-
ফরেক্স এ কাজ করার মাধ্যমে বাংলাদেশ এর অনেক লোকের করমসন্থান হয়েছে।এখনো অনেক লোক কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে। তারা যদি এখানে কাজ করে তাহলে তারা অন্য কাজের পাশাপাশি এটা করে কিছু টাকা আয় করতে পারবে ঘরে বসে।তাই আমি ফরেক্স কে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ বলে মনে করি।
-
ফরেক্সে ট্রেডিং করার ক্ষেত্রে নেটওয়ার্ক প্রয়োজন তবে নেটওয়ার্ক খুব বেশি শক্তিশালী না হলেও ট্রেড করা যায় । বাংলাদেশে ইন্টারনেট গতি কচ্ছপ গতির কিন্ত তা সত্তেও আপনি লক্ষ্য করলে দেখবেন যে এদেশের একদল উদিয়মান তরুণ দল এসব বাঁধাকে পিছেনে ফেলে উন্নতি করছে । সম্প্রতি বাংলাদেশের ফ্রিল্যান্সিং রিপোর্ট তাই সাক্ষ্য দিচ্ছে । সমস্যার চেয়ে সম্ভাবনাটাকে বড় করে দেখুন তবে দেখবেন সমস্য তেমন একটা প্রভাব ফেলবে না । ফরেক্স ট্রেডিং অল্প গতির ইন্টনেটেও করা যায় ।
-
হাঁ, আমাদের দেশের ইন্টারনেটের যে গতি তাতে ফরেক্স ট্রেড করতে গেলে অনেক সময় নো কানেকশনের জ্বালায় ভাল ট্রেডও হাতছাড়া হয়ে যায়। আমাদের দেশে অনেক মৌলিক সমস্যা আছে। তার মধ্যে বেকারত্ত অন্যতম। ফরেক্স এর মাধ্যমে অনেকে স্বাবল্বি হতে পেরেছে। কিন্তু আমাদের সরকার কে এগিয়ে আসতে হবে কিন্তু আমাদের সরকার ফরেক্স এখনও এলাউ করে না যার জন্য আমদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
-
আমি ফরেক্স কে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ বলে মনে করি,কিন্তু বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর জন্য অনেক সমস্যায় পরতে হয়,কারন তাদের লাইনের অনেক সমস্যা থাকে অনেক সময় নেট কেটে কেটে যায় দেখা যায় সেই সময় অনেক ভালো ট্রেড পাইলেও করা যায়না।গ্রাম বাংলার মানুষরা ত ইন্টারনেট সার্ভিস পায়না তাই তারা ফরেক্স ব্যবসা করতে পারেনা।
-
বাংলাদেশ একটি উন্নয়ন শীল দেশ ।কিন্তু আমাদের অন্নতম হল বেকার সমস্যা, আর ফরেক্স বাংলাদেশ এর বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। কিন্ত নেটওয়াক কানেট একে বারেই দূবল । তাই আমরা ফরেক্স ব্যবসায়িরা অনেক ভালো জাগায় ট্রেড করতে পারিনা । এ বাংলার মানুষরা ত ইন্টারনেট সার্ভিস পায়না তাই তারা ফরেক্স ব্যবসা করতে পারেনা। তাই ফরেক্স কাজ করে দেশের উন্নয় করতে চাইলে ইন্টারনেট সার্ভিস ভালো করুন ।
-
ফরেক্স মার্কেট বাংলাদেশি দের জন্য সহায়ক বলা যায় কারন আমরা বাংলাদেশ থেকে বসে অনলাইনে কাজ করে অথবা ফরেক্স ব্যাবসা করে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি, তাই বলা যায় ফরেক্স বাংলাদেশের লোকজনের জন্য অনেক অগ্রনি ভুমিকা পালন করে।
-
ফরেক্স মার্কেট এ আমারা কাজ করে আমাদের জিবনে সফলতা অর্জন করতে পারি তবে এর জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করেতে হবে । ফরেক্স এর মত মার্কেট গুলুতে আমারা কাজ করে আমাদের যে একটা বেকারত্ব আছে আমারা তা দূর করতে পারি । বাংলাদেশ এ যে পরিমান জনশক্তি আছে তার সমান কাজ নাই। সেই জন্য মাই মনে ক্লরি ফরেক্সের মত মার্কেট গুলু আমাদের জিবনের উন্নপতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । ধন্যবাদ সবাই কে।
-
আমাদের মত দেসে ফরেক্স এর গুরুত্ত অনেক বেশি ।এটা কাজ করে আমারা আমাদের জীবন কে উন্নত করতে পারি । কারন আমারা যদি চাক্রির আশাই বসে থাকি দেক্লহা যাবে আমার লাইফ শেষ অথচ আমি চাকরি পেলাম না । এই জন্য আমি মনে ফরেক্স আমাদের জন্য অনেক গুরুত্ত পূর্ণ। এটার জন্য কোন মূলধন দরকার হয় না। বিনা পুজিতে আমার আয় করতে পারি । তবে আমাদের দেশে নেটওয়ার্ক বাবস্থা এতো ভালো নয় ।আমাদের এটা উন্নত করা উচিত।
-
আমাদের দেশে বর্তমানে ফরেক্স করার যথেষ্ট সুযোগ রয়েছে। নেট কানেকশন ততটা খারাপ নয়। বিশেষ করে যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা বিদ্যুতের কষ্ট কম ভোগ করেন। ফরেক্সের মত লাভজনক ব্যবসার জন্য ইচ্ছা করলে আমাদের সব কিছু গুছিয়ে নিতে পারি। সব হচ্ছে মনের ব্যাপার।
-
ফরেক্স মার্কেটে বাংলাদেসের জন্য ভাল কারন ফরেক্স মার্কেট একটি ভাল ব্যবসা এই ব্যবসা করে উন্নত করা সম্ভব তবে ফরেক্স মার্কেট বাংলাদেশে অনুমতি নাই সরকার অনুমতি এখন পর্যন্ত দেয় নাই তবুও ফরেক্স মার্কেট বাংলাদশ থেকে ফরেক্স করা জায় বাংলাদেশের অধিকাংশ লক বেকার তাই এই ফরেক্স করে দেকার সমসা কিছুটা সমাধান হয় ।