল ভুল করলেও ক্যাডাররা করে থাকেন সেগুলোর মধ্যে প্রধানত অস্থির অবস্থায় থেকে ট্রেড করা নিউজ না দেখে ট্রেড করা অপেক্ষা না করে ট্রেড করা সিগন্যাল না পেয়ে ট্রেড করা ফ্লাস সিস্টেম ব্যবহার করা ইত্যাদি
-
আপনারা সবাই জানেন ফরেক্স এর ক্ষেত্রে নিউজ রুম analysis কতটা গুরুত্বপূর্ণ জোঁকের মত কোন ট্রেড ওপেন করবেন না একটি ট্রেড করার পূর্বে and একাধিকবার অথবা তারও বেশি যতক্ষণ না পর্যন্ত ট্রেড ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত না হয় ততোক্ষণ পর্যন্ত অপেক্ষা করার 1 জন্য ট্রেডার ট্রেডার এর বৈশিষ্ট্য
-
বৈশিষ্ট্য ও গুণবিচারী ট্রেডারদের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে ধৈর্য এটা রেখে নিয়ে বুঝে-শুনে ট্রেড করতে হবে যেখানে ঝুঁকিপূর্ণ ট্রেড করা কোনমতেই বুদ্ধিমানের কাজ হবে না
-
যারা লোভ করো ফরেক্স করে তারা ফরেক্স এ টিকে থাকতে পারে না। যার জন্য এক জন ভালো ট্রেডারেরও পতন হয়। ফরেক্স ব্যাবসা অনেক কঠিন। ফরেক্স ব্যাবসা করতে হলে ধৈর্য্য সহকারে কাজ করতে হবে। আর অতিরিক্ত ট্রেড করার কারনেও এর ভালো ট্রেডারের পতন হয়ে থাকে। আমাদের সকলের উচিত লোভ কে বর্জন করে ফরেক্সে ধৈর্য্য সহকারে কাজ করতে হবে। আমার মতে ফরেক্স ঠিকে থাকার জন্য আপনাকে অবশ্যই লোভ পরিহার করে কাজ করা। তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন।