ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! বেশীর ভাগ নতুন বা বিগেনাররা ফরেক্স মার্কেটে লস করে কারণ হল, শুরুতেই ট্রেড না বুজে রিস্ক নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, মানিমানেজমেনট না করা, ধৈর্য এবং স্ট্রাটেজি না মেনে ট্রেড করা, ডেমো অনুশীলন না করা এগুলোকে ফরেক্স এ লসের কারণ হিসেবে দায়ী করা যায়।