যে কাজ ঘরে বসে করতে পারি সে কাজ স্বাধীনভাবে করা যায় সেই কাজ করার সুযোগ হয়েছে আমার তাইতো আমি মহা খুশি। ফরেক্স ট্রেড করে কত আয় হলো তা বড় কথা না এই কাজ করলে কেউ আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারেনা। আমি সবচেয়ে বেশি খুশি কারন আমি স্বাধীন পেশায় আছি।
Printable View
যে কাজ ঘরে বসে করতে পারি সে কাজ স্বাধীনভাবে করা যায় সেই কাজ করার সুযোগ হয়েছে আমার তাইতো আমি মহা খুশি। ফরেক্স ট্রেড করে কত আয় হলো তা বড় কথা না এই কাজ করলে কেউ আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারেনা। আমি সবচেয়ে বেশি খুশি কারন আমি স্বাধীন পেশায় আছি।
আমার বিগত ৬ বছরের ট্রেডিং পর্যালোচনা করে দেখেছি যে আমার লসের চেয়ে লাভের ট্রেডের সংখ্যাই বেশী এবং এখন পর্যন্ত আমি কোন অরথনইতিকভাবে ক্ষতির সম্মুখীন হইনি । তাই আমি আমার ব্যবসায়িক পারফরমেন্স নিয়ে অনেকটাই সন্তুষ্ট । আমি ফরেক্স ট্রেডিং নিয়ে খুভ খুশি কারন ফরেক্স ব্যবসা করতে যেমন কন নিসডিস্ট কন সময়ের প্রয়জন হয় না নিজের ইছামত করে ফরেক্স করা জায় ফরেক্স মার্কেট থেকে খুভ কম সময়ের মধে ফরেক্স মার্কেট থেকে আয় করা জায় জা অন্য কোন কাজ করে বা ব্যবসা করে করা সম্ভব না তাই ফরেক্স ট্রেডিং করে আমার খুভ ভাল লাগে এবং আমি খুভ খুশি।
ফরেক্স মার্কেটে কাজ করতে পেরে আমি খুশি কারন কম ইনভেস্ট ভাল আয় করা সম্বভ। আমার প্রথম দিকে লস ছিল এখন আস্তে আস্তে লাভ করতে পেরে নিজের কাছে বাল লাগছে। আর ফরেক্স টিকে থাকতে হলে অভিজ্ঞাতা নিয়ে কাজ করতে হয়।
আমি প্রথম যখন ফরেক্সে আসি তখন বাই সেল নেয়া বাদে তেমন কিছু জানতাম না। পরে আস্তে আস্তে অনেক বিষয়ই শিখতে পারি। প্রথমে লস করতাম বলে মজা পেতাম না। দুইবার একাউন্ট জিরো করে তো হতাশই হয়ে পড়েছিলাম। পরে হতাশা ঝেড়ে ফেলে ফরেক্স নিয়ে আবার লাগি। পরে বেশ প্রফিটও করতে পারি। এতে করে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে যথেষ্ঠই খুশি।
ফরেক্সে ট্রেড করতে পেরে আমি অনেক ভাল বোধ করি। আমি ট্রেড নিয়ে অনেক খুশি। মজার ব্যাপার হল ফরেক্স শুধু মাত্র বাই বা সেল কমান্ড করা নয় । এখানে ট্রেড করতে হলে নিজেকে অনেক পরিশ্রমি হতে হবে। তারপর মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। আমি অবশ্য প্রথম ৩ বার মোট ২০০ ডলার মত লস করেসিলাম । মনটা খুব খারাপ হয়র ছিল । ভেবে ছিলাম ট্রেড করা ছেড়ে দেব। তারপর আবার কিছু দিন ডেমো ট্রেড করা শুরু করলাম । এরপর থেকে কিছু কিছু লাভ করছি।
হ্যাঁ ফরেক্স নিয়ে আমি খুশি । কারন এখানে এসে আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি এবং এখান থেকে খুব সহজে আমি আয় কারার সুযোগ পাচ্ছি । আসলে ফরেক্স শিখার কোন শেষ নেই ইনশাআল্লাহ আমি ভবিষৎতে একজন সফল ট্রেডার হব ।
ফরেক্সে সামান্য কিছু লাভ করতে পারলে খুব খুশি হতাম, আবার কিছুক্ষন পর লস করলে মন খারাফ করতাম । কিন্তু এখন ফরেক্সে কিছু লাভ করে এতটা খুশি হইনা, যখন ফরেক্স সম্পর্কে আরও কিছু নতুন নতুন বিষয় শিখতে পারি তখনি বেশি খুশি হই । এখন প্রত্যেক মাসে লাভ করে যতটা না খুশি হই তার ছেয়েও বেশি খুশি হই যখন দেখি আমি এই মাসে লস করি নাই । কারন এখন আমি মনে করি যে ফরেক্সে বেশি লাভ করা আবার লস করার মাঝে সফলতা নয়, ফরেক্সে টিকে থাকাটাই সফলতা ।দুইবার একাউন্ট জিরো করে তো হতাশই হয়ে পড়েছিলাম। পরে হতাশা ঝেড়ে ফেলে ফরেক্স নিয়ে আবার লাগি। পরে বেশ প্রফিটও করতে পারি। এতে করে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে যথেষ্ঠই খুশি।
Last ten years i attach with forex trading, unfortunately, I'm not a regular trader. but I'm happy to trading here.
হ্যাঁ ফরেক্স ট্রেডিং করে আমি খুশি। শুরুতে এই মার্কেট থেকে তেমন কিছুই করতে পারিনি। ধীরে ধীরে ট্রেডিং সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কিছুটা হলেও প্রফিট করতে পারছি। এতদিনে আমার উপলব্ধি হলো ঠিক মানি ম্যানেজমেন্ট করে লোভ নিয়ন্ত্রণ ও ধৈর্যের সাথে ট্রেডিং করতে পারলে এই মার্কেট থেকে বিপুল পরিমাণে প্রফিট করা সম্ভব। ফরেক্স ট্রেডিং করে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম দরকার সম্পূর্ণ প্রফেশনাল এবং ব্যবসায়িক একটা মাইন্ড। তারপর আপনার ডেইলি রুটিন ঠিক করতে হবে। আপনার সাইকোলজি কেমন সেটা ঠিক করতে হবে, কারণ আপনার সাইকোলজি এর সাথে ট্রেডিং স্টাইল ম্যাচ না করলে আপনি ভুল ট্রেড করবেন। টোটাল বিষয়টা আয়ত্ত করার পরে আপনি কেমন প্রফিট আশা করেন তার ভিত্তিতে মানি ম্যানেজমেন্ট ঠিক করে রুলস ফলো করে কারেক্ট টাইমে ট্রেড করলে প্রফিট আসবেই।
অবশ্যই আমি ফরেক্স ট্রেডিং নিয়ে অনেক বেশি খুশি। যার কারণে বিগত দুই বছর ধরে আমি এই প্লাটফর্ম এর সাথে সংযুক্ত হয়েছে। ফরেক্স এর সুবিধা সম্পর্কে সকল মানুষ জানেন এবং জানে যে এটি আসলে কতটা জনপ্রিয় সারা বিশ্বজুড়ে। আমরা খুব সহজেই ফরেক্স এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারে যার ফলে সবাই সাধারণত ফরেক্স করে খুশি হয়। যে যেই অবস্থানে থাকুক না কেন এবং যেই কর্ম করুক না কেন তাকে তার কর্ম নিয়ে খুশি থাকাটা খুব বেশি দরকার। তাই যেহেতু আমি ফরেক্সে কর্মরত রয়েছি সুতরাং আমার ফরেক্সকে সবদিক দিয়ে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমানে আমি একজন ফোরাম পোস্টার। আমি নিজে আশা করছি যে আমি অনেক বড় ট্রেডার হতে পারব।তাই ফোরামের মাধ্যমে নিজেকে কিছু হলেও গড়ে তুলার চেষ্টায় আছি।