-
এখানে আমরা মুলত কয়েকটি দেশের মুদ্রা নিয়ে ট্রেড করে থাকি। আর এই ফরেক্স মার্কেটের সুবিধা স্টক মার্কেট কিবা শেয়ার মার্কেটের চেয়ে বেশি। ফরেক্স মার্কেটে আমরা সব দিকে ট্রেড করতে পারি। যদি মুদ্রার মান উপরে যায় কিবা নিচের দিকে যায় আমরা কিন্তু আমাদের নলেজ দ্বারা বাই এবং সেল এ ট্রেড করে থাকি যা শেয়ার মার্কেটে নেই। তবে ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে আমাদের একটু সময় দিতে হবে , ধৈর্য্য ধরতে হবে এবং ডেমো করা ভালো।
-
ফরেক্স এ নিউজ এর সুময় কারন এই সময়ে মার্কেট এর গতি থাকে অনেক এবং আমি স্টপ লস দিয়ে ট্রেড ছেরে দেই এবার হয় আমার টিপি হিট না হয় স্টপ লস তাই আমাকে সতর্ক ভাবে এই মার্কেট হতে ট্রেড গ্রহণ করতে হয় যাতে আমি লস করে না বসি ।
-
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলেরই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । ভাল করে শিখে তারপর ব্যবসা করতে হবে তাহলে আর লোকসান আর কোন ভয় থাকবে না।
-
আমার মতে ফরেক্স এ ট্রেড করতে হলে আগে ফরেক্স এর কাজ শিখতে হবে । কাজ না শিখে ফরেক্স করা যায় না । ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক ব্যবসা, ফরেক্স মার্কেতে তখন ট্রেড করতে হয় যখন বাজার সহজ উঠা নামা করে। প্রাথমিক ভাবে সকলের ই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । সফল ভাবে ট্রেড করার ক্ষেত্রে ডেমো অনেক সাহায্য করে-আমি মনে করি সকলের ই ডেমো ট্রাই করে লাইভ অ্যাকাউন্টে এ যাওয়া উচিৎ ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম মার্কেট সম্পর্কে বুঝতে হবে জানতে হবে মার্কেট এনালাইসিস সঠিকভাবে করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে মার্কেট এর সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে হবে এখানে অর্থাৎ ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম ফরেক্স নিয়ে গবেষণার তৎপর একটি অধ্যাবসায় স্টাডি করতে হবে। এখানে মূলত একটি দেশের কারেন্সি পেয়ার এবং আর একটি দেশের কারেন্সি প্রচুর আকারে থাকে। যখন কোন দেশের কারেন্সি পেয়ার এর মূল্য রাশ তখন তাকে কিনে রাখতে হয় এবং যখন দাম বেড়ে যায় তখন সেটাকে বিক্রি করতে হয় এই ভাবেই ফরেক্স মার্কেটে ট্রেড গুলো সম্পন্ন হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে জানতে হবে। কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়। এখানে কোন একটি কারেন্সি পেয়ারের ভবিষ্যৎ মূল্য অনুধাবন করে ওই কারেন্সি পেয়ারটি ক্রয়-বিক্রয় করতে হয়। আর এই ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে হয় বর্তমান এবং অতীতের মার্কেটের অবস্থান থেকে এনালাইসিস করে।
-
আসলে আমরা সকলেই চাই এই মার্কেট থেকে ট্রেড করে আয় করতে এ জন্য আমাদের কে বেশী করে সব সময় ফরেক্স মার্কেট এ সময় দিতে হবে আমরা যদি এখানে সময় দিতে না পারি তাহলে আমরা এখানে থেকে কিছুই শিখতে পারব না তাই আমাদের শিখার জন্য ভাল করে ট্রেড শিখে করতে হবে ।
-
ফরেক্স একটি অনলাইন বেসড বিশাল মার্কেট এখানে অনলাইনের মাধ্যমে ট্রেড করতে হয়। তবে এখানে ট্রেড করার পূর্বে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং দক্ষ হতে হবে তারপর রিয়েল ট্রেড করুন। এছাড়া ট্রেডিং এর কিছু নিয়ম আছে যেমন মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করা এবং অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করা লোভ পরিহার করা, অন্যের সিগন্যালের উপর নির্ভরশীল না হয়ে নিজে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে, এক্সাইটেড হয়ে না পড়া এবং সর্বোপরি ধৈর্যশীল হওয়া ইত্যাদি এই নিয়মগুলো মেনে চললে ফরেক্স মার্কেট থেকে সকল অসম্ভব। ফরেক্স মার্কেট সবসময় ট্রেড করার উপযোগী থাকে না। এটা এনালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে কখন ট্রেড ধরা উচিত। ফরেক্স মার্কেট এমনই একটি মার্কেট যেখানে উভয় পজিশন থেকে ট্রেড করা যায়। যখন এনালাইসিস অনুযায়ী মনে হবে মার্কেটে মুদ্রার প্রাইস অনেক হাই তখন সেল এ ট্রেড করুন এবং যখন মনে করবেন মুদ্রার প্রাইস একেবারে কম তখন ওই মুহূর্তে বাই এ ট্রেড ধরুন তাহলে প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স হচ্ছে আন্তজার্তিক একটা ব্যবসা।এখানে ট্রেডিং করতে হলে আগে আপনাকে ফরেক্সের সকল নিয়ম কানুন জানতে হবে।এজন্য আগে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট লট সাইজ স্টপ লস টেক প্রফিট এসব বিষয়ে ধারণা অর্জন করতে হবে।আর এগুলোতে ভাল ধারনা নিতে হলে আগে ডেমোতে প্র্যাক্টিস করতে হবে।ডেমোতে যত ভাল করবেন রিয়্যাল ট্রেডেও ভাল করতে পারবেন তাহলে।আর ফরেক্স হল শেয়ার বাজারের মত একমুখী ব্যবসা নয়।এটা দ্বিমুখী অর্থাৎ আপনি বাই করলেও লাভ হবে আবার সেল করলেও লাভ হবে।শেয়ার বাজারের মত না যে শুধু দাম বাড়লেই লাভ হবে এমন না।এখানে পণ্যর দাম বাড়লেও লাভ কমলেও লাভ।তাই এটা খুবই সেনসিটিভ মার্কেট ট্রেড সঠিক ভাবে এন্ট্রি দিতে হবে।আর আপনি যেহুতু এটা মুদ্রাবাজার আপনি যে কারেন্সিতে ট্রেড করবেন সেই দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থার খোজ নিয়ে ট্রেড করবেন।তাহলে ভালো ফল পাবেন।আর সব থেকে বড় কথা আগে ডেমোতে প্র্যাক্টিস করে নিজেকে দক্ষ করে গড়ে তুলে তারপর রিয়্যাল ট্রেড করবেন তাহলে সফলতা পাবেন।আমি এই নিয়মগুলোই মেনে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে মেটা ট্রেডার 4 অথবা 5 ডাউনলোড করতে হবে। এরপর লগ ইন করতে হবে। অনেকগুলো কারেন্সি পেয়ারের মধ্য থেকে চয়েস করতে হবে কোন কারেন্সি পেয়ারে আপনি এন্ট্রি নিতে চান। কারেন্সি পেয়ারে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে বাই অথবা সেল করতে হবে। বাই বা সেল করলেই আপনার ট্রডটি ওপেন হয়ে যাবে।