শর্ট টাইম ট্রেডিং এর মাধ্যমে মার্কেট এর মুদ্রার দাম উঠা নামাটা যতটা না উপলদ্ধি করা যায় লং টাইম এ তার থেকে বেশি বোঝা যায় ও লাভ লস এর পার্থক্য বোঝা যায়। কারেন্সি এর আপডেট বোঝার জন্য লং টাকম ট্রেডিং ই ভাল।
Printable View
শর্ট টাইম ট্রেডিং এর মাধ্যমে মার্কেট এর মুদ্রার দাম উঠা নামাটা যতটা না উপলদ্ধি করা যায় লং টাইম এ তার থেকে বেশি বোঝা যায় ও লাভ লস এর পার্থক্য বোঝা যায়। কারেন্সি এর আপডেট বোঝার জন্য লং টাকম ট্রেডিং ই ভাল।
ফরেক্স বিজ্ঞাপনে আপনার একসাথে কাজ করার দরকারের অফারটিতে, আপনাকে ফরেক্সের শোকেসের আদান-প্রদানের মাধ্যমে কার্যকর হতে পারে এমন লক্ষ্যটির সাথে ফরেক্স সম্পর্কে প্রচুর চিন্তাভাবনা এবং তথ্য পেতে হবে। যে ব্যক্তিরা ফরেক্স মার্কেটে দুর্দান্ত চুক্তি করে এবং যাদের ভাগ্য ভাল তারা ফরেক্স বিজ্ঞাপনের বিনিময়ে সংক্ষিপ্ত সময়সীমার কাজ করে। আরও কি, ফরেক্স বিজ্ঞাপনে নতুন ব্যক্তি এবং চিন্তাভাবনায় কম সংস্থান স্থাপন করে সেই ব্যক্তিরা দীর্ঘ সময়ের জন্য ফরেক্স শোকেসে বিনিময় করবেন। অন্যথায়, তিনি ফরেক্স শোকেসে 5% হারাবেন। সুতরাং ফরেক্স বিজ্ঞাপনটি বেশ কিছু সময়ের জন্য বিনিময় করা আপনাকে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে এবং কার্যকর হওয়ার অনুমতি দেয়। যে ব্যক্তিরা নতুন নন বা ফরেক্স মার্কেটে বয়স্ক ব্যক্তিরা একইভাবে ঘটনাক্রমে দীর্ঘ সময় বিনিময় করা উচিত।
পরিস্থিতিতে আপনি সংক্ষেপে আসতে চান। এটি বক্তৃতাপূর্ণ শোনায়, তবুও যে ব্যক্তিরা কার্যকর হওয়ার বিষয়ে মজা করছেন না, ব্যবসায়ী সহ তাদেরও এই শব্দগুলি পাথরের লিখিতভাবে অনুসরণ করা উচিত। যে কোনও ব্যবসায়ী যিনি ধারাবাহিকভাবে নগদ আনেন তাদের জিজ্ঞাসা করুন এবং তারা সম্ভবত আপনার কাছে দুটি বিকল্প থাকতে পারে তা প্রকাশ করবে: 1) দক্ষতার সাথে একটি রচিত বিন্যাস অনুসরণ
ফরেক্স মার্কেটে শর্ট টার্ম ও লং টার্ম উভয়ভাবে ট্রেড করেই মুনাফা অর্জন করা যায় । তাই কেউ লং টার্ম ট্রেডিং করে আবার কেউ শর্ট টার্ম ট্রেডিং করে । লং টার্ম ট্রেডিং এ ঝুকি কম এবং লাভ একটু বেশি তেমনি আবার শর্ট টার্ম ট্রেডিং এ ঝুকি বেশি তবে লাভ শর্ট টার্ম ট্রেডিং এর চেয়ে অনেক বেশি । তাই আসলে ট্রেডাররা মার্কেট এর অবস্থার উপরে বিবেচনা করে ট্রেডিং করে থাকে ।
, একজন ট্রেডারের দীর্ঘ সময় ট্রেড করার পদ্ধতি অনুসরন করা উচিত কারন অল্প সময় ট্রেডে অথবা স্ক্যাল্পিং করে হয়ত কিছু টাকা লাভ করা যায় কিন্তু অল্প সময়ের ট্রেডে একজন ট্রেডার ফরেক্সের মূল বিষয়গুলো কাজে লাগাতে পারে না যার কারনে একজন ট্রেডার তার দক্ষতাকে বাড়াতে পারে না তাই অল্প সময়ের ট্রেডিং থেকে দীর্ঘ সময়ের ট্রেডিং অনেকটা ভাল।
ফরেক্স এ লং ট্রেড অনেক ভালো এবং সুবিধাজনক এতে লাভ করার সম্ভাবনা বেশি থাকে এবং অ্যাকাউন্ট ঝুঁকির সম্মুখীন কম হয়। তবে অনেক ধৈর্য্য নিয়ে লং ট্রেড করতে হয়।বিপরীতে শট ট্রেড করলে ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে এবং খুব অল্প সময়ে আপনি লাভবান হতে পারেন। আমার মতে লং ট্রেড ভালো কারণ সে ক্ষেত্রে সব দিক দিয়েই আপনি আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এবং ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন।
শর্ট টাইম ট্রেডিং এর চেয়ে লং টাইম ট্রেড বেশি কার্যকর এতে লস হবার সম্ভাবনা কম থাকে। তবে কম মুলধন নিয়ে লং ট্রেডিং করা সম্ভব হয় না সেক্ষেত্রে ছোট ছোট লটে শর্ট ট্রেডিং করাই ভালো। তবে যেভাবেই ট্রেড করেন না কেন মার্কেট বুজেশুনে ট্রেড করতে হবে আর ব্যালেন্স কম হলে যত কম ট্রেড করা যাবে ততই ভালো হবে। তবে অবশ্যই ব্যালেন্সের দিকে তাকিয়ে সেই হিসেবে সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেট এ ২ ভাবে ট্রেড করা যাই এক লং টাইম ট্রেডিং অন্য টি হয়ছে শর্ট টাইম ট্রেডিং,আমি সাধারণত লং টাইম এ ট্রেড করে থাকি,কারন মার্কেট ৮০ পারসেন্ট লং টাইম ফ্রেম এর দিক অনুসরন করে থাকে,শর্ট টাইম ট্রেডিং আমার কাছে বেশি রিস্কি মনে হয়ে থাকে,তাই আমি লং টাইম এ ট্রেড করতে পছন্দ করি।
ফরেক্স মার্কেট এ শর্ট টাইম বা লং টাইম এই দুই ভাবেই ট্রেড করা যায় । তবে এটা নির্ভর করে ট্রেডারের দক্ষতার উপর । কারন একজন দক্ষ ট্রেডার চাইলেই তার অভিজ্ঞতা দিয়ে অল্প সময়েই ফরেক্স মার্কেট এ ট্রেড দিয়ে লাভবান হতে পারে । আবার নতুনদের জন্য এটা উল্টা হতে পারে । নতুনরা একটু বেশি সময় নিয়ে সব কিছু ভালভাবে বুঝে তারপর ট্রেড দিতে পারে । তাই শর্ট বা লং টাইম এটা ট্রেডারের দক্ষতার উপর ভিত্তি করে ট্রেড দেয়া হয়ে থাকে ।
ফরেক্সে আপনি লং ও শর্ট ট্রেড দুটোই করতে পারেন । তবে শর্ট ট্রেডের জন্য নিজের জ্ঞানটা বেশী দরকার হয়। এবং মার্কেটে বেশি পরিমানে সময় দিতে হবে । আর ব্যালেন্স ৫০ ডলার হলে তো একেবারেই লং এ যাও্রয়া ঠিক হবে না । লং ট্রেডের জন্য মিনিমাম ১০০০ ডলার থাকতে হবে। এবং আপনার লট হবে ০.০১। আশা করি আপনারা ও আমার সাথে একমত হবেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
ধন্যবাদ ।