-
ফরেক্স কোন খেলা নয়, এটা একটি পেশা। ফরেক্স যদি খেলা হত তাহলে এটাকে আমরা জুয়ার সাথে তুলনা করতে পারতাম। কিন্তু জুয়াতে পুরপুরি ভাগ্যের উপর নির্ভর করতে হলেও , ফরেক্স এ শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করতে হয় না। পৃথিবীর সর্ব বৃহৎ অর্থনৈতিক বাজার হল ফরেক্স। পৃথিবীর অনেকগুলো দেশের মানুষ ফরেক্স এ ট্রেড করে অর্থনৈতিকভাবে সাবলম্বি হচ্ছে । ফরেক্স কে পেশা হিসেবে বেছে নিতে হলে আমাদের যথাযথ নলেজ অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে, এছাড়াও পৃথিবীর ভিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পরকেও আমাদের জানতে হবে । আর এভাবেই কঠোর পরিশ্রম আর সাধনার মাধ্যমেই আমাদের অভিজ্ঞতা অর্জন করে ফরেক্সকে একটা সফল পেশা হিসেবে গ্রহন করা সম্ভব ।
-
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক বিজনেস হচ্ছে ফরেক্স। যারা পেশা বা বিজনেস হিসেবে ফরেক্স কে বেছে নিয়েছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফরেক্স কারণ এটা দিয়ে অনেকের জীবিকা নির্ভর করে। স্বল্প মূলধনে অল্প সময় নিজের ক্যারিয়ার গড়ার জন্য ফরেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরেক্স কে খেলা হিসেবে গ্রহণ করে তারা অল্প সময় এখান থেকে ঋরে পড়ে যায়। তাই ফরেক্স কে খেলা হিসেবে গ্রহণ করবেন না। ফরেক্স আপনার অর্থনীতিতে চাহিদা মেটাবে এবং আপনার জীবন কে সুন্দর ও সচ্ছল করে তুলবে। তাই আমি অনেক জোর দিয়ে বলতে চাই ফরেক্স কোন খেলা নয়। এটা অবশ্যই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যবসা বা পেশা।
-
আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুবির্ষহ করে তোলে।
ফরেক্স বড়মানের একটা বিজনেস। এখানে হাজার মানুষ কাজ করে। অনেকে পারটাইম কাজ করে আবার অনেকে পেশা হিসেবেও কাজ করে।এটা কোন খেলার বিষয় নয়।যারা এবিষয়ে ভালো জানেনা তাদের কাছে খেলা মনে হতে পারে।তবে সবখেলা কিন্তুু সহজ না।খেলতে গিয়ে দেখেন কত কঠিন তা।
ফরেক্সকে খেলা ভাবার কোন কারন নেই অাপনি যদি আপনার দেশের শেয়ার মার্কেটকে খেলা মনে না করেন তাহলে একেও খেলা ভাবা ঠিক হবে না। ফরেক্স মার্কেটের কিছু চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার রয়েছে যাদের দামের পরিবর্তন প্রতিটি মূহর্তই হয়ে থাকে অার এই কারনে অনেকেই একে গেম বা খেলা মনে করে আসলে এই পরিবর্তনটা আপনার আমার মত অনেকের চহিদার কারনেই হয়ে থাকে।
-
যারা ফরেক্স কে খেলা মনে করে তারা ফরেক্স থেকে ভালো কিছু পাবে না কেননা ফরেক্স এর একটি উৎস। তাই ফরেক্স এর প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। ফরেক্স মার্কেট খুব বেশি পরিবর্তনশীল তাই এটাকে খেলা মনে না করাই উত্তম। আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই ফরেক্সকে খেলা মনে করা যাবে না। কেননা ফরেক্সে লাভ লোকসানের একটা ব্যাপার রয়েছে।
-
ফরেক্স নিঃসন্দেহে এটি একটি পেশা, যেখানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ কাজ করে আসছে, শুধু তাই নয় এটাকে পেশা হিসেবে নিয়ে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করে তারা তাদের আর্থিক অবস্থা কে উন্নতি করার পাশাপাশি জীবনকে সুন্দর ও সাফল্যময় করে তুলেছে। তাই এটাকে খেলা হিসাবে নেয়ার কোন অবকাশ নেই, কেননা যারাই ফরেক্স কে খেলা হিসেবে নিয়েছে তারা কেউই এখান থেকে সফলতা অর্জন করতে পারেনি বরং তাদের ব্যালেন্স হারিয়ে এখান থেকে সরে গিয়েছে। তাছাড়া ফরেক্সে ব্যবসা করা টা এতটাই সহজ নয় এখানে ব্যবসা করতে হলে ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হয়, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও মুদ্রার সম্পর্কে ধারণা রাখতে হয়, ধৈর্য সহকারে সময় দিয়ে কঠোর পরিশ্রম করতে হয়। এবং তারপরেই এখান থেকে আয় করা সম্ভব হয়। অন্যদিকে ফরেক্স কোন জুয়ার প্রতিষ্ঠান না যে এখানে আপনি যেমন খুশী খেললেন আর ভাগ্যের উপরে নির্ভর করলেন। তাই কোনভাবেই কোন দিক থেকেই ফরেক্স কে খেলা বলা যায় না। এজন্য বলব ফরেক্স ক খেলা হিসেবে না নিয়ে একটা পেশা হিসেবে গ্রহণ করুন তবেই ফরেক্স আপনার অর্থনৈতিক অনটন দূর করে আপনার জীবনকে সুন্দর করে তুলবে।
-
ফরেক্স মারকেট একটি পেসা বলা জায় একটি একটি ব্যবসা ফরেক্স ব্যবসা করতে হয় এখানে ব্যবসা করার জন্য অনেক ভাল করে জানার পর শেখার পর ফরেক্স মারকেটে ব্যবসা করার জন্নইনভেস্ট করতে হয় তারপর ফরেক্স মারকেটে ব্যবসা করা জায় ।
-
ফরেক্স মার্কেট কোন খেলা না কারন ফরেক্স মার্কেট একটি ব্যবসা এই ব্যবসাকে কেউ কেউ পেশা হিসাবে বেছে নিয়ে থাকে তাই ফরেক্স মার্কেট কে কোন সময় খেলা বলা জায় না কারন ফরেক্স মার্কেট ব্যবসা করতে হয় এখানে ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করে ব্যবসা করতে হয় তারপর ফরেক্স অভিজ্ঞতার মাধ্যমে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হয় ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা লেন-দেন এর মার্কেট ।এখানে যারা যারা কাজ করে আসছেন তাদের বেশির ভাগই কাজ তা পেশা হিসেব এ নিয়েছেন ।কিন্তু কিছু কিছু বেতিক্রমি ট্রেডাররা আছে ,যারা এটাকে পেশা হিসেব এ নয় ।খেলা হিসেব এ নিয়েছেন ।যা মোটেও যথার্থ নয় ।এটাকে খেলা হিসেব এ ভাবলে তা ভুল হবে ।এটাকে পেশা হিসেব এ নিতে হবে ।
-
আমার মতে, যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়, সেহেতু ফরেক্স মার্কেটের ট্রেড করা হল পেশা । এটা কোন খেলা নয় । আর অনেকে আবার ট্রেড করার সময় নিজের অনুভূতি হিসাবে বলে থাকে আজ ফরেক্সে মার্কেটে খেললাম । আসলে এটা কোন কথা হল । ফরেক্স মার্কেট হচ্ছে একটা ব্যবসা । এটা কোন খেলা নায় । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ লস হয়ে থাকে । কিন্তু এটা কোন জুয়াড়ি খেলা নয় যে এখানে হার জিত থাকবে । ফরেক্স মার্কেটের ট্রেড করতে হয় নিজের অবিজ্ঞতা লাগে ।
-
ফরেক্স যেহেতু একটি ব*্যবসা, সেহেতু এটা পেশাও বটে। এই পেশাতে ধনী ব*্যক্তিরাই জড়িত।