অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হলে কিছু টেকনিক অবলম্বন করতে হয় , যেমন স্টপ লস এবং টেক প্রফিট নিয়ম টি ব্যাবহার করা তাছাড়াও অল্প ভলিউমে ট্রেড করা আমার মতে এই গুলো অবলম্বন করলে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব ।
Printable View
অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হলে কিছু টেকনিক অবলম্বন করতে হয় , যেমন স্টপ লস এবং টেক প্রফিট নিয়ম টি ব্যাবহার করা তাছাড়াও অল্প ভলিউমে ট্রেড করা আমার মতে এই গুলো অবলম্বন করলে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব ।
ফরেক্স একটা হালাল ব্যবসা জুয়া না । তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়ে ঠন্ডা মাথায় ট্রেড করা উচিত । মাথা গরম করে ট্রেড করা মানে নিজে হাতে লস করা । আর আমাদের সব সময় অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিত । তাহলে লস হলে ও আমাদের খুব অপ্ল কিছু ডলার লস হবে । তখন আমাদের কষ্ট ও কম হবে ।
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স এ অল্প টাকা দিয়ে ট্টেড করাটাই ভাল । এতে আমাদের ঝুঁকিটা অনেকটা কম থাকে। লসের দিকটা কম থাকে। ফরেক্স এ ভাল অভিজ্ঞতা থাকলে যে কোন ভাবে ফরেক্স থেকে আয় করতে পারে। আমার মতে ফরেক্স এ যার যার ব্যালেন্স এর উপর ভিক্তি করে ৩%-৫% ট্টেড করাটাই ভাল হবে। এতে ঝুঁকিটা কম থাকে।
ফরেক্স এ লাভ করার আগে আপনাকে ফরেক্স এ টিকে থাকতে হবে। ফরেক্স এ টিকে না থাকতে পারলে। লাভ করতে পারবেন না। আর এ টিকে থাকার মূল কথা হল অল্প রিস্ক নিয়ে ট্রেড করা। আর মানি মেনেজমেন্ট ভালভাবে মানা। তাছাড়া ও লং টাইম ট্রেড করলে রিস্ক কম থাকে।
ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অল্প রিক্স নিয়ে এই ব্যবসা করব তাহলেই আমরা লাভাবন হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য কোন রিক্স নিব না তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য কোন প্রকারই রিক্স নিবেন না তাহলে আপনারাও সফলকাম হতে পারব ।
আমার মতে আপনি যদি ফরেক্সে নতুন হন তাহলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিত।কারন একটা ট্রেডের জন্য আপনার একাউন্ট শুন্য হয়ে যাবার সম্ভনা অনেক।তাই মার্কেট এ আপনি প্রচুর পড়াশুনা করতে হবে।প্রতিটা ট্রেড বুঝেশুনে করতে হবে।আর নতুনদের জন্য ডেমো একাউন্ট নিয়ে প্রাক্টিস করা।
ফরেক্স ব্যবসা ঝুকি পূর্ন ব্যবসা অল্প ঝুকি মানে অল্প বিনিয়োগে ব্যবসা । অল্প বিনিয়োগে অল্প লাভ আর লস ও কম । তবে লার্নিং টাইমে অল্প ঝুকি নিযে ব্যবসা করাই ভা্ল । যাতে ব্যালান্স জিরো হলেও আবার বিনিয়োগ করে আবার ও ব্যবসা করা যায়।
আমরা জানি ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
আমাদেরকে লস নিতে জানতে হবে । কেননা লস কতটুকু নেওয়া উচিত সেটাও একটা গুরুত্বপূর্ণ কৈশল । আর যারা এই কৈশল অর্জণ করতে পারবে তারা নিঃসন্দেহে অনেকদুর এগিয়ে যাবে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ভাল করতে হলে বেশি করে নিজের এনালাইসিস ক্ষমতা ও এ্যাবিলিটি বৃদ্ধি করতে হবে । কেননা একজন ভাল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হল একজন ভাল বিশ্লেষক হওয়া ।