-
অনেক সময় দেখা যায় অনেকের পোস্ট ব্যান্ড করা হয় এইসব পোস্ট ব্যান করার কারণ হলো এগুলো ফোরাম রুলস এর বহির্ভূত পোস্ট। আপনি যদি ফোরামে পোস্ট করে এখান থেকে বোনাস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোরামে দেওয়া তাদের রুলস গুলো মেনে মার্জিত ভাষায় পোস্টগুলো করতে হবে যা সবার কাছে যেন সমাদৃত হয় এবং সবার বোধগম্য হয়। এরকম ভাবে পোস্ট করলে আপনার পোস্ট ব্যান হবে না।
-
পোস্ট কেন বাতিল হয় সেই সম্পর্কে আমার ধারণা নেই,কারণ আমার পোস্ট কখনো বাতিল হয়নি,তবে আমি মনে করি আপনার লেখা যদি ভালো ভাবে যুক্তি সংগত না হয় এবং আপনি অনেক ছোট করে পোস্ট দেন,তাহলে মোডারেটর আপনার পোস্ট বাতিল করে দিতে পারে,তাই ভালো ভাবে লিখে আমাদের পোস্ট করা উচিত।
-
পোষ্ট করার জন্য ফোরামে কিছু নিয়ম আছে । যেমন আপনার পোষ্টটি অবশ্যই বাংলায় হতে হবে । দুই লাইনের বেশি হতে হবে । যে টপিকে আলোচনা করা হচ্ছে সে বিষয়ের হতে হবে । এসব নিয়ম-কানুন মেনে চললে অসুবিধা হবার কথা নয় ।অন্যের পোষ্ট কপি করা যাবে না।
-
ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করার জন্য কিছু নীতিমালা রয়েছে। এ সকল নীতিমালা লংঘন করে কোনো পোস্ট করলেই সে সকল পোস্ট বাতিল করা হয়ে থাকে। অন্যের পোস্ট কপি করে পেস্ট করা বা নকল করা, ভুলভাল তথ্য সম্বলিত পোস্ট করা, কমপক্ষে পরিপূর্ণ দুই লাইনের কম পোস্ট করা, একই তথ্য দিয়ে বার বার পোস্ট করা, পোস্টে অসংখ্য বানান ভুল করা ইত্যাদি কারণে পোস্ট বাতিল হয়ে থাকে। এজন্য পোস্ট করার আগে ফোরামের নীতিমালা অনুসরণ করা উচিত। অন্যথায় পোস্ট এর পাশাপাশি ফোরাম একাউন্টও ব্যান করা হতে পারে।
-
পোস্ট বাতিল হওয়ার কিছু কিছু কারণ থাকে তা নিচে আলোচনা করা হলো;
১. পোস্টে যেই টপিকস নিয়ে প্রশ্ন থাকে সেই টপিকস এর সঠিক উত্তর না দেওয়া।
২. অন্যের পোস্ট কপি পেস্ট করা।
৩. পোস্টে গুরুত্বপূর্ণ বিষয় তুলে না ধরা।
৪. এক থেকে দুই লাইনের বাক্য দিয়ে পোস্ট করা এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা তুলে না ধরা।
৫. ফোরামে প্রতিদিন 10 টার বেশি পোস্ট করলে।
-
ফোরামে পোষ্ট বাতিল করার অনেকগুলো কারণ রয়েছে, যেমন আপনি যদি ফোরামের নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত পোস্ট করে থাকেন তাহলেও ব্রোকার আপনার অতিরিক্ত পোস্ট বাতিল করে দিতে পারে, তাছাড়া আপনার পোস্টটি যদি ফোরামের নিয়মের বহির্ভূত হয় অর্থাৎ বাংলার পরিবর্তে অন্য কোন ভাষায় লিখে থাকেন, অথবা আপনার বক্তব্য যদি আলোচিত টপিকের সাথে কোন মিল না থাকে এবং আপনি যদি অন্যের কোন কপি পোস্ট করে থাকেন, তাহলেও আপনার পোস্ট বাতিল করা হতে পারে, আর এই বিষয়গুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আশা করি কোন সমস্যা হবেনা।
-
আপনার সামনে যে নির্দেশনাটি ফোরামের কতৃপক্ষ প্রদর্শিত করেছিল আপনি যদি সেই সকল কাজ ফোরামে করে থাকেন বা ঐ সকল নির্দেশনার পরিপন্থি কোন কাজ ফোরামে করে থাকেন তা হলে আপনার পোস্ট ফোরাম থেকে বাতিল হয়ে যাবে সাথে সাথে আপনার ফোরামের অ্যাকাউন্ট ব্যান্ড হবে এটাই স্বাভাবিক বিষয়।
-
আমি আপনাদের ফোরামে নতুন। তাই সম্পূর্ণ জানি না। তবে আমার মনে হয় ফোরামের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, তার বাহিরে কোন পোস্ট দিলে পোষ্ট বাতিল করা হয়। এছাড়াও যদি পোস্ট সম্পকৃত তথ্য না লেখা হয়। তাই পোষ্ট করার পূর্বে অবশ্যই ভাল করে খিয়াল করতে হবে আপনার থেকে কি জানতে চাওয়া হয়েছে।
-
আমি আসলে ইন্সতাফরেক্স স্পন্সরের অনেক ফোরামে পোষ্ট করেছি । বাংলা ফরেক্স ফোরামে খুব বেশি দিন হয় নাই পোষ্ট করার । অনেকে বলে দেখি তাদের পোষ্ট বাতিল হয় । তবে আমি এই ফোরামে সংযুক্ত থেকে যা বুঝতে পারছি যে এই ফোরামে অনেক বেশি স্পাম্মিং হয় । উল্লেখযোগ্য কয়েকজন ছাড়া বেশিরভাগ নতুন মেম্বাররাই অনর্থক পোষ্ট করে যেটা কোন তথ্যবহুল না । আমি মনে করি সেই কারনেই পোষ্ট বাতিল হয় । আমাদের উচিত তথ্যবহুল ট্রেড করে নিজের ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়ানো ।
-
ঝুঁকির মুখোমুখি না হয়ে আপনি ফরেক্সে অবস্থান নেওয়ার কোনও উপায় নেই, এটি সম্ভব নয়। এটি কেবলমাত্র আপনাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ অঞ্চলে গুরুত্ব সহকারে কাজ করতে হবে যাতে আপনার মূলধনটি খুব বেশি ঝুঁকির মুখোমুখি না হয় You আপনি বাজারে সেরা সুযোগের পক্ষে যাচ্ছেন এবং আপনি যখন যা করেন তা নিশ্চিত করে আপনি আপনার লাভকে সর্বাধিক বাড়িয়ে তুলতে পারেন , আপনি সাবধানে আপনার ঝুঁকি সঠিকভাবে পরিচালনা