-
ফরেক্র মারকেট এমন একটি ব্যবসা যার কোন নিরদিষ্ট টাইম নাই। এই মারকেট থেকে লাভ করতে হলে দিনে ৮ ঘন্টা সময় দিতে হবে এর পিছনে । যারা দিনে বিভিন্ন কারণে সময় দিতে পারেন না তারা রাতে সময় দিবেন। ব্যবসার জন্য শেষ্ঠ সময় যদি দেখেন তা দেখতে পারেন forex economic calander দেখে আপনি শেষ্ঠ টাইম বের করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং এর জন্য শ্রেষ্ঠ সময় হল সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পযর্ন্ত । এটি বাংলাদেশ সময় অনুসারে । এছাড়া সকাল ৬ টা থেকে ১২ টা পযর্ন্ত ভাল সময় ট্রেডিং এর জন্য । বিশেষ করে যখন সেশন গুলো ওভার লেপিং থাকে ।
-
ফরেক্স ট্রেডিং এর জন্য শ্রেষ্ঠ সময় হল সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পযর্ন্ত । এটি বাংলাদেশ সময় অনুসারে । এছাড়া সকাল ৬ টা থেকে ১২ টা পযর্ন্ত ভাল সময় ট্রেডিং এর জন্য । বিশেষ করে যখন সেশন গুলো ওভার লেপিং থাকে ।
-
ফরেক্স ব্যবসা যদি ছাত্র জীবন থেকে শুরু করা যায় তবে এটি একটি লাভজনক ব্যবসা হবে এবং ছাত্রাবস্থায় পড়াশুনার পাশাপাশি এই কাজ করা হয় বলে ফরেক্স ট্রেড শিখতে সুবিধা হয়। ব্যবসা জীবনের শ্রেষ্ট সময় তখন, যখন আমরা ঐ ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন, ভাল ধারনা, ভাল অভিজ্ঞতা এবং ব্যবসা সম্পর্কে জানতে পারব। তখনই ব্যবসার জন্য শ্রেষ্ট সময়।
-
আপনি যে কোন সময় আপনার ট্রেড ওপেন করতে পারেন এই খানে কোন শ্রেষ্ঠ সময় বলতে কোন কথা নাই আপনি যে কোন সময় আপনার ট্রেড করতে পারেন তবে হা আপনি যদি নিউজ ফোল করেন তাহলে অনেক ভাল এই নিউজ এর জন্য আপনাকে সময় নির্বাচন করতে হবে যে মন দিনের বেলা আর রাতের বেলা
-
না। বিজনেস এর জন্য কন নিরদিস্ত সময় নেই। আছে শুধু টামমিং আর টামমিং ছাড়া কন বিজনেস হইনা তবে ফরেক্স এর টেড করার জন্য উপযুক্ত সময় সকাল ৫ থেকে দুপুর ১২ এবং সন্ধ্যা ৭ থেকে রাত ১২ পরযন্ত।
-
আমি মনে করি এইটা আসলে নির্ভর করে আপনার উপর আপনি কোন সময় ট্রেড করতে চান তবে আপনি যদি নিউজ টাইম এ ট্রেড করতে চান তাহলে আপনাকে ওই সময় টা ফলো করতে হবে আর আর যদি না চান তাহলে আনাল্যসিস করতে হবে তার পর আপনি ট্রেড করতে পারবেন।
-
ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময় হল যুবক বয়স অথবা ছাত্র জীবনে কারন ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি ফরেক্স র্মাকেটে ব্যবসা ভাল ভাবে শিখে করা সম্ভব । ফরেক্স র্মাকেট করতে গেলে কেনো নিদৃষ্টি বয়সসীমার দরকার হয় না । এ ব্যবসা টি পড়াশুনার পাশাপাশি র্পাটাইম হিসাবে করা যায় । ফরেক্স ব্যবসা ভাল ভা্বে করতে পরলে ভাল ইনকাম করা সম্ভব ।
-
আপনি নতুন হিসেবে আপনার অবসর সময়টুকু দিলেই যথেষ্ট। আপনার ভাল অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত ফরেক্স মার্কেটের প্রতিটি মুহূর্তই মূল্যবান ও কাজে লাগানো উচিত বলে মনে করি। আপনি যদি ভাল ট্রেড শিখেন তা হলে আপনার পছন্দ মত বিভিন্ন সেশনে ট্রেড করতে পারেন। আমি GMT 13.00 to 17.00 সময়টাকে বেশ পছন্দ করি।
-
ব্যবসার জন্য সঠিক সময় কখন টা বলা যাই না। যার যখন সুবিধা সে তখন ট্রেড ওপেন করতে পারে। যার মধ্যে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আছে সে নিউজ পরে বুঝতে পারবে ব্যবসায় কোন টাইম টা নেওয়া যাই।