-
ফরেক্সে আসলে এমন মনোভাব নিয়ে আসা ঠিক না । এটা টাকা কামানোর সহজ রাস্তা বা শর্ট টাইমে আমি অনেক টাকার মালিক হবো এমন কোন ভাবনা থাকলে আসলে ফরেক্স থেকে তেমন ভালো করা যায় না। ভেতরে একটা লোভ চইলা আসে যা এক সময় আপনার একাউন্ট শূন্য করে দিতে পারে। আমি মনে করি ফরেক্স থেকে ইনকাম করা যায় এই ভাবন টাই সবার ভাবা উচিৎ। এখান থেকে কামানো খুব সহজ না অনেক শিখতে হয় বুঝতে হয় ধৈর্য থাকতে হয়
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এখানে ভাগ্যের সন্ধ্যানে অনেকেই নেমে পড়েছেন। অনেকেই মনে করেন সহজেই এখানে অনেক টাকা ইনকাম করা যায়। সহজে অনেক টাকা ইনকামের পথ ফরেক্স নয়।এখানে ইনকাম করা বাহ্যিক দৃষ্টিতে সহজ হলেও আসলে কিন্তু সহজ নয়।পৃথিবীতে কেউ কারও নিজ কর্মকে সহজ মনে করে না বরং অন্যের কাজকে সহজ মনে করে।তেমনি কিছু অন্য শ্রেনির লোক আছে যারা না জেনে না বুঝে শুধু বাড়ি বসে ফরেক্স থেকে ইনকাম করা দেখে মনে করে ফরেক্স থেকে ইনকাম করা সহজ এবং অতি দ্রুত অনেক টাকা কামানো যায়।কিন্তু আমি মনে করি ফরেক্স থেকে চেষ্টা করলে হয়ত অনেকে অনেক টাকা ইনকাম করতে পারবে কিন্তু তা সহজ হবে না।
-
যারা ফরেক্স মার্কেটে খুবি অভিজ্ঞ শুদু তাদের পক্ষে ই সম্ভব তারাতারি কিছু একটা করা। ফরেক্সে আঙ্গুল ফুলে কলাগাছ সেটা ঠিক না। এখানে যারা দুর্বার, যারা পরিশ্রমী , এবং সর্ব পরে যারা ধৈর্য শিল তাদের পক্ষে ই এই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হয়েছে। আমরা হুট করে কিছু করতে পারব না আর পারলেও সেটা বেশি দিন থাকে না। তাই ফরেক্স দিয়ে জীবনে বড় হতে চাইলে আমাদেরকে তার সম্পর্কে যাবতীয় সব কিছু বুজতে হবে। এবং তার উপর অভিজ্ঞতা লাভ করতে হবে।
-
টাকা উপার্জন করা কখনই সহজ নয়। যদি সহজ হতো তাহলে শতকরা ৯৫ জন লস নয় বরং ৯৫% সফল ফরেক্স ট্রেডার হতো কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নিজেদেরকে পারফেক্ট মনে করি। কিন্তু কেউই সম্পূর্ণ নয়। আর এ কারণেই আমরা লস করি। আমাদের সব সময় মনে রাখা উচিৎ যে আমরা বিশ্ব জগতের সবচেয়ে অজ্ঞ এবং অন্যান্য সকলে অনেক অভীজ্ঞ।
-
আসলে টাকা আয় করার পথ কে সহজ ভাবা মোটেও উচিত হবে না। আপনাকে পয়সা ইনকাম করতে হকে শ্রম দিতেই হবে। তাই ফরেক্সে দক্ষতা অর্জনের পাশাপাশি ডিমো ট্রেডিং এ সময় দিন। পুজি না থাকলে চিন্তা নাই ইন্সতা ফরেক্স ফোরাম তো আছেই, এই খানে ভালো লেখা লেখি করে লোন নিয়েও ট্রেড করে ভালো আয় করতে পারেন। তাই আগে ফরেক্স শিখুন তার পরে ফোরামে এসে লেখা লেখি করুন।
-
ফরেক্স খাঁটি এবং সেরা অনলাইন ব্যবসা। বাজি এবং জুয়া খেলা ফরেক্সের জন্য ভুল ধারণা। এই ব্যবসায়ের লোকেরা জুয়া বা বাজির মতো আচরণ করে তারা বেশিরভাগই এই বাজারে অর্থ হারিয়ে ফেলে তারা ফরেক্সের পক্ষে অক্ষম মানুষ এবং তারা জ্ঞান কম, ফরেক্স সম্পর্কে তাদের কম বা কম জ্ঞান নেই তারা ফরেক্স মার্কেটে সফল হতে পারে না।
-
আমি সর্বদা নিজের বিশ্লেষণ ব্যবহার করি এবং অন্যের উপর নির্ভর করতে পছন্দ করি না। আমার কীভাবে বাণিজ্য করা উচিত তা সিদ্ধান্ত নেওয়ার জন্য এটিই কেবল আমার হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। আমি যদি অন্যের কথা শুনতে শুরু করি তবে আপনি নিজের মধ্যেও আমার আত্মবিশ্বাস হারাতে শুরু করতে পারেন এবং সত্যিই তা চান না তাই আমরা কেবল নিজের উপর বিশ্বাস রাখাই ভাল।
-
বন্ধুর ক্ষেত্রে এটি সত্য। এতে ধৈর্য সহকারে কাজ করুন সাহসের সাথে কাজ করুন এতে কঠোর পরিশ্রম করুন আমরা শীঘ্রই সফল হব এবং বাংলাদেশ পুরো খামার আমাদের জন্য খুব ভাল এটি পোস্ট করে আমরা ভাল বপন করতে পারি।
-
ফরেক্স মার্কেটে যদি আপনি ভাল করে জানেন যে কিভাবে ট্রেড করতে হয় বা কি করে আপনি ট্রেড করলে আপনার ট্রেডে লস হবে না তাহলে আমি বলব যে ফরেক্স মার্কেটের মত সহজ রাস্থা আর একটাও নাই। তবে যারা ফরেক্স মার্কেটে যারা নতুন তারা আমার মনে হয় তারাই লস করে থাকে।
-
ফরেক্স মার্কেটে ভাল দক্ষতা থাকলে ট্রেড করে আয় করা যায় জানি কিন্তুু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় সে বিষয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তবে কারো কারো ক্ষেত্রে এটা হয় যেমন আন্দাজে বেশিলটে ট্রেড অপেন করল মার্কেট তার অনুকুলে গেল এক্ষত্রে তার খুব ভালো প্রফিট হলো তবে দক্ষতা সম্পন্ন ট্রেডারদের ক্ষেত্রে এমনটি খুব কম ঘটে তারা মার্কেট সম্বন্ধে ধারনা পেয়ে থাকেন