-
স্ব্যালপিং করে ফরেক্স থেকে দ্রুত আয় করা যায়।তবে তারজন্য আগে ভালোভাবে স্কালপিং শিখতে হবে।ছোটো টাইমফ্রেমে ৫-১০পিপস লাভ হলেই ক্লোজ করতে হবে।এভাবে যত ট্রেড নেওয়া যাবে এবং প্রতিটি ট্রেডেই যদি লাভ হয় তবে স্ব্যালপিং করেও ভালো আয় করা যায়।মূলত দক্ষ ট্রেডাররাই সফলভাবে স্ব্যালপিং করতে পারে।
-
স্কাল্পিং ট্রেড ফরেক্স এ অনেক রিস্কি একটা ট্রেডিং প্রসেস ।। তবে স্কাল্পিং করতে আমার ভালই লাগে ।। আমি মনে করি যারা অল্প মুল্ধন নিয়া ট্রেড শুরু করেছেন তারা স্কাল্পিং করে তাদের একাউন্ট দ্রুত বারাইতে পারেন ।। যেসব পেয়ার খুব বেশি উঠা নামা করে সেই সব কারেন্সি তে স্কাল্পিং অনেক ভাল হওঁই ... স্কাল্পিং করেও আপনি চাইলে আপনার একাউন্ট এক মাশের মদ্ধে দিগুন করে ফেলতে পারেন ।।
-
স্কেলপিং ফরেক্স খুবই জনপ্রিয় ট্রেডিন ব্যবস্থা। যা অল্প সময়ে অধিক লাভ বা লস করাতে পারে। নতুন সকলেই স্কেলপিং ট্রেডিয়ের প্রতি আগ্রহী হয় ট্রেড করতে যেয়ে একাউন্ট শুন্য করে ফেলে। তবে সঠিক ভাবে স্কেলপিং করতে পারলে অনেক লাভবান হওয়া সম্ভব
-
আসলে সবাই বিভিন্ন ধরনের মাধ্যমে ইনকাম করতে চাই কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন ধরুন আপনি একটি শর্ট করছেন কিন্তু আপনার মার্কেটটি উপরন্তু ভাবে বিপরীত দিকে চলে গেল তখন আপনি একটি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন তাই আমি সবসময় ভুল বুঝে কখনো সট ট্রেড করবেন না সবসময় লং রেট কত শিখন তবে আপনি ভাল পারবেন নতুবা আপনি মার্কেটে একজন সাধারন লস ইন্না কারি হিসেবে প্রমাণিত হবেন।
-
স্কেল্পিন করে ট্রেড নেওয়া মোটেও উচিত নয়। তবে আপনি যদি রিস্ক নিতে চান তবে মি১ বা মি৫ স্কেল্পিন করে হয়তো দিনে ৫০-১০০ ডলার আয় করতে পারেন আর নতুবা বেলেন্স খালি করে পেলতে পারেন। তাই আমার মতে মানিমেনেজমান্ট করে ট্রেড করুন। প্রতি টি ট্রেডে টিপি আর স্টোপ লস ইউস করুন আর ধারাবাহিকতায় লাভ করুন।
-
স্ক্যাল্পিং ট্রেডিং করতে হলে ফরেক্সে অনেক বেশি দক্স হতে হয় করন সবাই স্ক্যাল্পিং ট্রেড করে প্রফিট করতে পারে না বরং অনেক বড় বড় লস করে থাকে স্ক্যাল্পি ট্রেড করার জন্য সেই সকল সময়ই পারফেক্ট যখন কারেন্সির মুভমেন্ট অল্প সময়ে অনেক বেশি হয়ে থাকে
-
স্কাল্পিং করে আয় করার জন্য আপনার প্রথমে প্রয়োজন প্রচুর অভিজ্ঞতা, স্কাল্পিং এর ক্ষেত্রে অনেকে উচ্চ লটে এন্ট্রি নেয় কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী খুব স্বল্প লটে ট্রেড করা উচিৎ কেননা আপনি যেকোনো সিস্টেম ব্যবহার করুন না কেন প্রতিটি সিস্টেমে আপনার শতকরা ৫০% ট্রেড প্রফিট আর ৫০% ট্রেড লস হবে, এটাই স্বাভাবিক, তাই একটানা ৫-৬ টা ট্রেড লসে আপনার মনোবল হারিয়ে যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে স্কেল্পিং এর মাধ্যমে মোটামুটি ভালো প্রফিট অর্জন করা সম্ভব,,, কিন্তু বেশি লোভ করলে চলবে না । ফরেক্স মার্কেটে স্কেল্পিং বলতে আমরা যেটা বুঝি তা হলো,,,,, শর্ট টাইমে ট্রেড ওপেন করে ৮-২০ পিপস লাভ করাটাকে স্কেল্পিং পদ্ধতি বলে । তার থেকে বেশি লাভ করাটাকে লং টাইম ট্রেড বলা হয়ে থাকে,,, ধন্যবাদ ।
-
স্কেল্পিং করে আপনি ট্রেড থেকে আয় করতে পারেন।তবে স্কেল্পিং এর মাধ্যমে ট্রেড করে আয় করতে গেলে রিক্স বেশি থাকে।আসরে সারা ফরেক্স ট্রেডিং ব্যবসায় অভিঙ্গ তারাই স্কেল্পিং করে আয় করতে পারে।না বুঝে করলে লস বেশি হতে পারে।
-
এটি খুব গুরুতর ভাসমান বিয়োগফলটি আপনি সেখানে পৌঁছেছেন, তাই আপনার পরিস্থিতি সম্পর্কে দুঃখিত ভাই, আমি মনে করি আপনার ব্যবসায়ের উপায়টিকে সিস নিকির আগের ব্যবসায়িক শৈলীর সাথে তুলনা করা যেতে পারে, বাণিজ্য হ্রাস করে তবে সোনার সাথে করা খুব ভাল নয়, সোনার মতো একটি বেয়ারিশ যাত্রায় যাত্রা হিসাবে, যদিও আগামী দিনগুলিতে সোনার পরিমাণ এখনও বাড়তে পারে তবে আমি আপনাকে আপনার ক্ষতিগুলি হ্রাস করতে এবং এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি, আপনার কাছে পর্যাপ্ত মূলধন ব্যয় করতে হবে যা দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারে, কারণ স্বর্ণ কোনও বুলিশ দেখায় না সাইন ইন করুন।