-
ট্রেডাররা লস করে এটা ট্রেডিং শুরুর প্রথম ১-৬ মাসের মধ্যে হয়ে থাকে। কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না, অভিজ্ঞতার অভাব,সিগন্যালের ওপর নির্ভরশীলতা,উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা, নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা।
-
ফরক্স মার্কেট লস করার জন্য বিভিন্ন কারন হতে পারে তা হল ফরেক্স মার্কেট আনাল্যসিস না করে ট্রাড করা , ফরেক্স মার্কেট ভাল করে না সিখে ট্রাডিং শুরু করা , ফরেক্স মার্কেট উদ্দেশ বিহিন ট্রাড করা । ফরেক্স মার্কেট রাড করার সময় ইমতিওনাল হয়ে যাওয়া । ফরেক্স মার্কেট দক্ষতার অভাব । অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রাড করা জা ফরেক্স মার্কেট করা সম্পরন বুকামি । ট্রাড নিয়ে বেশি উদাসিহিন থাকা ।
-
আমি মনে করি, লসের মূল কারন হল অভিজ্ঞতার অভাব, মানি ম্যানেজমেন্ট বা অন্যান্য কিছুর আগে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারন হল আমি যদি মাথা গরম করে ক্রিকেট খেলি তাহলে আমি আউট হয়ে জাব। কিন্তু যদি ডি বিলিয়ারস মাথা গরম করে ব্যাট করে তাহলে অই ওভারে ২০ রান + থাকবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবেই। কারন লস লাভ দিয়েই ফরেক্স মার্কেট। তবে আমরা যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে ফরেক্স মার্কেট থেকে আমরা আয় করতে পারবো। আর আমাদের লস কম হবে। আমাদের উচিৎ ট্রেড করার আগে ভালভাবে মার্কেট দেখে ট্রেড করা। আর ট্রেড করার সময় বেশি ঝুঁকি না নেওয়া।
-
লসের কারন অনেক গুলা।
জার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন হল না বুজে ট্রেড করা আবেগ দিয়ে মার্কেট বিবেচনা করা।
তারা হুরা করে ট্রেড করা। এনালাইসিস বিহীন ট্রেড করা ইত্যাদি।
-
ফরেক্স এ লস অনেক কারনে হতে পারে। যেমন ভুল ট্রেড করার জন্য হতে পারে ফরেক্স সম্পর্কে কম জানা কম শেখা ও কম অভিজ্ঞতার জন্য হতে পারে আর একট লসের কারন হলো এন্ডিকেটর মাঝে মাঝে ভুল সিগনাল দেয় আর আমরা ঐই সিগনাল অনুযায়ী ভুল ট্রেড করে থাকি ফলে আমাদের লস হয়। তাই আমাদের সবার উচিত ফরেক্স সম্পর্কে আরও জ্ঞান ও ধারনা বৃদ্ধি করা এবং প্রতিটি ট্রেড করা আগে ভেবে চিন্তে ট্রেড করা।
-
ফরেক্স ব্যাবসায় আমাদের লস করার এক মাত্র কারন হল আমাদের দক্ষতার অভাব রাগ এবং লোভ। এই তিনটা বিষয়ান্তর কারনেই আমরা ফরেক্স ব্যাবসায় লস করি। আসলে ফরেক্স ব্যাবসা করতে হলে আমাদের দক্ষতা বানাতে হবে এবং রাগ লোভ চিরতরে দুর করতে হবে। তবেই আমরা এখানে লসের হাতে থেকে মুক্তি পাব
-
লসের মূল কারণ না বুঝে ট্রেড করা। বেশিরভাগ ট্রেডাররা ডেমো একাউন্ট ছাড়াই ট্রেড করে ফলে তারা লসের সম্মুখীন হয়।
-
আমি মনে করি লস করার প্রধান কারন হল ফরেক্স মার্কেট সম্পর্কে
অবিজ্ঞতার অভাব , দক্ষতার অভাব , এবং আবেগের
কারনে ট্রেড করা এ সকল বেপারে সচেতন হতে
পারলে আমরা আমাদের লস কে প্রতিরোধ করতে
পারব । লস কমাতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করা প্রযোজন। বলে আমি মনে করি।
-
এই মার্কেটে সবারই কমবেশি লস হয়। লসগুলো ভিবিন্ন ভুলের কারনে হয়ে থাকে। আমরা আমাদের ভুল গুলো শুধ্রাতে হবে এবং নিজের উপর আত্নবিশ্বাস আনতে হবে। তাহলে লস কমানো সম্ভব হবে।