যেকোনো ধরনের ব্যবসাতেই লাভ লস থাকবেই। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব নয়। ফরেক্সও ঠিক তেমনই। এখানেও লাভ লস আছে, ট্রেড করতে গেলে আপনাকে লস মেনে নিতেই হবে। পরিস্থিতির শিকার হয়ে কিছু কিছু সময় লস ধরে রাখা হয়। আসলে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেই না। হয়তো মার্কেট ঘোরার আসায় আমরা লস পুষে রাখি। আমার মতে লস ধরে রাখা উচিত নয়।