-
হ্যা আমি মনে করি ইসলামের দৃষ্টিতে ফরেক্স একটি হালাল ব্যবসা কেননা এতে লাভলোকসান দুটোই আছে। কারণ এটা কোন জুয়া খেলার মতো সিস্টেম না। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করেন এমনকি অধিক বেশি কৌশল, পদ্ধতি সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এতে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। আর জুয়া খেলা হচ্ছে আপনার ভাগ্য উপর নির্ভর করে কিন্তু ফরেক্স এমনটি নয় আপনি যত বেশি ফরেক্স সম্পর্কে শিখার চেষ্টা করবেন তত বেশি আপনি ফরেক্স থেকে ভাল কিছু অর্জন করতে পারবেন।
-
আমি বোলব ফরেক্স বেবশা অবশ্যই এক্তি হালাল বেবশা তার কারন হচ্ছে ফরেক্সের বেবশার সিস্টেম হল আপনি ফরেক্সে ফোরামে কাজ করে আপনাকে কোম্পানি যে ডলার দেবে তার ওপরে আপনাকে ট্রেড করে আরও ডলার ইনকাম করা শম্ভাব আপনি যদি ঠিকমতো ট্রেড করেন তাহলে অবশ্যই লাভ করবেন আর যদি ভুল করে ট্রেড দেন তাহলে অবশ্যই লচ হবে এই বেবশাই লাভ লচ দুটোই আছে এজন্যই এই বেবশা হালাল।
-
আমরা জানি ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল।
-
ফরেক্স মার্কেটে আমি বর্তমানে ডেমোতে ট্রেড করা শিখছি। এখনও রিয়েল ট্রেড করার রিস্ক নিচ্ছি না। তবে আমি মনে করি ডেমো এবং রিয়েল ট্রেড করার ক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল এবং রিয়েল ডলার ছাড়া আর কোন পার্থক্য না থাকলে দুটি ব্যাপারই একই। তবে আমি রিয়েল ট্রেড করাকে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বলব, ডমোতে তাদের লস করার ভয় ছিল না কিন্তু রয়েল ট্রেড করতে তাদের ভেতর শুধুমাত্র ভয় এবং শঙ্কার কারণে মানসিক বিপর্যস্ত হচ্ছেন ফলে ট্রেড করতে কিছুটা অসুবিধার সম্মুখিন হচ্ছে।
-
কেউ শখের বসে ফরেক্স করে না। ফরেক্স করার পেছনে সবার একটাই উদ্দেশ্য সেটা হলো ইনকাম করা। নিজেকে প্রতিষ্টিত করা। আমি ও ফরেক্স করতে এসেছি নিজেকে প্রতিষ্টত করতে, নিজের জীবনকে সাজাতে। আমি ও এখানে এসেছি আয় করতে। সুযোগ টা কাজে লাগাতে। কারন এই সুযোগ বারবার আসে না। আসবেও না।
-
ফরেক্স ব্যাবসায় দুভাবে একাউন্ট খোলা যায় একটা সুদমুক্ত আর একটা সুদযিক্ত।ইসলামিক সরিয়াতে আছে সুদ খাওয়া হারাম তাই আপনি যদি আপনার একাউন্ট হালাল করতে চান তাহলে আপনার একাউন্ট সুদ মুক্ত করুন। আর এমনিতেও আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খুলে হালাল ব্যবসা করা তাতে আল্লাহও খুশি হবেন আর আমাদেরও পাপ হবেনা।
-
আমরা জানি ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল।
-
হ্যা ভাই এই ব্যবসাটা একেবারেই হালাল একটা ব্যবসা। কেননা এখানে আপনি একদিনে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে প্রকৃতভাবে এই ব্যবসাটা জানতে ও শিখতে হলে কমপক্ষে তিনটা বছর প্রচুর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য নিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনাকে একটা সিস্টেম বানাতে হবে এবং সেই সিস্টেমটাকে প্রয়োজনে ডেবলাভ করতে হবে অর্থাৎ* প্রচুর খাঁটতে হবে, আর এভাবেই দেখবেন যে আপনার ৫ টা বছর অতিবাহিত হবে, তারপর আপনি একজন প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন। সুতরাং এটা ১০০% হালাল ব্যবসা বলতে পারেন।
-
অনেক কঠিন প্রশ্ন এবং এর উত্তরে মুফতিরাও দ্বিধান্বিত। তবে কিছু ব্যাপারে নির্দেশনা আছে । যেমন গোল্ড/স্বর্ণ কেনা বেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে উপস্থিত থেকে লেনদেন সম্পর্কে হাদিস আছে। তাই স্পট গোল্ড ট্রেড বাদে ফরেক্স হালাল হবার চান্স আছে। কিন্তু কেউ যদি সুচক কিনে/বেচে তাহলে তার ব্যবসাতে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে।
-
আমার মতে ফরেক্স ট্রেডিং একটি হালাল ব্যাবসা তার কারন হল অন্য ব্যাবসায়ে যেমন একজন বেক্তিকে বিনিয়োগ,সময় এবং শ্রম দিয়ে প্রফিট লাভ করতে হয় ঠিক তেমনি এখানেও বিনিয়োগের প্রযোজন হয় নিয়মিত ভাবে সময ব্যায় করতে হয় এবং মেধার ব্রাবহার করে নিয়মিত ভাবে মাকেৃট মূল্যায়ন করে তার পর এখান থেকে প্রফিট লাভ করতে হয়্ অন্যান্য ব্যাবসায়ে যেমন লাভ এবং লসের ঝুকি থাকে ঠিক তেমনি একানেও লাভ এবং লসের ঝুকি রয়েছে।