-
ফরেক্স সম্পর্কে কিছু অপ্রিয় কথা রয়েছে।যেগুলো সত্য কিন্তু সবাই প্রায় পছন্দ করবে না।যেমন ফরেক্স বর্তমানে খুবই জনপ্রিয় কিন্তু কয়টা ট্রেডার নিয়মিতই প্রফিট করছে।শতকরা ৯৫%বিগেনার ট্রেডাররা লুসার।অনেকেই মনে করে ফরেক্সে টাকা ইনভেস্ট করলেই লাভ করা যায় । অনেক তাড়াতাড়ী বড়লোক হউয়া যায় । বেশি কস্ট করা লাগেনা এসব ধারনা সঠীক নয় ফরেক্স এ ভাল করতে হলে অনেক পড়াশোনা করতে হয় , অনেক কিছু জানতে হয় ।
-
আপনি কি পরিশ্রম না করেই আয় করতে চান তাহলে আপনার জন্য ফরেক্স নয়। যদি অল্প সময়ে পুজিপতি হতে চান তবে ফরেক্সে না আসায় ভাল। তাতে ব্যালেন্স জিরো হয়ে আপনার অর্থ হারানোর হাত থেকে বাচবেন।
-
ফরেক্স সম্পর্কে একেক জনের একেক মত হতেই পারে, তবে আমার মতে, কথাগুলো বলেছেন সবগুলোই যুক্তিসংগত কারন ফরেক্স কোন সহজ ব্যাপার না যতটা আমরা ধারনা করি।এটা অনেক জটিল একটা ব্যাবসা এবং বুজতে পারলে সেক্ষেত্রে আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে।এখানে সফল হতে হলে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে চুপচাপ বসে থেকে শুধু এন্ট্রি নিবেন আর লাভের আশা করবেন এরকমটা কখনোই নয়।এখানেও সফল হতে হলে আপনাকে সবকিছুই নিয়মমাফিক মেনে চলতে হবে।
-
এই পোস্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। এগুলো চিরন্তন সত্য কথা। ফরেক্স সহজ কিছু না। ফরেক্স ট্রেডিং করতে সবাই পারেন না। নতুনরা প্রায়ই লস করে বসে থাকেন। তাই আমি বলব ফরেক্স একটি কঠিন কাজ। না জেনে ফরেক্স এ আসা মোটেও ভাল হবে না। ফরেক্স ট্রেডিং করতে গেলে ভিত্তি থেকে উঠে আসতে হবে। তাহলেই আপনি ভাল কিছু আশা করতে পারবেন। ধন্যবাদ
-
অনেকে মনে করে যে ফরেক্স হলো এক টা জুয়া।ভাগ্যের উপর বিশ্বাস করে ট্রেড করে।মনে যা আসে তা করে ফরেক্স সম্পর্কে কোনো বেসিক ধারনা ছাড়াই। আসলে এরা ট্রেডার নয়। তারা ফরেক্স যে ভাবে আসে ঠিক আবার সেই ভাবে চলে যায় লস করে। যারা মনে করে দ্রুত বড় লোক হওয়ার জন্য ফরেক্স তারা কখনো সফলতা পাবেন না। আর যারা লোভ করে তারা বেশী দিন মারকেটে টিকতে পারে না। কারন ফরেক্স এ লোভের কোনো স্থান নেই।
-
ফরেক্স ট্রেডিং করতে সবাই পারেন না। নতুনরা প্রায়ই লস করে বসে থাকেন। তাই আমি বলব ফরেক্স একটি কঠিন কাজ। না জেনে ফরেক্স এ আসা মোটেও ভাল হবে না। ফরেক্স ট্রেডিং করতে গেলে ভিত্তি থেকে উঠে আসতে হবে। তাহলেই আপনি ভাল কিছু আশা করতে পারবেন।আমি মনেকরি ফরেক্স মার্কেট কে যদি টাকা বাননোর মেশিন মনে করে ট্রেডিং করলে লস হয়ে যাবে,তাই আমাদের এসব পরিহার করতে হবে যাতে আমাদের লস অনেক কমে যাবে।
-
ফরেক্স এ খুব অলস ব্যাক্তিরাই আসে যারা ভাবে শুয়ে শুয়ে টাকা উপার্জন করতে চাই পরিশ্রম ছাড়া । আর ফরেক্সকে অনেক সহজ মনে করে । কিন্তু একটা বিষয় ফরেক্স কে এতটা সহজ ভাবা কখনই ঠিক নয় । ফরেক্স মার্কেট থেকে আমরা যদি চূড়ান্ত পর্যায়ের কোন ফল পেতে চাই তাহলে আমাদের দরকার পরিশ্রম , আর লোভ ছাড়া ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া। আমরা যখন কোন একসময় এই মার্কেটে নিজেকে অভিজ্ঞ এক জন ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব তখন সফলতা আমাদের কাছে।
-
হ্যাঁ এ কথা সত্য যে ফরেক্স মার্কেটে লোভ করলেই লস করবেন এখানে হটাৎ এসেই ধনী হয়ে যাবেন এটা ভাবলে আপনার জন্য ফরেক্স নয়। স্বপ্ন দেখবেন কিন্তু ইমোশোনাল হয়ে ট্রেড করবেন না তাহলে কনোদিন সফলতা পাবেন না । ফরেক্স সম্পর্কে ভালো জেনে ট্রেডিং করুন তাহলে আপনি সফল হতে পারবেন।
-
অনেক সময় দেখা যায় যে ফরেক্স এ খুব অলস ব্যাক্তিরাই আসে যারা ভাবে শুয়ে শুয়ে টাকা উপার্জন করতে চাই পরিশ্রম ছাড়া । আর ফরেক্সকে অনেক সহজ মনে করে । এই মার্কেটে হুট করে এসেই আমরা যে রাতারাতি কিছু পেয়ে যাব তা কখনও সম্ভব না। ফরেক্স মার্কেট থেকে আমরা যদি চূড়ান্ত পর্যায়ের কোন ফল পেতে চাই তাহলে আমাদের দরকার পরিশ্রম , আর লোভ ছাড়া ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া।
-
আমিও মনে করি ফরেক্স মার্কেটে আমরা বিনা পরিশ্রমে কিছুই পেতে পারি না । এই মার্কেটে হুট করে এসেই আমরা যে রাতারাতি কিছু পেয়ে যাব তা কখনও সম্ভব না। ফরেক্স মার্কেট থেকে আমরা যদি চূড়ান্ত পর্যায়ের কোন ফল পেতে চাই তাহলে আমাদের দরকার পরিশ্রম , আর লোভ ছাড়া ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া। আপনার কথা একদম ঠিক আমরা ট্রেডিং করার জন্য আমাদের অনেক কিছু পরিহার করতে হবে,ভাল ট্রেডার হতে চাইলে লোভ পরিহার করতে হবে,আভার ট্রেডিং পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।ট্রেডিং করার সময় আমাদের মার্কেট মুভমেন্ট দেখে ট্রেডং করতে হবে।