বেশি ট্রেড ওপেন করতে,প্রথমে আপনাকে যে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে,তাহলো আপনার ক্যাপিটাল।অর্থাৎ আপনার একাউন্টে মূলধনের পরিমাণ কত এবং সেইসাথে আপনার মার্জিন লেভেল কত। কেননা আমার মতে ঝুঁকি বিহীনভাবে ট্রেডিং করতে, ও একাউন্ট নিরাপদে রাখতে, মার্জিন লেভেল সচরাচর 30 থেকে 40 শতাংশের নিচে নামানো উচিত নয়।তাই অ্যাকাউন্ট ক্যাপিটাল এবং মার্জিন লেভেলের দিকে খেয়াল রেখে, আপনি নিরাপদে ট্রেডিং করতে পারেন।