-
প্রতেক বিজিনেস এর অংশ হয়ছে লাভ এবং লস,ব্যবসা করতে হলে আপনাকে লাভ এর যেমন সন্মূখীন হতে হবে,ঠিক আবার লস এর ও স্বীকার হতে হবে,আপনি কখনোই একটানা কনো ব্যবসা দিয়ে লাভ করতে পারবেন না,ফরেক্স একটি ইন্টারন্যাশনাল অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস করতে হলে আপনাকে প্রফিট এর পাশা পাশি লস এর ও স্বীকার হতে হবে,ফরেক্স মার্কেট এ একজন দক্ষ ট্রেডার ও তাদেরর প্রতেক এন্ট্রি তে লাভ করে থাকে না,ফরেক্স মার্কেট এর অনেক সময় ফান্ডামেন্টাল নিউজ এর কারনে অনেক বড় বড় মুভ নিয়ে থাকে,মারকেট এর আনপ্রেডিক টেবল মুভমেন্ট এর জন্য একজন ট্রেডার লস করে থাকে,আপনি যদি লস করে থাকেন তাহলে চিন্তা করলে হবে না,আপনাকে লস এর কারন বের করে লস রিকোভার করার চেষ্টা করতে হবে,ব্যস্ত হয়ে লস রিকোভার করতে যাবেন না,এতে আরো আপনি লস বাড়াতে পারেন,লস রিকোভার এর জন্য মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে,মার্কেট আপনাকে সুযোগ দিবে আর আপনার উক্ত সুযোগ এর কাজে লাগাতে হবে।
-
লসকে রিকভার করার অন্যতম উপায় হল নিজেকে লসের মধ্য ডুবিয়ে না রেখে যত বেশি লস করবেন তত বেশি নতুন কিছু শিখার চেষ্টা করা । আমি ফরেক্স মার্কেটে যারা লস করে তারা বেশিরভাগ সময়ে সেই লস থেকে শিক্ষা না নিয়ে বরং সেই লসের জন্য অনেক বেশি হতাশ হয়ে পড়ি । তবে এই হতাশা আমাদের কিছুই দিতে পারে না । তবে মানষিকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে । কিন্ত ফরেক্স মার্কেটে যত লস তত লস থেকে যদি শিক্ষা নিই একসময় দেখবেন আপনি যত ট্রেড করবেন তার অধিক ট্রেড লাভবান হবেন ।
-
যদি অনেক লস পড়ে যায় তবে আমার মতে লস বহন না করাই ভালো। আর যদি মার্কেট ঘোরার সম্ভাবনা থাকে তবে রেখে দিলেও সমস্যা নেই। আর না থাকলে ট্রেড ক্লোজ করে দিয়ে পজিশন বুঝে ট্রেড নিতে হবে । তখন লট বাড়িয়ে ট্রেড করলে সহজে রিকভার হওয়ার চান্স থাকবে। যেখান সেখান থেকে ট্রেড নিলে লস বহন করেই যাওয়া লাগবে। আমরা অনেক সময় ইমোশনে পড়ে যখন ট্রেড ক্লোজ করা উচিত তখন করিনা, আবার যখন উচিত না তখন করি।
-
প্রতিটা কাজেই লাভ এর পাশাপাশি লস থাকে এবং এটা মেনেই কাজ করতে হবে। আর ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে আরও বেশি ঝুঁকি আছে এখানে অনেক সময় বিভিন্ন নিউজের মাধ্যমে হঠাৎ করে মার্কেট এর উত্থান পতন ঘটে থাকে এবং লসের সম্মুখীন হতে হয় তবে এই লসকে রিকভার করেই এখানে টিকে থাকতে হবে। আর এ জন্য অবশ্যই আপনাকে মার্কেট এর অবস্থা বুঝে দক্ষতার সাথে কাজ করতে হবে তাহলেই সফল হওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়।ফরেক্স থেকে আপনি অবশ্যই বেশি আয় করতে পারবেন আর তার জন্য অাপনাকে অবশ্যই কিছু ট্রেডিং কেৌশল ভাল ভাবে আয়েত্ব করতে হবে। আপনার যদি প্রকৃত ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকে তা হলে আপনার অবশ্যই সেই ট্রেডিং কেৌশল জানা থাকবে আর তার আলোকে আপনি ফরেক্সে ট্রেড করে অনেক বেশি এখান থেকে আয় করতে পারবেন।
ফরেক্স থেকে আপনি অবশ্যই বেশি আয় করতে পারবেন আর তার জন্য অাপনাকে অবশ্যই কিছু ট্রেডিং কেৌশল ভাল ভাবে আয়েত্ব করতে হবে। আপনার যদি প্রকৃত ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকে তা হলে আপনার অবশ্যই সেই ট্রেডিং কেৌশল জানা থাকবে আর তার আলোকে আপনি ফরেক্সে ট্রেড করে অনেক বেশি এখান থেকে আয় করতে পারবেন।
আমরা লসকে ধৈর্য্যের সাথে রিকভার করব । যে এই ব্যবসা ধৈর্য্যের সাথে করতে পারবে সে অবশ্যই এই লসকে রিকভার করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা ও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।