-
ফরেক্স হচ্ছে ঘরে বসে বিদেশী কারেন্সির বেচাকেনা করা। এতে আপনার এক ধরনের কারেন্সি ইনভেসট করে বিভিন্ন কারেন্সি ক্রয় ও বিক্রয় করতে পারবেন। এ জন্য আপনাকে কিভাবে কারেন্সির মুল্য বাড়ে বা কেন বাড়ে, এটা জানতে হবে। তাই ফরেক্স কে পেশা হিসেবে নেয়ার আগে নিজেকে তৈরি করতে হবে।
-
ফরেক্স আন্তর্জাতিক পর্যায়ের একটি অনলাইন ব্যবসায় মাধ্যম। এই মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বর্তমান সময়ে এই মাধ্যমে অনেকেই কাজ করছে। এবং ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ফরেক্স বাজার.... ধন্যবাদ।
-
ফরেক্স হলো একটি আন্তজার্তিক মুদ্রা বাজার।ফরেক্স হলো
ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের সব থেকে বড় এবং জনপ্রিয় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের বিস্তৃতি এখন সারা পৃথিবীব্যাপী এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা বলার অপেক্ষা রাখে না। ফরেক্স মার্কেটে প্রতিদিন কয়েক বিলিয়ন কারেন্সি লেনদেন হয়ে থাকে যা পৃথিবীর সবথেকে বৃহদায়তন এর লেনদেন বললে কোনভাবেই ভুল হবেনা। অনলাইন এক্সেস সুবিধা থাকার ফলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই মার্কেটে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। ফরেক্স মার্কেটের পরিধি এত বেশি বিশাল যে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই এই মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে না ফলে কোন নির্দিষ্ট দেশের মুদ্রা বাজারের সঙ্গে ফরেক্স মার্কেটে তুলনা করা যাবে না লোকাল মুদ্রাবাজার গুলোকে চাইলে সে দেশের সরকার বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সহজেই মেনুপুলেট করতে পারে কিন্তু ফরেক্স মার্কেট কোন ব্যক্তি গোষ্ঠী বা সরকার দ্বারা কোন ভাবেই মেনুপুলেট হয় না কেবলমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফরেক্স মার্কেট ম্যানুপুলেট হয়ে থাকে।
-
ফরেক্স হয়ছে একটি আন্তর্জাতিক অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস এ বিভিন্ন দেশ এর কারেন্সি বাই সেল ক্রয় বিক্র*য় করা হয়ে থাকে,তাছাড়া এই খানে ওয়েল,গোল্ড,সিলভার ট্রেড করা হয়ে থাকে,ফরেক্স বর্তমান সময়ের সব থেকে বড় ম্যানি মার্কেট প্লেস,এই প্লেস এ প্রতেক দিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বাই সেল হয়ে থাকে।
-
ফরেক্স হলো অান্তর্জাতিক মুদ্রা লেন-দেনের ব্যাবসা, যেখানে বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করা হয় এবং এই ফরেক্স মাের্কটে ব্যাবসা করে অনেক লাভ করা যায় আবার লস ও হয়। ফরেক্স ব্যাবসা অনেকটা শেয়ার ব্যাবসার মত কিন্তু শেয়ার মাের্কট এর চেয়ে ফরেক্স মাের্কট ২৫ গুন বড় এবং ফরেক্স মাের্কটে সুবিধাও বেশি
-
ফরেক্স হল আমাদের আয় করার জন্য সব থেকে সহজ মাধ্যম এই মার্কেট থেকে আমরা অনেক সহজেই মার্কেট হতে বাই সেল করে আমরা ট্রেড করে লাভ করতে পারি ফরেক্স করার জন্য আমাদের কে বেশী করে সব সময় ফরেক্স শিখে যেতে হবে তবেই আমরা এখানে সফলতা লাভ করতে পারব ।
-
ফরেক্স একটি আন্তজাতিক বাজার। এখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে অথ আয় করা হয়।এখানে দাম বাড়লে এবং কমলে লাভ করা যায়।এই মাকেটে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে।শনি ও রবি বারে মাকেট বন্ধ থাকে।
-
ফরেক্স বলতে মুলত বোঝাই ফরেন এক্সচেঞ্জ। ফরেক্স এ বিভিন্ন দেশ এর মুদ্রা নিয়ে বিজনেস করা হয়। ফরেক্স একটি ইন্টারন্যাশনাল বিজনেস। ফরেক্স মার্কেট এ পৃথিবীর সব দেশ এর মানুস বিজনেস করে। ফরেক্স এর মাধ্যমে অনেক টাকা আয় করা সম্ভব। আমার মনে হয়, ফরেক্স অনেক ভালো একটা বিজনেস। কারণ এত সুবিধা অন্য কোন বিজনেস এ আপনি পাবেন না।
-
ফরেক্স হল ইন্টারন্যাশনাল শেয়ার বাজার যেখানে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা হয় । ফরেক্স এর মাধ্যমে সহজে টাকা আয় করা যায় । এটা কঠিন কিন্তু অনুশীলনের মাধ্যমে সহজ হয় । এই বাজার এতই বড় যে কোন ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান বা কোন দেশ এটি পরিচালনা করতে পারে না ।
-
ফরেক্স হলো স্টক মার্কেট এর মতই একটি বেবসা যেখানে আমরা বিভিন্ন দেশের কারেন্সি ট্রেড করে টাকা উপার্জন করতে পারি ফরেক্স মার্কেট এর কিছু ভিন্ন বৈশিষ্ট রয়েছে যার জন্য ফরেক্স মার্কেট সবার কাসথেকে একটু আলাদা ফরেক্স মার্কেট এ দামের উঠা কিংবা নামা দুই দিকেই ট্রেড করে টাকা উপার্জন করতে পারেন এটাই হচ্ছে ফরেক্স মার্কেট এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট যা আমাদেরকে অনেক সহজেই টাকা উপার্জন করতে সাহায্য করে