-
ফরেক্স মার্কেট এ কেউ লসের জন্য আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো আনাল্যসিস করে ট্রেড করুন।ফরেক্স মার্কেটে অতি দ্রুত ধনী হওয়ার চিন্তা করলে লস খেয়ে বসে থাকতে হবে । কেননা লোভ করা ধংসের মূল যদি ফরেক্স ব্যবসায লোভ করেন তাহলে আয় করা সম্ভব নয়। কিছুদিন ট্রেড করে পরবর্তীতে লাভ এর চেয়ে লস এর মাএা ই বেশি হবে। ফরেক্সে ভাল ফলাফল পেতে হলে অধ্যাবসায় করে এগিয়ে যেতে হবে ।
-
এরকম কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারণ পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। এখানে আমি লাভ করতে চাই। আবার ট্রেড না করলে লাভ করা যাবেনা। তাই লাভ করতে হলে ট্রেড করতে হবে। কিন্তু ট্রেড উলটাপালটা করলে হবেনা। উলটাপালটা ট্রেড মানেই আপনি লস ঘরে তুললেন। আর আপনি নিশ্চয়ই এখানে লস করতে আসেননি। তাই প্রতিটা ট্রেড নেয়ার আগেই ভেবে চিনতে ট্রেড নিন। ঠিক করুন কি করতে চান। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য টাকা আপনার যদি লস করতে চান তবে কার কি বলার থাকতে পারে।
-
ফরেক্স মার্কেটে সবাই আসে কিছু লাভ করতে । কেউ ই আমার মনে হয় না লস করতে চাইবেন । যদি মার্কেটের অবস্থা এমন হয় যে ট্রেড করলেই লস তাহলে ট্রেড করার দরকার নেই । রিস্ক নেওয়ার থেকে ভাল একাউন্ট বাচিয়ে রাখা। মার্কের অবস্থা খারাপ থাকলে ট্রেড না করা ভালো কারণ মার্কেটের অবস্থা সব সময় খারাপ থাকবেনা মার্কেটের অবস্থা ভালো হলে ট্রেড করা উচিৎ তাহলে লাভের সম্ভাবনা বেসি থাকবে বাকিটা আনার উপর নির্ভর করে।
-
অবশ্যই আমি এখানে লস করতে চাই না। এখানে আমি লাভ করতে চাই। আবার ট্রেড না করলে লাভ করা যাবেনা। তাই লাভ করতে হলে ট্রেড করতে হবে। কিন্তু ট্রেড উলটাপালটা করলে হবেনা। উলটাপালটা ট্রেড মানেই আপনি লস ঘরে তুললেন। আর আপনি নিশ্চয়ই এখানে লস করতে আসেননি। তাই প্রতিটা ট্রেড নেয়ার আগেই ভেবে চিনতে ট্রেড নিন। ঠিক করুন কি করতে চান।ভুল এনালাইসিস এর জন্য লস করে।নিজের উপর বিশ্বাস এর অভাবে মানুষ অনেক কিছু খেয়াল না করেই ট্রেড করে যার ফলে লস হলে ভেঙ্গে পরে এবং আবার ও ভুল ভুল ট্রেড করে যার ফলে সে লস এর লস করে। এই জন্য ট্রেডিং এর আগে লিজের উপর বিশ্বাস আনতে হবে।
-
ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। এই ধরনের পরিস্থিতি যদি ট্রেড করি তবে অনেক লস তাহলে আমি অবশ্যই সেদিন আর ট্রেড করব না । কারণ লস হওয়ার চেয়ে ট্রেড না করাই উত্তম । কেউ ট্রেড দেওয়ার সময় শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবে না যে আজ ট্রেড করে আমি অনেক লাভবান হবো। আশা করি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো।
-
ফরেক্স মার্কেট কাজ করে আমি অনেক টাকা আয় করতে চাই। কারন ফরেক্স মার্কেটে সবাই টাকার জন্যই আসে তারা অল্প সময়ে অধিক টাকা লাভ করার জন্য ফরেক্স মার্কেট নিয়ে কাজ করে। তাই আমার ও ইচ্ছা ফরেক্স নিয়ে কাজ করে করে টাকা আয় করা।ফরেক্স মার্কেটে অতি দ্রুত ধনী হওয়ার চিন্তা করলে লস খেয়ে বসে থাকতে হবে । কেননা লোভ করা ধংসের মূল যদি ফরেক্স ব্যবসায লোভ করেন তাহলে আয় করা সম্ভব নয়। কিছুদিন ট্রেড করে পরবর্তীতে লাভ এর চেয়ে লস এর মাএা ই বেশি হবে। ফরেক্সে ভাল ফলাফল পেতে হলে অধ্যাবসায় করে এগিয়ে যেতে হবে ।যখন সাইট ওয়াইজ মুভিং করে তখন ট্রেডিং থেকে বিরত থাকতে পারলে ভাল মার্কেটের মুভমেন্ট যখন ভাল থাকে তখন ট্রেড ওপেন করলে লাভের সম্ভাবনা বেশি থাকে । আমার চিন্তাভাবনা থাকে কিভাবে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যায় ।