সবাই লস করে বলে যে আপনিও লস করবেন এমন কোন কথা নেই। কিন্তু বেশিরভাগ ট্রেডারই নতুন ট্রেড শুরু করার পর কিছু কমন ইমোশনাল স্টেজের মধ্যে দিয়ে যায় বলেই তারা লস করে বসে। এর মধ্যে প্রধান ৩টি কারণ রয়েছে যে কারণে বেশিরভাগ ট্রেডার তাদের ১ম ডিপোজিট লস করে।
১. খুব দ্রুত রিয়েল ট্রেডে চলে আসা
২. টিকে থাকার জন্য ট্রেড না করা
৩. অন্ধভাবে সিগন্যাল অনুসরন করা এবং রিভেঞ্জ ট্রেডিং