ফরেক্সে যে কেউ যেকোনো লিভারেজ নিয়ে কাজ করার সুযোগ পেতে পারেন। তবে লিভারেজ নেওয়ার জন্য অবশ্যই আপনার একাউন্ট ব্যালেন্স এর দিকে লক্ষ্য রাখা জরুরী।
Printable View
ফরেক্সে যে কেউ যেকোনো লিভারেজ নিয়ে কাজ করার সুযোগ পেতে পারেন। তবে লিভারেজ নেওয়ার জন্য অবশ্যই আপনার একাউন্ট ব্যালেন্স এর দিকে লক্ষ্য রাখা জরুরী।
আপনি কত ডলারের অ্যাকাউন্ট পরিচালনা করতে চান তার উপরে নির্ভর করেই আপনার লিভারেজ নেওয়া উচিত। তবে আমরা সাধারণত ১.৫০ লিভারেজ নিয়ে থাকি।
ফরেক্স ট্রেডিং আমরা সাধারণত 1.50 লিভারেজ নিয়ে থাকি। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম থাকে তাই আমাদের লিভারেজ ও কম নেয়া উচিত। তবে যদি কারো ব্যালেন্স বেশি থাকে লিভারেজ অবশ্যই বেশি নেওয়াতে কোন সমস্যা নেই।
ফরেক্স মার্কেটে একাউন্ট ওপেন করতে হলে আমাদের সবারই লেভারেজ নির্বাচন করে নিতে হয় । আর এই লেভারেজ নির্বাচন করার সময় আমরা অনেক বড়ো বড়ো লেভারেজ দেখে থাকি,,, কিন্তু আমাদের সকলের উচিত সেই লেভারেজগুলির মধ্যে থেকে সঠিক লেভারেজটি নির্বাচন করা । আর আমার মতে নতুন ট্রেডারদের জন্য সবথেকে ভালো লেভারেজ হলো ১ঃ৫০ লেভারেজ । এক্ষেত্রে আমি বাকি ট্রেডারদের মতামত আশা করছি,,,,, ধন্যবাদ ।
আমার মতে ফরেক্স এ আপনি যত কম লিভারেজ ব্যবহার করবেন ততই আপনি আপনার মুলধন কে সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়া আপনি অনেক লটেও ইচ্ছে মত ট্রেড করতে পারবেন। আমার মতে আপনি ১:৫ এর উপরে লিভারেজ ব্যবহার করবেন না। এর চেয়ে বেশী লিভারেজ নিলে আপনি আপনার ব্যালেন্স অনুপাতে বেশী ট্রেড করতে পারবেন না। তাই আমার মতে আপনি যত কম লটে ট্রেড করতে পারেন।
ফরেক্স এ কি পরিমাণ লিভারেজ নিব, সেটা নির্ভর করে মুলত ঔ একাউন্টের ট্রেডারের উপর কেননা এক এক জন ট্রেডাররের মেন্টালিটি এক এক রকমের হয়ে থাকে। কোন ট্রেডার মনে করে কম ব্যালেন্স দ্বারা বেশি লিভারেজ নিয়ে বড় লটে ট্রেড এন্ট্রি দিবো আর কম সময়ে বেশি আর্নিং করবো আবার কোন কোন ট্রেডার মনে করে কম লিভারেজ নিবো কারণ আমার নিজের লোভের কারণে যদি বেশি বড় লটে ট্রেড এন্ট্রি দিতে যায়, তবে কম লিভারেজ সেট করা থাকলে সেটা আর নিতে পারবো না। অটোমেটিক বাধা আসবে
আমি আমার একাউন্টে সব থেকে বেশি পরিমানের যে লিবারেজ আছে সেটি ব্যবহার করি , এতে করে যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে এজন্য নিজের ইচ্ছা মত লিভারেজ ব্যবহার করা অনেক ভাল যেটি আপনার সুবিধা হয় ।
ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি ১:৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ।ইনস্টা ফরেক্সের ফিক্সট লিভারেজ সিস্টেম আর এই সিস্টেম চালুর আগে এই ব্রোকার হতে সর্বোচ্ছ ১:৫০০ লিভারেজ সুবিধা পাওয়া যেত। ফরেক্সে টিকে থাকার জন্য কম লিভারেজ নেওয়ায় ভালো। কারন মার্কেট মেকার ব্রকাররা বেশি লিভারেজ দিয়ে থাকে। আর ইসিএন ব্রকার গুলো সব সময় লিভারেজ কম দিয়ে থাকে। তাই লিভারেজ ১:৫০ বা ১:১০০ হওয়ায় যথেষ্ট।
আমার দৃষ্টিকোন থেকেও ফরেক্স মার্কেট এ ১:৫০ লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো। বেশি লিভারেজ নিলে আমরা বেশি ট্রেড করতে পারি। কিন্তু যত বেশি ট্রেড করব এতে আমাদের লসের পরিমান তত বেশি হবে। ট্রেড করার সাথে সাথে একাউন্ট লস এর পরিমান বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় ট্রেড করতে করতে মার্জিন করল খেয়ে আমাদের সকল ট্রেড ক্লোজ হয়ে যায়।
সাধারন্ত আমার মতে, ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । তাই ফরেক্সে কি পরিমান লিভারেজ নিবেন সেটা নির্ভর করবে ফরেক্স মার্কেটে আপনার ট্রেডিং দক্ষতা এবং আপনার মূলধনের উপর। আপনি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হলে এবং আপনার মূলধন বেশি হলে আপনি লিভারেজ বেশি নিতে পারেন। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার এবং আপনার মূলধন কম হয় তাহলে কম পরিমান লিভারেজ নেওয়াই ভালো।