-
আমি বলতে পারব যে আমার একাউন্ট জীবনে ও জিরো হবেনা যদি আমি ইচ্ছা করে না করি। আমি ফরেক্র মারকেটে পৃথিবী কোন ভাল ট্রেডার কে ফল করি না । কারণ যারা ট্রেড করতে বয় পাই তারা এই মারকেটে আসার দরকার নাই। এটা এমন একটা মারকেট যে মারকেটে লচের টাকা কয়েক দিন পরে তুলতে পারবেন যা অন্য কোন ব্যবসা থেকে তুলতে পারবেন না।
-
ফরেক্সে অনেকেরই অ্যাকাউন্ট জিরো হয়ে থাকে।একাউন্ট জিরো হবার বিভিন্ন কারন রয়েছে।তবে অ্যাকাউন্ট জিরো হবার বেশিরভাগ কারনই হচ্ছে ওভারট্রেডিং। অধিকাংশ ট্রেডার ফরেক্সে ট্রেড করতে এসে মনে করে বেশি বেশি ট্রেড কররে বেশি বেশি প্রফিট কররবো।কিন্তু ফরেক্সে ওভারট্রেডিং কখনই বেশি প্রফিট করতে পারেনা।
-
ফরেক্স মার্কেটে একাউটন্ট জিরু হবার অনেক কারন থাকতে পারে আর এর জন্য আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সরে যান তবে তা হবে আপনার জন্য ভুল। আসলে কি কারনে আপনি বার বার আপনার একাউট জিরু করছেন তা আগে বের করতে হবে তাহলে আপনার আর লস হবে না।
-
আমার মতে একাউন্ট জিরো হবার মুল কারন হল মানি ম্যনেজমেন্ট ভালো করে না করা এবং না বুঝে ট্রেড করা। এছারাও অনেকে আছে লোভে পরে বড় ট্রেড ওপেন করে যার ফলে লস হয় এবং একাউন্ট জিরো করে ফেলে। ট্রেড এ দক্ষতা অর্জন না করে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, নিজের উপর বেশি আত্নবিশ্বাসী হওয়া, ইন্ডিকেটর এর উপর বেশি নির্ভরশীল হওয়া ও একাউন্ট জিরো হবার কারন হতে পারে।
-
ফরেক্সের অ্যাকাউন্ট জিরো হওয়ার পেছনে অনেক কারন থাকতে পারে তার মধ্যে অন্যতম ট্রেডিং সম্পর্কে অনভিজ্ঞতা এবং অদক্ষতার কারনে ট্রেডে আপনি লস করে অ্যাকাউন্টকে জিরো করে ফেলতে পারেন অন্যদিকে আপনি যদি ওভার কনফিডেন্স এবং অতিরিক্ত মুনফা বা প্রফিটের লোভে ট্রেডিং সিস্টেমকে একেবারে অগ্রাহ্য করে ট্রেড করা হয় তা হলে সেক্ষেত্রেও আপনার অ্রাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
-
ফরেক্স এ আপনার একাউন্ট জিরো হবার নানা কারন থাকতে পারে। ফরেক্স এ আপনি মানি ম্যনেজমেন্ট নিয়ে বা না মেনে ট্রেড করলে অতি তারাতারি ফরেক্স এ ব্যলেন্স জিরো করতে পারেন। অনেকেই নতুন অবস্থায় না বুজে ট্রেড করার কারনে একাউন্ট জিরো করে ফেলে।
-
আমার মনে হয় একাউন্ট জিরো হয়না এমন কোন ট্রেডার নেই বললেই চলে।। একাউন্ট জিরো হবার প্রধান কারন লোভ। ফরেক্সে অবশ্যই লোভ কে সংবরণ করতে হবে। বেশি লাভের আশায় বড় বড় লটে ট্রেড করে খুব সহজেই একাউন্ট জিরো হয়।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি এক বার অ্যাকাউন্ট জিরো হয় সেটা স্বাভাবিক। এটা আমাদের অবশ্যই মেনে নিতে হয়। ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারন হল আমাদের ভুল সিদ্দান্ত। তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করতে সফল হয়। তাই আমি মনে করি লোভ এরিয়ে আমরা যদি সঠিক চিন্তা নিয়ে সামনে যেতে পারি তবে অ্যাকাউন্ট জিরো হবে না।
-
ফরেক্স মার্কেট এমন কোন ট্রেডার নাই যার একাউন্ট জিরো হয় নাই।ফরেক্স মার্কেট একাউন্ট জিরো হয় ট্রেডারদের ভুলের কারনে অনেক ট্রেডার আছে যারা লোভের বসে অনেক বড় লডে ট্রেড নিয়ে বসে এবং শেষে দেখা যায় একাউন্ট জিরো হয়ে যায় আরো অনেক কারনে একাউন্ট জিরো হতে পারে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে এবং স্টপ লস ব্যবহার না করে ও একাউন্ট জিরো হতে পারে তাই ফরেক্স মার্কেট প্রফিট করা বড় বিষয় না টিকে থাকাটা হল অনেক বড় বিষয়।
-
ফরেক্স অ্যাকাউন্ট নানা কারনে জিরো হয়ে যেতে পারে তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের উপর যাদের দক্ষতা এবং অভিজ্ঞতা একবারেই জিরো তারাই ফরেক্সে লস করে থাকে পাশাপাশি এমন কিছু ট্রেডার রয়েছেন যারা অনেক বেশি প্রফিটের লোভে ফরেক্সে কোন প্রকার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার তোয়াক্কা না করেই ট্রেড করে থাকে যার ফলে ফরেক্সে লস হয়ে থাকে।