ফরেক্সে হাজারো পেয়ার রয়েছে যা দেখে কখনই ঘাবড়ে যাওয়া যাবেনা। এজন্য নিজে বুঝে নিতে হবে ফিক্সড কোন পেয়ারে ট্রেড করবেন।আমার মতে শুধুমাত্র মেজর পেয়ারগুলোতে ট্রেড করাই ভালো। আমি মনে করি যে ফরেক্স মার্কেট থেকে সাফলতা পেতে গেলে যে কোন একটা পেয়ার নিয়ে গবেষনা করা উচিত।আর যারা মার্কেটে নতুন তারা ইউরো ইউএসডি পেয়ার নিয়ে জ্ঞান অর্জন করলে বেশি ভাল হবে।